আমি লেখিকা মোনালিসা কর অধিকারী,, মনের এলোমেলো কল্পনা গুলোকে নিজের মতো করে কলম দিয়ে আঁকিবুকি কাটি,, আমার কবিতাগুলো তোমরা পড়ে দেখো, ভালো লাগলে সবাই পাঠ করতে পারো,, তোমাদের রিকোয়েস্টের কোনো কবিতা থাকলে আমার কমিউনিটি তে জানাতে পারো চেষ্টা করবো,, আমার কবিতা কেমন লাগে জানিও,,
কবিতায় জাগি, কবিতায় বাঁচি, কবিতাকে ভালোবেসে, দুচোখে স্বপ্ন আঁকি ❤️❤️❤️❤️
✍️মোনালিসা কর অধিকারী
Monalisha Kar Adhikary
মোনালিসা কর অধিকারী
https://youtu.be/nr_y4Uz5NE0?si=98DR8...
❤️❤️❤️❤️❤️
9 hours ago | [YT] | 1
View 2 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-একলা রাতের সঙ্গী হবে??
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই, সবাই পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️
💐💐💐💐একলা রাতের সঙ্গী হবে??💐💐💐💐
নিশি রাতের আকাশে যখন তারারা ফিসফিস করে,ঘুমহীন চোখের নিচে তখনো কিছুটা গল্প বাকি থাকে!!শীতল বাতাস এসে বুকের ভেতর কাঁপন তোলে ধীরে ধীরে,মনের ভিতর ঝড় ওঠে তবু বাইরে থাকে অজস্র নীরবতা!!যেন সব অনুভূতি থেমে যায়,তবু একটুখানি আলোর খোঁজে মন হয় উতলা!!যেন অন্ধকারের ভেতর তোমার নামের প্রতিধ্বনি বাজে শতবার, কোটিবার!!কোনো অচেনা সুর যেন ভেসে আসছে দূরে নদীর পার থেকে,এমন সময় যদি তুমি পাশে থাকতে!!হাতের ওপর হাত রেখে যদি গল্প বলা যেত,অতীতের সব ব্যথা মুছে যদি নতুন সকালকে আলিঙ্গন করা যেত!!এই একলা রাতের সঙ্গী তুমি যদি হতে, নিঃশব্দ ভালোবাসার ভাষায় তোমায় জড়িয়ে ধরতাম!!হৃদয়ের ভেতর তুমি আছো, অথচ চোখের পলকে থেকেও অদৃশ্য!!তুমি যেন রাতের বুকের ভেতর ছোট্ট এক চাঁদের আভাস!!আমার একলা রাতের সঙ্গী হবে??""হায়রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমায় ""!!!!ভোরের হাওয়া ধীরে ধীরে এসে তোমার গাল ছুঁতে চায়, তোমার ঘুম ভাঙার আগেই প্রেম ঢালে কানে কানে!!আলোর রঙে ভিজে ওঠে আমার চোখের গভীর স্বপ্ন||শিউলি ঝরা পথের ধারে বাতাস যখন গান গায়,তখন মনে হয় শুধু তোমায় ঘিরেই পৃথিবী সাজাই!!তুমি না থাকলে সকালটা হয় অচেনা নির্জন,আর তুমি থাকলে ভোরের হাওয়া হয়ে ওঠে অনন্ত জীবন!!বাতাস তোমার নাম লিখে দেয় নীল আকাশের রঙিন পাতায়,আমি শুধু তাকাই মুগ্ধ হয়ে আর প্রেম ঝরে প্রতিটি কথায়!!""আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা,তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা ""!!!!
