শিরোনাম-পাহাড়ের যন্ত্রনা লেখিকা-মোনালিসা কর অধিকারী আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, যে কেউ পাঠ করতে পারো ❤️❤️❤️❤️
💔💔💔💔💔পাহাড়ের যন্ত্রনা💔💔💔💔💔
সেদিন শেষবারের মতো পাহাড় তার প্রেমিকা ঝর্ণা কে জিজ্ঞাসা করেছিল, তুমি কি ভালোবাসো না আমায়??আমার চোখে চোখ রেখে বলো!!আর কখনও বিরক্ত করবো না,, ঝর্না বলেছিলো ভালোবাসি ভালোবাসি প্রচন্ড রকম ভালোবাসি,,যেদিন আকাশ ভরা সাদা কালো মেঘের ভাঁজ দিয়ে অঝোরে বৃষ্টি ঝরবে সেদিন তুমি আমার দিকে চেয়ে দেখো!!খুঁজে পাবে আমায়, আর আমার ভালোবাসা!!পাহাড় হতাশ হয়ে বললো, তবে কি আর দেখা হবে না?? আর সেই যে স্বপ্ন গুলো?? সবই কি মিথ্যা??ঝর্না খানিক মৃদু হেসে ছুটে গেলো পাহাড়ের কোলে, আর বলে উঠলো যখন ঝরঝর করে বৃষ্টি নামবে,তখন ভেজা জানালার কাঁচে তোমারই নাম লেখা থাকবে!!আমার জলনূপুরের শব্দ ভেসে যাবে কুয়াসার সুরে সুরে!!সেদিনও এই একই ভাবে কাছে টেনে নেবে তো??পাহাড় বললো যখন মেঘের গর্জন শুনবে, বিদ্যুৎ ঝলসে আলো ঝরাবে তুমি জেনো ঐ আলোর রশ্নি আমার ভালোবাসার ছোঁয়া!!মেঘের বুক ফুঁড়ে নামবে স্বপ্নের ধারা,তাতে তুমি আমি মিশে থাকবো!!বৃষ্টির ভেজা পথ ধরে হেঁটে যাবো!!আকাশের কান্না সেদিন আনন্দের গান হয়ে নামবে!!এতকিছু স্বপ্ন দেখার পর যদি তোমার আমার দূরত্ব বেড়ে যায়?? যদি কথা বলা কমে যায়??যোগাযোগ যদি হারিয়ে যায়??ছোটোখাটো বিষয়ে আমাদের দীর্ঘ আলাপ যদি বন্ধ হয়ে যায়??তোমার উপর খাটানো সমস্ত অধিকার কি তুমি নিষিদ্ধ করে দেবে??এভাবে কেন বারবার বাঁধছো তোমার মায়ায়?? যদি আমায় ছুঁতে না পারো, বৃষ্টি নামলে ছুঁয়ে দেখো আমার গায়ের গন্ধ পাবে!!বৃষ্টির জলেই আমার জলোস্রোত মিশিয়ে তোমায় লুকিয়ে ভালোবেসে যাবো!!পাহাড় শান্ত স্বরে বলে উঠলো তোমার এই ছেলেমানুষি স্বভাব, ছোঁয়াচে নরম আদর, এইসব কিছু নিয়েই তো আমি রচনা করি ভালোবাসার উপন্যাস!!""লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা,হিতাক তোকে মানাইছে না রে, ইক্কেবারে মানাইছে না রে ""!!!!
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-পাহাড়ের যন্ত্রনা
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, যে কেউ পাঠ করতে পারো ❤️❤️❤️❤️
💔💔💔💔💔পাহাড়ের যন্ত্রনা💔💔💔💔💔
সেদিন শেষবারের মতো পাহাড় তার প্রেমিকা ঝর্ণা কে জিজ্ঞাসা করেছিল, তুমি কি ভালোবাসো না আমায়??আমার চোখে চোখ রেখে বলো!!আর কখনও বিরক্ত করবো না,, ঝর্না বলেছিলো ভালোবাসি ভালোবাসি প্রচন্ড রকম ভালোবাসি,,যেদিন আকাশ ভরা সাদা কালো মেঘের ভাঁজ দিয়ে অঝোরে বৃষ্টি ঝরবে সেদিন তুমি আমার দিকে চেয়ে দেখো!!খুঁজে পাবে আমায়, আর আমার ভালোবাসা!!পাহাড় হতাশ হয়ে বললো, তবে কি আর দেখা হবে না?? আর সেই যে স্বপ্ন গুলো?? সবই কি মিথ্যা??ঝর্না খানিক মৃদু হেসে ছুটে গেলো পাহাড়ের কোলে, আর বলে উঠলো যখন ঝরঝর করে বৃষ্টি নামবে,তখন ভেজা জানালার কাঁচে তোমারই নাম লেখা থাকবে!!আমার জলনূপুরের শব্দ ভেসে যাবে কুয়াসার সুরে সুরে!!সেদিনও এই একই ভাবে কাছে টেনে নেবে তো??পাহাড় বললো যখন মেঘের গর্জন শুনবে, বিদ্যুৎ ঝলসে আলো ঝরাবে তুমি জেনো ঐ আলোর রশ্নি আমার ভালোবাসার ছোঁয়া!!মেঘের বুক ফুঁড়ে নামবে স্বপ্নের ধারা,তাতে তুমি আমি মিশে থাকবো!!বৃষ্টির ভেজা পথ ধরে হেঁটে যাবো!!আকাশের কান্না সেদিন আনন্দের গান হয়ে নামবে!!এতকিছু স্বপ্ন দেখার পর যদি তোমার আমার দূরত্ব বেড়ে যায়?? যদি কথা বলা কমে যায়??যোগাযোগ যদি হারিয়ে যায়??ছোটোখাটো বিষয়ে আমাদের দীর্ঘ আলাপ যদি বন্ধ হয়ে যায়??তোমার উপর খাটানো সমস্ত অধিকার কি তুমি নিষিদ্ধ করে দেবে??এভাবে কেন বারবার বাঁধছো তোমার মায়ায়?? যদি আমায় ছুঁতে না পারো, বৃষ্টি নামলে ছুঁয়ে দেখো আমার গায়ের গন্ধ পাবে!!বৃষ্টির জলেই আমার জলোস্রোত মিশিয়ে তোমায় লুকিয়ে ভালোবেসে যাবো!!পাহাড় শান্ত স্বরে বলে উঠলো তোমার এই ছেলেমানুষি স্বভাব, ছোঁয়াচে নরম আদর, এইসব কিছু নিয়েই তো আমি রচনা করি ভালোবাসার উপন্যাস!!""লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা,হিতাক তোকে মানাইছে না রে, ইক্কেবারে মানাইছে না রে ""!!!!
2 months ago | [YT] | 23