মোনালিসা কর অধিকারী

শিরোনাম-হারানো শৈশব
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️


🏐🥎🥍⚽🏏🥎 হারানো শৈশব🥎🏏⚽🥍🥎🏐

তপ্ত গ্রীষ্মের ক্লান্ত দুপুর ভেঙে যখন আকাশ ভিজে ওঠে আকস্মিক বৃষ্টিতে,চারিদিক থেকে ছুটে আসে এক অচেনা সুর,তখন ভেজা মাটির গন্ধে ভরে যায় বুকের ভেতর!!ঝুমঝুম বৃষ্টির ফোঁটার শব্দে মন যেন হারিয়ে যায় অন্য এক দিগন্তে,,যেখানে শৈশব দৌড়ায় খালি পায়ে,ভরদুপুরে রোদে বসে ছিপ ফেলে মাছ ধরা, কেটে যাওয়া ঘুড়ির পিছনে রুদ্ধশ্বাসে ছুটে যাওয়া,চুরি করে পিয়ারা, কুল,কালোজাম মাখা খাওয়া,,ভিজে জামা গায়ে হেসে ওঠা এক নির্ভেজাল আনন্দ!!প্রথম বৃষ্টির স্পর্শে গাছেরা যেন হয়ে ওঠে এক নতুন জন্ম নেওয়া শিশু!!পথঘাট,মাটি, মেঘ, বৃষ্টি,সবাই গেয়ে ওঠে এক অদ্ভুত গান!!""ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে,, আ আ আ ""!!সেই মুহূর্ত গুলো ছিল জীবনের আসল সহজ সত্য!!একফোঁটা বৃষ্টিতেই তখন আনন্দের মহাসমুদ্র খুঁজে নিতাম!!কেউ বা থাকতাম ভাঙাচোরা টিনের চাল দেওয়া ঘরে, কেউ হয়তো মাটির বাড়ি, কারোর টালির বাড়ি তবুও কি খুশি কি আনন্দ ছিল জীবনে,,প্রকৃতির সঙ্গে এক নিবিড় যোগাযোগ!!আত্মার এমন এক টান ছিল যেন, সর্বদাই হাতছানি দিয়ে ডেকে চলেছে প্রকৃতি!!""কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজ আর নেই""!!টিনের চালের নিচে বসে বন্ধুরা খেলতাম আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, টুপটাপ শব্দে মনে যেন আনন্দের সীমা থাকতো না,, তখন হাতে ছিল না স্মার্ট ফোন,না ছিল কোনো দামি খেলনা!!পুকুরে নানান রকম কায়দায় সাঁতারের প্রতিযোগিতা হতো,,তখন শহরের কোলাহল কি তা আমরা জানতাম না!!মাটির গন্ধ, কাদা জলের আনন্দ, ঘোড়া দৌড়, আতসবাজির প্রদর্শনী এইসব কিছুই ছিল আমাদের জীবনের শৈশবী আনন্দের এক একটি মুহূর্ত!!মুখে থাকতো সবসময় হাসি,কোনো ফিল্টার লাগানো ছিল না,, না ছিল কোনো সাজানো ক্যাপশন!!শুধু নিঃস্বার্থ ভালোলাগা, আর প্রকৃতিকে আষ্টেপৃষ্টে ছুঁয়ে থাকা!!এখন বড়ো হয়ে আমরা যখন ছাতা খুঁজি, সেই ছোট্ট ছেলেটি খোঁজে বৃষ্টি!!প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতই সুখ ছিল, হারানোর কোনো ভয় ছিল না!!আজ আর বন্ধুদের ও খুঁজে পাইনা, বয়স বাড়ার সাথে তারাও যেন কোথায় হারিয়ে গেলো আর শৈশব ও বিদায় নিলো!!""কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়!!কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভীড়,হারানোর তালিকায়""!!!!

3 weeks ago | [YT] | 29