1 week ago | [YT] | 25
View 50 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-অভিমানী প্রেম
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️
💔💔💔💔💔অভিমানী প্রেম💔💔💔💔💔
শুধুই কি এক অপ্রাপ্তির গল্প লেখার জন্য তোমার আমার পরিচয় হয়েছিল??কত অপাঠিত বিরহের গল্প তো ছিল!!আমাদের গল্পটা নাহয় প্রেম পূর্ণতার এক মহাকাব্য হতো!!সেই গল্পের সমস্ত টা জুড়ে তুমি বিদ্যমান!!তবুও তুমি লেখা নেই কোথায়, হাতড়ে বেড়াই,, কিন্তু খুঁজে তো পাইনা!!এই তো গত শীতেও তুমি ছিলে,কাশ্মীরি শালের মতোই তীব্র ভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখতে!!পৌষ মাঘের এবড়ো খেবড়ো মানচিত্র আঁকা ঠোঁট ছুঁয়ে দিব্যি চলে যেত তোমার!!অথচ এই বছর কি বীভৎস ভাবে শীত কেটে যাচ্ছে, জানলার কাঁচে জমে আছে তুষার!!শিশিরের চাদরে মুছে গেছে পরিযায়ী পাখিদের নখের আঁচড়!!ভীষণ রকম একা লাগছে!!এমন প্রতিটা শীতে আমাদের একসাথে থাকার কথা ছিল, উষ্ণ প্রেমে দুজনের হারিয়ে যাওয়ার স্বপ্ন এঁকেছিলাম দুচোখে!!অথচ তুমি হলে ক্লান্ত, আর আমি হলাম তোমার প্রেমে ব্যর্থ!!এভাবেই আসতে আসতে বাড়লো দূরত্ব,তুমি ভুলে গেলে আমায় আর আমি মনে রাখলাম তোমায়!!""কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া,তোমার চরণে দিব হৃদয় খুলিয়া,,চরণে ধরিয়া তব কহিব প্রকাশি,গোপনে তোমারে সখা কত ভালোবাসি""!!!!আজ আমি ছিন্নভিন্ন, টুকরোটুকরো হয়ে অনু থেকে পরমাণু হয়েগেছি!!কোনো এক মহাকালে হয়ত নিষ্ক্রিয় হয়ে অস্তিত্ব হারাবে আমার!!তবুও তুমি আসবে না জানি!!অথচ প্রতিরাতে তোমার জন্য পূর্ণিমার চাঁদ সাজাই দীপ্ত থালায়!!জানালার পাশে রেখে দিই আমার বিরহী মন, যাতে তুমি হঠাৎ আসলে খুঁজে পাও আমার একান্ত ঠিকানা!!তোমার ছায়া ভেসে আসে বাতাসে,অভিমানে গড়া দুটি চোখে জমে বৃষ্টির জল!!তোমার পদচিহ্ন নেই বলে থেমে থাকিনা,প্রতিদিন আশায় গাঁথি হৃদয়ের উপহার!!খুব সযত্নে রাখি নরম বুকের গভীরে!!আজ শুধুই তোমার ছায়া টা থাকে আমার পাশে, আমার ""অভিমানী প্রেম"" একান্ত আমার, শুধু!!শুধু আমার!!""সেদিনও আকাশে ছিল কত তারা,আজও মনে আছে তোমারই কথা""!!!!
