Hello It's a coocking channel "Amader Rannaghar ".
I am Monalisha Kar Adhikary. Coocking is my love and passion.Our eating video include my channel.
I love to experiment with new recipes. Please do subscribe my channel.
youtube.com/@Subhankar984
www.instagram.com/invites/contact/?igsh=MTlkbWR4Ym…
www.facebook.com/monalishakar.adhikary.5
Amader RannaGhar
❤️❤️❤️❤️❤️❤️সুপ্রভাত❤️❤️❤️❤️❤️❤️
নমস্কার বন্ধুরা 🙏🙏🙏🙏আমাদের রান্নাঘরে সকলকে স্বাগত ❤️❤️❤️❤️আজ আমার জন্মদিন 😀😀তোমাদের সকলের কাছে আশীর্বাদ নিতে এলাম ❤️❤️❤️❤️আমার সকল গুরুজনদের আশীর্বাদ ও শুভকামনা যেন সবসময় আমার সঙ্গে থাকে.... আমার সব দাদাভাই, দিদিভাইদের প্রনাম জানালাম 🙏🙏🙏🙏বন্ধুরা, ভাই ও বোনেরা তোমাদের জন্য একরাশ ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমায় এভাবেই ভালোবাসা দিও 🥰🥰🥰🥰এই yt তে এসে কিছু এমন সম্পর্ক পেয়েছি যা আমার প্রতিদিনের ভালো থাকার রসদ 🙏🙏সর্বদা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা কাম্য আমার....প্রতিনিয়ত আমায় তোমরা মোটিভেট করে যাচ্ছ সারাজীবন ঋণী থাকবো তোমাদের কাছে 🙏🙏🙏🙏Love you all ❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️তোমাদের মোনা ❤️❤️❤️❤️
18 hours ago (edited) | [YT] | 30
View 63 replies
Amader RannaGhar
💔💔💔বদ অভ্যাস....তোমাকে চাওয়ার..💔💔💔
আমিই সেই মেয়েটি, একসময় যার হাসিতে আকাশ, বাতাস, পাখি, এমনকি গাছের সদ্য ফোঁটা ফুলগুলোও মনপ্রাণ খুলে হাসতো!!!!আমিই সেই মেয়ে যে নিজের লুকোনো অশ্রু মুছে সারাদিন সকলকে তার হাসি দিয়ে হাসতে শেখাতো!!!!আমার বন্ধুরা ভাবে আমি শক্ত, পরিবার ভাবে নির্ভরযোগ্য, কিন্তু যখন আয়নার সামনে দাঁড়াই এই মুখটা কেন এতো অচেনা লাগে????বহুবার ভেঙেছি, অজস্রবার ভেবেছি এইবার থেমে যাই, কিন্তু তাও কেন পারিনি????কে যেন কানেকানে বলে হেরে যাস না!!!!যাস না হেরে!!!!তোমার সাথে নিয়ম করে কথা না বলাই বোধহয় ভালো ছিল,যত কথা বলেছি মায়া বেড়েছে, অভ্যাস হয়েগেছে!!!!যেটাকে তুমি বললে বদ অভ্যাস!!!!আর এখন কথা বলা বন্ধ, হাসিটাও আমার চিরশত্রু হয়েগেছে,কেমন যেন দম বন্ধ হয়ে আসছে দিনেদিনে!!!!তোমায় সব কথা বলার জন্য মন ছটফট করে, অনলাইন দেখেও যখন মেসেজ করার অধিকার থাকে না মেসেজ সিন করেও যখন রিপ্লাই করোনা তখন নিজেকে যে ভীষণ ভীষণ অসহায় লাগে, আর তখন সত্যিই মনে হয় এটাই কি তাহলে বদ অভ্যাস????