মোনালিসা কর অধিকারী

শিরোনাম-তুমি আমার প্রিয় অসুখ
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারবেন ❤️❤️❤️❤️

💔💔💔💔তুমি আমার প্রিয় অসুখ💔💔💔💔

একটা অপ্রিয় নির্ঘুম রাতে আমার প্রিয় অসুখ হয়ে এসেছিলে তুমি,সেই যে সেদিন ঘুম হলো না আজও আমি জেগে!!রাতের পর রাত জেগে নির্ঘুম চোখের সাথে যুদ্ধ করে চলেছি!!তোমার কথা মনে পড়লে হৃদয়ে কতোটা বিষাদের ঢেউ ওঠে, তার দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটাই মাপা হয়নি জানো??নিয়মিত এই বিষাক্ত ব্যথা কেমন করে কামড়ে ধরে রাখে আমার হাড় পাঁজর কে তা কখনও কাউকে বলাও হয়নি!!তুমিও জানতে চাও নি এই যন্ত্রণার কথা!!তোমার সাথে কথা না হলে আমার পৃথিবীর জাগতিক গতি থেমে যায়,দিনের আলো রূপ নেয় গাঢ় অন্ধকারে,মন খারাপ ভীড় জমায় মস্তিষ্কে,নিজেকে মনে হয় শ্বাসকষ্টের রোগী!!প্রতিদিন জানালায় বসে থাকি চিঠির অপেক্ষায়,ডাকপিওনের সাইকেলের ঘন্টা বাজলে আমার হৃদয় ছুটে যায়!!কিন্তু নীরব শূণ্যতায় পড়ে থাকে খালি ডাকবাক্স!!""কিছু আবদারের জানি নেই মানে,তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে""!!!!তুমি বলেছিলে চিঠির নরম শব্দে প্রতিদিনের গল্প লিখে আমাদের দূরত্বকে ভাঙবে!!তুমি নামক প্রিয় অসুখ টা দিনদিন বেড়ে চলেছে,শুন্য খামে কেবল ভরে যাচ্ছে বাতাসের বিষাদ সুরের গান,চোখ ভিজে উঠছে না পাওয়ার কষ্টে!!একদিন হয়তো ঠিকই আসবে!!ততদিন অপেক্ষায় অবিরাম থাকবো,না পাওয়া চিঠিগুলো কবিতা হয়ে উঠবে,তোমার নীরবতা হয়ে উঠবে আমার একমাত্র সঙ্গী!!তবুও তুমিই আমার প্রিয় অসুখ!!এমন অসুখ কে সঙ্গে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমি!!সেদিন তোমারও আমায় মনে পরবে, ভীষণ ভীষণরকম মনে পরবে!!কেন জানো??সেদিন তোমায় আমি ভালোবাসতে ভুলে যাবো,ভালোবাসার অভাব হবে তোমার প্রচন্ডরকম!!সেদিন বুঝবে, হাত বাড়িয়ে খুঁজবে!!""তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে মরণযাত্রা যেদিন যাবে ""!!!!

1 month ago | [YT] | 26