3 weeks ago | [YT] | 35
View 77 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-হারানো শৈশব
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️
🏐🥎🥍⚽🏏🥎 হারানো শৈশব🥎🏏⚽🥍🥎🏐
তপ্ত গ্রীষ্মের ক্লান্ত দুপুর ভেঙে যখন আকাশ ভিজে ওঠে আকস্মিক বৃষ্টিতে,চারিদিক থেকে ছুটে আসে এক অচেনা সুর,তখন ভেজা মাটির গন্ধে ভরে যায় বুকের ভেতর!!ঝুমঝুম বৃষ্টির ফোঁটার শব্দে মন যেন হারিয়ে যায় অন্য এক দিগন্তে,,যেখানে শৈশব দৌড়ায় খালি পায়ে,ভরদুপুরে রোদে বসে ছিপ ফেলে মাছ ধরা, কেটে যাওয়া ঘুড়ির পিছনে রুদ্ধশ্বাসে ছুটে যাওয়া,চুরি করে পিয়ারা, কুল,কালোজাম মাখা খাওয়া,,ভিজে জামা গায়ে হেসে ওঠা এক নির্ভেজাল আনন্দ!!প্রথম বৃষ্টির স্পর্শে গাছেরা যেন হয়ে ওঠে এক নতুন জন্ম নেওয়া শিশু!!পথঘাট,মাটি, মেঘ, বৃষ্টি,সবাই গেয়ে ওঠে এক অদ্ভুত গান!!""ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে,, আ আ আ ""!!সেই মুহূর্ত গুলো ছিল জীবনের আসল সহজ সত্য!!একফোঁটা বৃষ্টিতেই তখন আনন্দের মহাসমুদ্র খুঁজে নিতাম!!কেউ বা থাকতাম ভাঙাচোরা টিনের চাল দেওয়া ঘরে, কেউ হয়তো মাটির বাড়ি, কারোর টালির বাড়ি তবুও কি খুশি কি আনন্দ ছিল জীবনে,,প্রকৃতির সঙ্গে এক নিবিড় যোগাযোগ!!আত্মার এমন এক টান ছিল যেন, সর্বদাই হাতছানি দিয়ে ডেকে চলেছে প্রকৃতি!!""কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজ আর নেই""!!টিনের চালের নিচে বসে বন্ধুরা খেলতাম আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, টুপটাপ শব্দে মনে যেন আনন্দের সীমা থাকতো না,, তখন হাতে ছিল না স্মার্ট ফোন,না ছিল কোনো দামি খেলনা!!পুকুরে নানান রকম কায়দায় সাঁতারের প্রতিযোগিতা হতো,,তখন শহরের কোলাহল কি তা আমরা জানতাম না!!মাটির গন্ধ, কাদা জলের আনন্দ, ঘোড়া দৌড়, আতসবাজির প্রদর্শনী এইসব কিছুই ছিল আমাদের জীবনের শৈশবী আনন্দের এক একটি মুহূর্ত!!মুখে থাকতো সবসময় হাসি,কোনো ফিল্টার লাগানো ছিল না,, না ছিল কোনো সাজানো ক্যাপশন!!শুধু নিঃস্বার্থ ভালোলাগা, আর প্রকৃতিকে আষ্টেপৃষ্টে ছুঁয়ে থাকা!!এখন বড়ো হয়ে আমরা যখন ছাতা খুঁজি, সেই ছোট্ট ছেলেটি খোঁজে বৃষ্টি!!প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতই সুখ ছিল, হারানোর কোনো ভয় ছিল না!!আজ আর বন্ধুদের ও খুঁজে পাইনা, বয়স বাড়ার সাথে তারাও যেন কোথায় হারিয়ে গেলো আর শৈশব ও বিদায় নিলো!!""কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়!!কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভীড়,হারানোর তালিকায়""!!!!
3 weeks ago | [YT] | 29
View 54 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-মন খারাপ
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারো ❤️❤️❤️❤️
💔💔💔💔😢😢মন খারাপ😢😢💔💔💔💔