বুকের মাঝে এক নিদারুন তীব্র ব্যাথা অনুভব হয়, চোখের কোনে অজান্তেই শ্রাবন আসে!!!!এ কি হলো???? কেন হলো???? এমন হওয়ার তো কথা ছিল না!!!!তখন যে আমার ভীষণ বাজে রকম কষ্ট হয়, মন খারাপ হয় তোমায় বলতে চেয়েও কেন পারিনা??কেন??হৃদয়ের ব্যাথা তো সেই দেয় যে ব্যাথাটা নিরাময় করতে পারে!!শরীরের ব্যাথার তো তবুও পথ্য হয়, কিন্তু মনের ব্যাথার??কোথায় পাবো মনের ব্যাথার পথ্য??জানো, তোমাকে কেন আমি মেঘ বলে ডাকতাম ??কারণ আমি তোমার মধ্যে পরিবর্তন দেখেছিলাম!!যেমন মেঘ ভেসে এসে সামান্য কিছু স্মৃতি রেখে যায়, তুমিও ঠিক তেমন একটু ভালোবাসা দিয়েই হারিয়ে গেলে কোথায়????কখনও যদি দুঃখ এসে তোমায় ছুঁয়ে যায়, সেদিন ফিরে এসো আমার কাছে সুখের খোঁজে!!আর যদি কোনোদিন পুরোপুরিই আমায় ভুলে যাও,তবুও কিন্তু আমি তোমার নাম, অনুভূতি, স্পর্শগুলো আমার বুকে আগুনের মতো রাখবো!!তোমার ছায়া ছুঁয়ে আমি বাঁচবো, আমার প্রতিটা নিঃশ্বাসে তোমায় উপলব্ধি করবো খুব কাছ থেকে!!তুমি আমার কাছে নেই বলেই কি এতটা গভীরতা????তোমাকে হারিয়ে তোমার অভাব নিয়েই বেঁচে আছি!!আমিও চাইলেই চলে যেতে পারতাম, আমার বুকেও যে জমে আছে অথৈ কান্নার ক্ষত!!হে প্রিয়, আমিও চাইলেই পারতাম হারিয়ে যেতে নির্বাসনে!!আমারও অভিমান হয়েছিল, তবুও ভালোবাসার স্বপ্ন বুনেছি বেদনার বুক ছুঁয়ে!!আমি চেয়েছিলাম ঢেউয়েরা এসে ধুয়ে দিয়ে যাক আমার মুখের আদল তার জলে!!পৃথিবীতে অধিকারহীন সম্পর্ক যে হয়না!!সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের অধিকারবোধ টাই হলো ভালোবাসার এক ছন্দ!!সেই টুকুই তুমি দিলে না আমায়!!বদলে গিয়ে যদি তুমি ভালো থাকতে পারো তবে তোমার বদলানোই আমার সুখ!!যে হাত ধরেছিলাম আস্থার জন্য, আজ সেই হাতই আমায় একা করে চলে গেলো!!যাকে ভেবেছিলাম সবচেয়ে আপন, সেই শেখালো কষ্ট কাকে বলে??আজ আর কারও চোখে সত্য খুঁজিনা, কারণ চোখের ভাষাও আজকাল মিথ্যে অভিনয় শিখে গেছে!!!!তোমায় প্রচন্ড ভালোবেসে নিজের কাছে আগলে রাখার বদ অভ্যাস টা আজও আমায় প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাচ্ছে!!আমি ভালো নেই, একটুও ভালো নেই আমি!!!!বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই থাকতে চাই!!
3 days ago | [YT] | 16
View 26 replies
Amader RannaGhar
https://youtu.be/uaSTJIFoPvQ?si=NqhiF...
আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার ভীষণ প্রিয় জাগি দিদিভাই (Kabitay Jagi) চ্যানেলে আমার লেখা একটি কবিতা পাঠ করেছে আশাকরি সকলেরই খুব ভালো লাগবে প্লিজ বন্ধুর 🙏🙏🙏🙏সবাই একটু শুনে তোমাদের মতামত দিও আর আমার জাগি দিদিভাই কে সবাই বন্ধু করে ভালোবাসা দাও 🙏🙏কবিতাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করেদিও প্লিজ 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
5 days ago | [YT] | 6
View 11 replies
Amader RannaGhar
Yt তেও যে এতো মানুষ আমায় এতো ভালোবাসবে তা কখনও কল্পনাও করিনি 🙏🙏মনো দিদিভাই এমন অনেক মেসেজ আমার কাছে আছে শেয়ার করা হয়নি কখনও আজ হঠাৎই ইচ্ছা হলো একটু বন্ধুদের কাছে শেয়ার করি....(Mano Bina 2) চ্যানেলের মনো দিদিভাই আমায় বোন ডেকেছে ভীষণ ভালোবাসে আমায় এবং আমায় লেখা নিয়ে খুবই উৎসাহ দেয় সবসময় প্রতিনিয়ত মোটিভেট করে আমাকে আমি সারাজীবন ঋণী থাকবো এই দিদিভাই এর কাছে.... আমার লেখা কবিতা সর্বপ্রথম এই দিদিভাই পড়েছিল yt তে... আমি তো জানতামই না যে আমার লেখাও কখনও কারও কণ্ঠে স্থান পাবে 🙏🙏🙏দিদিভাই অনেক অনেক শ্রদ্ধা খুব ভালো থেকো এভাবেই আমার হাত শক্ত করে তোমরা ধরে রেখো ঠিক ভুল সংশোধন করে ❤️❤️❤️❤️❤️আমার সকল বন্ধুদের অনুরোধ এই দিদিভাই কে সবাই একটু বন্ধু করে আপন করে নাও আমার এই মিষ্টি দিদিভাই খুবই ভালো মনের মানুষ ভীষণ আন্তরিকতা পাবে সকলেই 🥰🥰🥰🥰খুব ভালো থেকো মনো দিদিভাই ❤️❤️❤️❤️❤️
1 week ago | [YT] | 12
View 23 replies
Amader RannaGhar
💔💔💔💔অপ্রেমিকার বিরহ💔💔💔💔.........
ওগো প্রিয়তম অবহেলা কাকে বলে বোঝো??এই যে দিনের পর দিন তোমার জন্য পথ চেয়ে অপেক্ষায় বসে আছি, কিন্তু তুমি উপেক্ষা করে চলে গেলে!!!!আর ফিরবে না, ভালোবাসবে না, একটু জড়িয়ে ধরবে না জেনেও কি নিদারুন আকুতি!!!!হাতের কাছে পেয়েও ছুঁয়ে দেখো না আর, এরই নাম বুঝি অবহেলা???? আচ্ছা প্রিয়তম বিরহ কাকে বলে???? সবাই বলতো আমি নাকি সত্যিকারের প্রেমিকা!!!!লাজুকে, হাসিখুশি, চঞ্চল সারাদিন নাকি ছুটে চলেছি!!!!আর তুমি তকমা দিলে আমার ছোটো মন, আমি নাকি ভালোবাসতেই পারিনি কখনও, একটা অপ্রেমিকা আমি!!!!কিন্তু সত্যিই কি তাই?? কোন অপরাধে আমায় অপ্রেমিকা বানালে তুমি????রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটেযায় কখন, বন্ধুরা ফোন করলে ঠিকমতো কথাও বলিনা, আগের মতো হাসি না,যেই হাসি ছিল আমার প্রিয় সঙ্গী তাকেও যে কবে ত্যাগ করেছি তা জানিনা নিজেই!!!!কিছুই উপলব্ধি করতে পারিনা আর আজকাল, এরই নাম বুঝি বিরহ????