একজন এসে আমায় নিঃশব্দে জিজ্ঞাসা করলো তোমার কি মন খারাপ??আমি তখন মৃদু হেসে নীরবেই বললাম, মনের কষ্ট একমাত্র মনই বোঝে,, মন তো কোনো বারণই মানতে চায়না!!যেন ক্লান্ত দিনের শেষে ঝরে পড়া আলো,তবে জানো??মনটা তো আমার কাছেই নেই,, মনকে খুঁজে পাচ্ছি না,,কেউ কি বলতে পারো আমার মনটা কোন অচেনা রাস্তায় হারালো??কোনো ভুলে যাওয়া স্মৃতির ভিড়ে কি হারিয়ে গেলো??কোন চোখের আড়ালে লোকালো তবে আমার মন??মন খারাপ কি আসলেই আমার??নাকি এ শুধু শরতের আকাশের ভেসে যাওয়া মেঘ??যা এক মুহূর্তে আলো ঢেকে আবার নিমেষেই অন্ধকার ছড়ায়!!তেমনই হয়তো আমার মনটা কেউ নিয়ে গেছে, আর ফেলে গেছে শুধু শুন্যতা!!আজ প্রশ্ন গুলো আমায় ব্যতিব্যস্ত করে তুলেছে!!""মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা, কোথায় আছি থাকবো কোথায় তা জানিনা,আমায় বুঝতে হবে তবে আমায় পাবে, মনের অনুরাগে তাই""!!আকাশেরও মাঝেমাঝে মন খারাপ হয় জানো??যখন তার চাঁদটা হারিয়ে যায় কোনো দুঃখের আঁধারে, যখন তারাগুলো নীরবে লুকিয়ে থাকে, আর বাতাস থেমে থাকে অজানা অপেক্ষার আশায়!!আকাশ তখন কাঁদে বৃষ্টির ফোঁটা হয়ে, মেঘেরা তখন তার কাঁধে মাথা রেখে শান্তনা দেয়, বজ্রপাতের ঝলকানিতে লুকিয়ে রাখতে চায় অভিমানগুলো, আর রংধনুও আসে শুধু তার মন ভালো করার জন্য!!তবু সে প্রতিদিন ভোরে হাসে নতুন আলোয়, যেন কিছুই হয়নি সব ঠিক আছে!!কিন্তু তার বুকের গভীরে লুকিয়ে রাখে নরম হাহাকার,, ঠিক যেমনটা আমরা নিজের বুকে অনুভব করি কিন্তু প্রকাশ করতে পারিনা!!""একা একেলা মন,চিনেছে মন কেমন চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন""!!!!
1 month ago | [YT] | 28
View 65 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-তুমি আমার প্রিয় অসুখ
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারবেন ❤️❤️❤️❤️
💔💔💔💔তুমি আমার প্রিয় অসুখ💔💔💔💔
একটা অপ্রিয় নির্ঘুম রাতে আমার প্রিয় অসুখ হয়ে এসেছিলে তুমি,সেই যে সেদিন ঘুম হলো না আজও আমি জেগে!!রাতের পর রাত জেগে নির্ঘুম চোখের সাথে যুদ্ধ করে চলেছি!!তোমার কথা মনে পড়লে হৃদয়ে কতোটা বিষাদের ঢেউ ওঠে, তার দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটাই মাপা হয়নি জানো??নিয়মিত এই বিষাক্ত ব্যথা কেমন করে কামড়ে ধরে রাখে আমার হাড় পাঁজর কে তা কখনও কাউকে বলাও হয়নি!!তুমিও জানতে চাও নি এই যন্ত্রণার কথা!!তোমার সাথে কথা না হলে আমার পৃথিবীর জাগতিক গতি থেমে যায়,দিনের আলো রূপ নেয় গাঢ় অন্ধকারে,মন খারাপ ভীড় জমায় মস্তিষ্কে,নিজেকে মনে হয় শ্বাসকষ্টের রোগী!!প্রতিদিন জানালায় বসে থাকি চিঠির অপেক্ষায়,ডাকপিওনের সাইকেলের ঘন্টা বাজলে আমার হৃদয় ছুটে যায়!!কিন্তু নীরব শূণ্যতায় পড়ে থাকে খালি ডাকবাক্স!!""কিছু আবদারের জানি নেই মানে,তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে""!!!!তুমি বলেছিলে চিঠির নরম শব্দে প্রতিদিনের গল্প লিখে আমাদের দূরত্বকে ভাঙবে!!তুমি নামক প্রিয় অসুখ টা দিনদিন বেড়ে চলেছে,শুন্য খামে কেবল ভরে যাচ্ছে বাতাসের বিষাদ সুরের গান,চোখ ভিজে উঠছে না পাওয়ার কষ্টে!!একদিন হয়তো ঠিকই আসবে!!ততদিন অপেক্ষায় অবিরাম থাকবো,না পাওয়া চিঠিগুলো কবিতা হয়ে উঠবে,তোমার নীরবতা হয়ে উঠবে আমার একমাত্র সঙ্গী!!তবুও তুমিই আমার প্রিয় অসুখ!!এমন অসুখ কে সঙ্গে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমি!!সেদিন তোমারও আমায় মনে পরবে, ভীষণ ভীষণরকম মনে পরবে!!কেন জানো??সেদিন তোমায় আমি ভালোবাসতে ভুলে যাবো,ভালোবাসার অভাব হবে তোমার প্রচন্ডরকম!!সেদিন বুঝবে, হাত বাড়িয়ে খুঁজবে!!""তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে মরণযাত্রা যেদিন যাবে ""!!!!
1 month ago | [YT] | 26
View 61 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-ভেঙে যাওয়া স্বপ্ন
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, যে কেউ পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️
💔💔💔💔💔ভেঙে যাওয়া স্বপ্ন💔💔💔💔💔
তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো সব ভেঙে গেছে, আশা ও নিরাশার মেঘ হয়ে বৃষ্টির ফোঁটায় মুছে গেছে!!নিঃশ্বাসের সাথে মিশে গিয়ে, বিশ্বাস গুলোকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া কেই বুঝি ভালোবাসা বলে প্রিয়??তোমার হাত ধরে মুক্ত বাতাসে হাঁটার ভীষণ ইচ্ছা ছিল,তোমায় নিয়ে যে চিঠি গুলো লিখেছিলাম সেগুলো পড়ার ব্যাকুলতায় ছুটে গিয়ে দেখলাম ধুলো জমেছে!!তোমার নিয়ে শরতের কুয়াশা মাখা ভোরে শিউলির মালা গাঁথবো ভেবেছিলাম, সেটাও যে হলো না,,ফুলগুলো অপেক্ষায় থেকে শুকিয়ে গেলো!!স্বপ্ন গুলো এভাবে ভেঙে গেলো??তবুও তুমি আমার প্রিয় মানুষ, যেন অগাধ এক সাগর,,দেখি প্রতিদিন অথচ ছুঁতে পারিনা তোমার গভীরতা!!তোমার ঢেউ এসে ছুঁয়ে যায় আমার স্বপ্নের তীরে,কিন্তু ডুব দিয়ে ছুঁতে গেলে সব ভ্রম ভেঙে যায়!!তুমি কাছে থেকেও কত দূরে,যেন দুটি দ্বীপ শুধু দিগন্তে একে অন্যকে দেখে,,শুধু বাতাসে ভেসে আসে ভালোবাসার মৃদু সুর,কিন্তু হাত বাড়ালেই শূণ্যতায় মিশে যায় প্রতীক্ষা!!কি চরম বেদনা, উফ ভাবতে গেলেই বুকের বাঁদিকে চিনচিনে ব্যথা অনুভব হয়!!""কি করে তোকে বলবো তুই কে আমার, আয় না সাথে চলবো সব পারাপার মনেরই আস্কারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম ""!!!!আমার প্রিয় মানুষ, তুমি সাগরের মতো অনন্ত সীমাহীন,আমি তটের বালি হয়ে শুধু তোমায় অনুভব করি!!তুমি ছোঁয়া না দিলেও আমি তোমার ঢেউয়ে গা ভাসিয়ে রাখি,যেন চিরকাল টানেই বাঁধা রইবো অনন্ত আকুলতায়!!যখন বৃষ্টি নামে জানালার কাঁচে এক অদ্ভুত খেলা শুরু হয়,ফোঁটা গুলো দৌড়ে নিচে নেমে যায়, যেন স্মৃতিরা সব পালিয়ে যাচ্ছে একে একে অচেনা গন্তব্যে!!আর আমি ভেজা কাঁচের ভিতর দিয়ে তাদের আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাই!!বৃষ্টির শব্দে নরম সুর মিশে থাকে,যা ভিজিয়ে দেয় ভিতরের ক্লান্তি,মনে হয় পৃথিবীটা হঠাৎ থেমে গেছে!!আর জানালার ওপারে জলরঙে আঁকা এক নতুন দৃশ্য ধীরে ধীরে জন্ম নিচ্ছে অচেনা আলোয়!!আর আমি সেই অচেনা ছবির দিকে তাকিয়ে তোমায় খুঁজতে থাকি, আমার ভেঙে যাওয়া স্বপ্ন গুলোকে হাতড়ে বেড়াই!!যেখানে তুমি নেই, আছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি!!বৃষ্টি থেমে গেলে কাঁচ শুকিয়ে যায়,কিন্তু অন্তর?? আমার ভিজে যাওয়া মন?? কিভাবে শুকোবে??তোমার ফেলে যাওয়া স্মৃতি গুলো গভীর হয়ে এক অন্তহীন নীরবতার সৃষ্টি করেছে, যা দিনরাত আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে!!""ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও, চাইনি তবু কেন তুমি কাছে এলে, মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে, কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ ""!!!!