একেই বুঝি অপ্রেমিকা বলে????অভিমান কাকে বলে???? কথা বলার তীব্র আকুতি হৃদয়ে, কিন্তু কণ্ঠস্বর যেন কাঁটার মতো গলায় আটকে রয়েছে!!!!কতকিছু বলতে চেয়েও পারছিনা বলতে!!!!ঠিক যেমন করে অভিমানী পাখিরা নিরুদ্দেশে পথ হারায়, যেমন করে অভিমানে হারিয়ে যায় ফেলে আসা সুমধুর স্মৃতিগুলো!!!!এরই নাম বুঝি অভিমান???? অপ্রেমিকার বিরহ কেউ বোঝে না, কেউ জানে না, কেউ একটিবার চেয়েও দেখে না!!!!আঁকড়ে ধরা কাকে বলে???? একটি মুক্তা যেমন করে ভালোবেসে তার ঝিনুক কে আঁকড়ে ধরে, যেমন করে নীল আকাশের বুকে আঁকড়ে থাকে ভেসে যাওয়া মেঘ, তেমন করেই তো সেদিন তোমার যাওয়ার বেলায় আঁকড়ে ধরতে চেয়েছিলাম!!!!তোমায় জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছিলাম, আমার অশ্রু তে ভিজে গিয়েছিলো তোমার বাসন্তী রঙের শার্ট টা!!!!তবুও তুমি চলে গেলে আমায় একা করে,অপ্রেমিকা করে!!!!সেদিন আঁকড়ে ধরার অর্থটাও বদলে গেছিল আমার কাছে!!!!তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি এক পলক দেখা না দিলে, একটু কাছে না আসলে, ভালো না বাসলে আমি যে নিজেকে ভালোবাসতে পারিনা গো!!!!তুমি যদি আমায় একটুও ভালোবাসতে তাহলে হয়তো তোমাকে চাওয়ার সাহস আর অন্যকারও হতোই না, আমি চিৎকার করে সবাইকে বলতাম তুমি শুধু আমার, শুধু আমার, আর কারও নয়, কোনোদিনও নয়!!!!এই অপ্রেমিকার চোখ দুটি যে শুধু তোমায় দেখতে চায়,হতাশায় মুখ থুবড়ে পরে থেকেও যে শুধু তোমার হয়েই বাঁচতে চাই, ভীষণ ইচ্ছা করে তোমায় দেখতে কতোবার বলতে গিয়েও পারিনি ফিরে এসেছি!!!!থমকে দাঁড়িয়েছি!!!!আমার নীরব আর্তনাদ একাকী রাতের সঙ্গী!!!!তোমার প্রেমিকা হতে চেয়ে কি খুব বড়ো ভুল করেছিলাম???? আজ হয়েগেলাম শুধুই একজন অপ্রেমিকা!!!!তবুও!!!!আশা ছাড়িনি আশা ছাড়িনি!!!!ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি!!!!💔💔💔💔
1 week ago | [YT] | 12
View 35 replies
Amader RannaGhar
https://youtu.be/nU0Xc5c_g0I?si=mbjWW...
আমার সকল yt বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার মিষ্টি দিদিভাই (Mano Bina 2) চ্যানেলে আমার লেখা একটি ছোট্ট কবিতা পাঠ করেছে সবাই শুনে নিজেদের মতামত জানিও প্লিজ 🙏🙏🙏🙏ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার দিদিভাই কে ভালোবাসা দিও পাশে থেকো সকলে ❤️❤️❤️❤️উপরের লিংক এ ক্লিক করে সবাই প্লিজ 🙏🙏কবিতাটি শুনে নাও বন্ধুরা ❤️❤️❤️❤️
2 weeks ago | [YT] | 7
View 10 replies
Amader RannaGhar
💔💔💔💔একদিন ঝড় উঠবে💔💔💔💔.......