1 month ago | [YT] | 31
View 66 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-তুমি যদি ফিরে আসো
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতাপাঠে কোনো নিষেধ নেই,, যে কেউ পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️
💔💔💔💔তুমি যদি ফিরে আসো💔💔💔💔
কেউ থেকে যাবে বলে আসে না, সমুদ্রের ঢেউ তার বিশালতা নিয়ে যখন ছুটে আসে মনে হয় এমনই রূপে ধরা দিক, কিন্তু যত কাছে আসে তার গর্জন কমতে থাকে,, যাওয়ার সময় কটা ঝিনুক রেখে ফিরে যায়!!আকাশের ভাসমান মেঘেরা যখন এলোমেলো ভাবে ভেসে বেড়ায়, তখন মন চায় পেঁজা তুলোর মতো ধরা দিক,, কিন্তু কখন যে তা কালো ঘণিভূত মেঘে পরিণত হয়ে বৃষ্টি ঝরিয়ে চলে যায় অবাক হয়ে দেখি!!গাছের রঙিন ফুলগুলো তাদের সুবাস, সৌরভ দেখিয়ে দিনশেষে কেমন ঝিমিয়ে ঝরে পরে!!মন কেমনের গল্প হয়ে চলে যায়!!আর প্রিয় ঋতু?? কখন আসে কখন যায় বিষন্নতায় বুঝতেই পারিনা!!জীবন কখনও চায়নি রঙিন কিছু, তবু আমরা প্রতিনিয়ত রঙ মেখে চলেছি!!সুখের ছবি এঁকেছি ব্যথার দেওয়ালে,হাসির মুখোশ পরিয়ে রেখেছি কান্নাকে!!জীবন বড়োই নির্লিপ্ত, সে দেয়না প্রতিশ্রুতি,চিরকাল পাশেও রাখে না কাউকে!!শুধু সময়ের পাতায় লিখে যায় কিছু রংহীন স্মৃতি,,, মানুষ, অনুভব, সম্পর্ক সবকিছুই বদলে যায়,আর রঙ হারায় নিঃশব্দে!!জীবন তো একই থাকে, রোদ উঠলে আলো, মেঘ করলে অন্ধকার,,বৃষ্টি এলে ভেজা আর কেউ ছেড়ে গেলে প্রচন্ড বিরহ!!একসময় যার জন্য রাত জেগে কষ্ট লিখতাম আজ তার নামটাও ভুলে গেছি!!""দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা,দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগলপারা,এত আনন্দ আয়োজন,সবই বৃথা আমায় ছাড়া ""!!!!তুমি আবার ফিরে এসো শীতের ভোরের কুয়াশা হয়ে,যেখানে নিস্তব্ধতা ভেঙে যাবে তোমার উপস্থিতির উষ্ণতায়!!তুমি ফিরে এসো আমার ভাঙা কলমের কালি হয়ে,যা থেমে যাওয়া কবিতাগুলোকে আবার আবার লিখতে শেখাবে!!তুমি ফিরে এসো শুকনো ডালপালায় একান্ত আমার বসন্ত হয়ে,যেখানে মৃত পাতাগুলোও তোমার ছোঁয়ায় জীবন্ত সবুজ হয়ে উঠবে!!তুমি যদি আবার ফিরে আসো,তাহলে পৃথিবীর সব অভিমান,শুন্যতা মুছে দিয়ে থেকে যাবো তোমার ছায়ায় ভরা পূর্ণতা হয়ে!!যদি তুমি ফিরে আসো!!""একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারও আকাশে""!!!!