আজকাল তো প্রতি রাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে, হৃদয়ের জমে থাকা মেঘ গুলো যে সইতে পারেনা তোমার দেওয়া ব্যাথা!!!!বারান্দার গ্রিল জুড়ে সেই অভিমানী বৃষ্টির জল নীরবে অঝোরে ঝরে পড়ছে,সেই জলের চোখের ভাষা বুঝতে চেয়েছো কখনও????এই বৃষ্টিস্নাত রাত যে আমায় ভারী বেদনা দেয় গো,মনটা কেমন করে ওঠে, ফাঁকা ফাঁকা লাগে, বিষন্ন লাগে বড্ড!!!!চারিদিকে তাকিয়ে শুধুই শুন্যতা দেখি, খুঁজে মরি তোমায় কিন্তু কোথায় তুমি??বৃষ্টি এলেই তোমায় ছুঁতে ইচ্ছা করে, তোমার শরীর মন সবকিছু একটাবার ছুঁয়ে দেখতে যে ভীষণ ইচ্ছা করে!!!!কতো ঝড় বৃষ্টি আসে আমার আঙ্গিনায় কিন্তু তুমি আসোনা!!!!যখন ঝড় ওঠে মনটা কেমন উতলা হয়েযায়, উষ্ণ প্রেম গাঢ় হয়েযায়,বুকের ভেতর তুফান বয়, তোমার বুকে মাথা রেখে গভীর নিদ্রায় হারিয়ে যেতে চায় মন!!!!নিস্তব্ধ সন্ধ্যায় কোল ঘেঁষে আমি একাকী দাঁড়িয়ে থাকি,চোখে একরাশ জমে থাকা প্রশ্ন, তুমি কি আর আসবে না???? আমায় ভালোবাসবে না????আকাশ টাও যেন তার মতো করে গুমরে কেঁদে চলেছে, ঝিরিঝিরি বৃষ্টি আর বুক ফাটানো গর্জনে বলে যায় প্রতীক্ষা নিঃশেষ!!!!তুমি আমায় নির্ঘুম রাতে গভীর প্রেম শিখিয়ে কোথায় হারিয়ে গেলে সেই নিষ্ঠুর ভোরে????কোনো একাকী রাতে তোমায় ফিরতেই হবে!!!!সেদিন তুমি আকাশের তারা গুনতে গুনতে হঠাৎ থামবে,দেখবে তারা নয় আমি দাঁড়িয়ে আছি তোমার মুখপানে চেয়ে!!!!কিন্তু ততদিনে তুমি আমি দুটো আলাদা নক্ষত্র, একই আকাশের!!!!সেদিন তুমি নিজেই ফিরতে চাইবে, তোমার চোখে জমে উঠবে না পাওয়া ভালোবাসার কুয়াশা!!!!তখন আর আমি থাকবো না তোমার জন্য অপেক্ষায়!!!!এক একটা স্মৃতি যেন অসমাপ্ত চিঠি আমারই অশ্রু দিয়ে লেখা!!!!তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমার কলমটা কখনও কাঁদতো না, তোমার চলে যাওয়া এক একটি কবিতা হয়ে বেঁচে থাকে প্রতিদিন!!!!তোমাকে হারিয়েই পেয়েছি অজস্র শব্দ, যা এক একটি কবিতা হয়ে রয়ে গেছে এক অজানা অপেক্ষায়!!!!তুমি নেই, তবুও আছো, প্রতিটা লাইনে, প্রতিটা ছত্রে!!তুমি না থাকলে আমি হয়তো কবি হতাম না, আমার লেখায় জন্মও নিতো না এতো বিরহের প্রেমিক প্রেমিকা!!!!যদি কোনোদিন ঝড় ওঠে, ঝড়ের ঠিকানা হয়ে থেকো তুমি!!!!ভালো থেকো!!ভালো থেকো!!!!
2 weeks ago | [YT] | 13
View 27 replies
Amader RannaGhar
https://youtu.be/K-JuNl94_84?si=06wDW...