1 month ago | [YT] | 26
View 59 replies
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-পাহাড়ের যন্ত্রনা
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, যে কেউ পাঠ করতে পারো ❤️❤️❤️❤️
💔💔💔💔💔পাহাড়ের যন্ত্রনা💔💔💔💔💔
সেদিন শেষবারের মতো পাহাড় তার প্রেমিকা ঝর্ণা কে জিজ্ঞাসা করেছিল, তুমি কি ভালোবাসো না আমায়??আমার চোখে চোখ রেখে বলো!!আর কখনও বিরক্ত করবো না,, ঝর্না বলেছিলো ভালোবাসি ভালোবাসি প্রচন্ড রকম ভালোবাসি,,যেদিন আকাশ ভরা সাদা কালো মেঘের ভাঁজ দিয়ে অঝোরে বৃষ্টি ঝরবে সেদিন তুমি আমার দিকে চেয়ে দেখো!!খুঁজে পাবে আমায়, আর আমার ভালোবাসা!!পাহাড় হতাশ হয়ে বললো, তবে কি আর দেখা হবে না?? আর সেই যে স্বপ্ন গুলো?? সবই কি মিথ্যা??ঝর্না খানিক মৃদু হেসে ছুটে গেলো পাহাড়ের কোলে, আর বলে উঠলো যখন ঝরঝর করে বৃষ্টি নামবে,তখন ভেজা জানালার কাঁচে তোমারই নাম লেখা থাকবে!!আমার জলনূপুরের শব্দ ভেসে যাবে কুয়াসার সুরে সুরে!!সেদিনও এই একই ভাবে কাছে টেনে নেবে তো??পাহাড় বললো যখন মেঘের গর্জন শুনবে, বিদ্যুৎ ঝলসে আলো ঝরাবে তুমি জেনো ঐ আলোর রশ্নি আমার ভালোবাসার ছোঁয়া!!মেঘের বুক ফুঁড়ে নামবে স্বপ্নের ধারা,তাতে তুমি আমি মিশে থাকবো!!বৃষ্টির ভেজা পথ ধরে হেঁটে যাবো!!আকাশের কান্না সেদিন আনন্দের গান হয়ে নামবে!!এতকিছু স্বপ্ন দেখার পর যদি তোমার আমার দূরত্ব বেড়ে যায়?? যদি কথা বলা কমে যায়??যোগাযোগ যদি হারিয়ে যায়??ছোটোখাটো বিষয়ে আমাদের দীর্ঘ আলাপ যদি বন্ধ হয়ে যায়??তোমার উপর খাটানো সমস্ত অধিকার কি তুমি নিষিদ্ধ করে দেবে??এভাবে কেন বারবার বাঁধছো তোমার মায়ায়?? যদি আমায় ছুঁতে না পারো, বৃষ্টি নামলে ছুঁয়ে দেখো আমার গায়ের গন্ধ পাবে!!বৃষ্টির জলেই আমার জলোস্রোত মিশিয়ে তোমায় লুকিয়ে ভালোবেসে যাবো!!পাহাড় শান্ত স্বরে বলে উঠলো তোমার এই ছেলেমানুষি স্বভাব, ছোঁয়াচে নরম আদর, এইসব কিছু নিয়েই তো আমি রচনা করি ভালোবাসার উপন্যাস!!""লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা,হিতাক তোকে মানাইছে না রে, ইক্কেবারে মানাইছে না রে ""!!!!
2 months ago | [YT] | 23
View 58 replies
মোনালিসা কর অধিকারী
শুভ মহানবমী ❤️❤️❤️❤️
শুভ নবরাত্রি 🙏🙏🙏🙏
প্রেম সে বলো জয় মাতাদি 🙏🙏🙏🙏
সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️❤️❤️❤️কন্যা পূজা সমাপ্তি ঘটলো আজ ❤️❤️❤️
2 months ago | [YT] | 14
View 17 replies
Load more