উপরের লিংক এ ক্লিক করে সবাই আমার এই মিষ্টি দিদিভাই কে ভালোবাসা দিও 🙏🙏🙏আমার লেখা একটি ছোট্ট কবিতা আমার জাগি দিদি পাঠ করেছে (Kabitay Jagi) চ্যানেলে সবাই কে অনুরোধ করলাম কবিতাটি শুনে মতামত দিও 🙏🙏ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার প্রিয় দিদিভাই এর পাশে থেকো তোমরা প্লিজ ❤️❤️❤️❤️❤️❤️
2 weeks ago | [YT] | 7
View 13 replies
Amader RannaGhar
🐦🐦🐦💔💔আমি যদি পাখি হতাম💔💔🐦🐦🐦
আমি যদি পাখি হতাম, প্রতিটি ভোরে তোমার ঘুম ভাঙাতাম, তোমায় গুনগুন করে গান শোনাতাম, তোমার মন খারাপের গল্প শুনতাম ব্যালকনিতে বসে!!!!আমি যদি বৃষ্টি হতাম, তোমার কষ্টে আকাশ ভেঙেচুরে তোমার শরীরে নামতাম, তোমার চোখের দু ফোঁটা অশ্রু কে আমার সাথে মিলিয়ে দিতাম!!!!আমি যদি রোদ হতাম, প্রতিটা সকালে তোমার জানালায় অপেক্ষা করতাম তুমি পর্দা সরিয়ে মুখ লুকিয়ে দেখতে আমায়,আমার মিঠি রোদে তোমায় প্রেমের স্নান করাতাম, তোমার মিষ্টি মুখটা আমার আলোয় ঝলমল করে উঠতো!!!!আমি যদি জোছনা হতাম, পূর্ণিমা তে চাঁদের হাসি বাঁধ ভেঙে পড়তো তোমার দুটি চোখে, প্রেমময় আবেগঘন দৃষ্টিতে চেয়ে দেখতে তুমি, তোমার মনখারাপের গভীর রাতে আকাশ দেখার সঙ্গী হতাম, তোমাকে ডাকতাম জড়িয়ে ধরতাম আমার বুকে !!!!আমি যদি সাগর হতাম, তোমার সমস্ত বেদনাকে বড়ো বড়ো ঢেউ এর সাথে নিয়ে চলে যেতাম গভীরে,যাওয়ার সময় রেখে যেতাম কিছু চকচকে ঝিনুক,ওগুলো তুমি কুড়োতে মুক্তোর খোঁজে!!!!আমি যদি তোমার বন্ধু হতাম, কিছু স্বপ্ন কিছু আশা নিয়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করতাম, তোমার সুখ দুঃখের সাথী হতাম!!!!আমি যদি ফুল হতাম, তোমার মন কেমনের সময় আমার সুবাস ছড়িয়ে দিতাম তোমার সারা শরীরে, আমার রঙে তোমায় রঙিন করে দিতাম তোমায় ভালোবাসতাম!!!!কিন্তু আমি তো মানুষ!!!!মানুষ যা চায় কখনও কি তা পায়??একটা সম্পর্ক টিকে থাকে, যত্নে, ধৈর্যে, আর পারস্পরিক বোঝাপড়ায়!!অভিমানের সময় কাছে টেনে নিয়ে, ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে, মন খুলে কথা বলতে হয়!!কারণ নীরবতা দূরত্ব বাড়ায়!!হারানোর হিসাব কষতে কষতে বুঝেগেছি, জীবন তার মতো করেই আমায় সাজিয়েছে, তার সাক্ষী একমাত্র দাগগুলো, ক্ষতগুলো, যেগুলো প্রতিটা গভীর রাতে এসে আমায় কড়া নেড়ে মনে করিয়ে দেয়!!!!তুমি ঠিকই বলতে আমি খুব বোকা, বড্ড বোকা!!!!
2 weeks ago | [YT] | 12
View 17 replies
Amader RannaGhar
শুভ নববর্ষের প্রীতি,শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইলো আমার সকল youtube পরিবারের জন্য ❤️❤️❤️❤️নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো!!আমার সকল দাদাভাই, দিদিভাই দের কে জানাই প্রনাম 🙏🙏🙏🙏আর ছোটো ভাই, ও বোনদের জানাই আন্তরিক ভালোবাসা ❤️❤️❤️❤️নতুন বছর এর জন্য একরাশ শুভকামনা রইলো❤️❤️❤️❤️
নতুন আলো নতুন আশা,
কিছু রঙিন ভালোবাসা,
বর্ষ শেষে ঝরাপাতা,
আজ যে মোদের হালখাতা,
সবাই করো মিষ্টিমুখ,
জীবনে আসুক আনন্দ আর সুখ!!
সবাই একটু মিষ্টিমুখ করে নাও গো 😀😀😀😀খেয়ে বলো কেমন হয়েছে মিষ্টি গুলো???? এসো হে বৈশাখ এসো এসো 💃❤️💃❤️💃❤️💃❤️💃❤️
2 weeks ago | [YT] | 9
View 18 replies
Load more