welcome to my SM1 YouTube channel

আমার এই চ্যানেলে
গানের ভিডিও আপলোড করা হবে
এই গানগুলো যদি বাদে বাদে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন


ধন্যবাদ


Miah Bhai Music

good morning everyone
please support me

1 month ago | [YT] | 0

Miah Bhai Music

আজ আপলোড় হবে 11pm
গানের শিরোনাম: তুমি আমি এক আকাশ

(পুরুষ):
তোমার চোখে স্বপ্ন খুঁজে,
হারিয়ে যাই রাতের শেষে।
চাঁদের আলো, বাতাস বয়ে,
ভালোবাসার সুর যে বয়ে।।

(নারী):
তোমার ছোঁয়ায় হৃদয় গলে,
ভাসতে চায় মেঘের দলে।
আকাশ জুড়ে রঙিন আলো,
ভালোবাসায় বাঁধা থাকলো।।

(কোরাস – দুজন):
তুমি আমি এক আকাশ,
ভালোবাসা চিরদিন পাশ।
শুধু তুমি, শুধু আমি,
স্বপ্ন গাঁথা এক রঙিন ছবি।।

(পুরুষ):
তোমার হাসি আমার ধ্রুবতারা,
তোমার ছোঁয়া বৃষ্টি ধারা।
শুধু তোমায় কাছে পেলে,
হারিয়ে যাই ভালোবাসায়।।

(নারী):
তোমার নামেই গান লিখেছি,
তোমার ছোঁয়ায় মন ভিজেছি।
চলো দুজন একসাথে,
ভাসি প্রেমের জোয়ারেতে।।

(কোরাস – দুজন):
তুমি আমি এক আকাশ,
ভালোবাসা চিরদিন পাশ।
শুধু তুমি, শুধু আমি,
স্বপ্ন গাঁথা এক রঙিন ছবি।।

কেমন লাগলো? চাইলে সুরের জন্য কিছু পরামর্শও দিতে পারি!

7 months ago | [YT] | 1

Miah Bhai Music

27/02/2025 সকাল 11 AM এই গানট আপলোড করা হবে


বিরহের শুরু


আকাশ ভরা তারা ছিল, স্বপ্ন ছিল চোখে,
একদিন সব মুছে গেল, দুঃখ এলো বুকে।


যখন প্রথম হাতটা ছাড়লে,
চোখের ভাষা বোঝোনি,
তখনি বুঝলাম, ভালোবাসা
কেবলই গল্প কাঁদোনি।


সা রে গা মা, বেজে উঠে,
দুঃখেরই এক রাগ,
তুমি ছাড়া বাঁচবো কেমন,
মনের মাঝে অনুরাগ?

তোমার পথটা আলাদা হলো,
আমার রইলো কান্না,
বুকের মাঝে শূন্যতা,
স্মৃতিগুলো জান্না।


বিরহ মানে নিঃশ্বাস থমকে,
কষ্টেরই নীল দাগ,
ভালোবাসা শেষ হলেও,
থেকে যায় বুকের আগুন ফাগ!

8 months ago | [YT] | 0

Miah Bhai Music

কেমোন

9 months ago | [YT] | 0

Miah Bhai Music

আজকে জে গান আপলোড় করা হবে

বাংলা:

প্রথম দেখাতে,
তোমার হাসিতে,
হৃদয় গেল ভেসে,
তোমার প্রেমে পড়েছি,
রিমারে, ও আমার প্রিয়তনারে।

চোখের সেই চাউনিতে,
মনে হলো স্বপ্নে,
তোমার ছোঁয়া যেনো,
আমার জীবনের রঙিন গল্পে।
তোমার প্রেমে পড়েছি,
রিমারে, ও আমার প্রিয়তনারে।

তুমি হলে আমার আশা,
তুমি হলে আমার ভাষা,
তোমার মিষ্টি কথায়,
ভালোবাসা পেলাম বারবার।

তোমার হাসি যেনো আলো,
তোমার চোখে দেখা স্বপ্ন ভালো।
তোমার ছায়ায় বাঁচবো আমি,
তোমার জন্য দিবো আমার প্রাণ।

তোমার প্রেমে পড়েছি,
রিমারে, ও আমার প্রিয়তনারে।


---

গানের থিম:

এই গানটি এক যুবকের প্রথম প্রেম এবং তার প্রেমিকার প্রতি গভীর ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা হয়েছে। এটি প্রেমের শুরুতে হওয়া এক মিষ্টি অনুভূতি এবং স্বপ্নময় জীবনের গল্প তুলে ধরে।

9 months ago | [YT] | 1

Miah Bhai Music

9 months ago | [YT] | 0

Miah Bhai Music

আজ এই গানট আপলোড় করা হবে 11 .15 am
আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

নতুন আলো, নতুন ভোর,
ত্রিশাল এলো নতুন ডোর।
স্বপ্ন জাগুক প্রাণের মাঝে,
২০২৫ স্বাগত আজে।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

আলো ছড়াক চারপাশে,
নবীন রঙে হাসি ভাসে।
ত্রিশাল তোমায় করি প্রণাম,
নতুন বছরের নতুন গান।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

পুরনো যত ভুলে যাওয়া,
চাই নতুন কিছু গড়া।
আসুক সুখের হাওয়া এবার,
ত্রিশালের এই সুন্দর প্রহর।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

গানে গানে মেতে উঠি,
নতুন দিনের রঙ তুলছি।
স্বপ্ন লিখি নতুন করে,
ত্রিশাল ধরা থাকুক হাতে।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

সূর্য উঠুক নতুন আশায়,
নতুন দিনের গান শুনায়।
ত্রিশাল তুমি দীপ্ত নক্ষত্র,
২০২৫-এর আশা অক্ষয়।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

স্বপ্ন দিয়ে পথ রাঙাই,
নতুন দিনের আশায় জ্বলাই।
ত্রিশাল তুমিই আলোর ছোঁয়া,
২০২৫ তুমিই দোলা।

9 months ago | [YT] | 0

Miah Bhai Music

আজ এই গানটা আপলোাাড় করাহবে দুপুর1টায়


Happy New Year - নতুন দিনের গান


নতুন সূর্য উঠছে আকাশে,
নতুন স্বপ্ন ঢেউ তোলে বিশ্বাসে।
শুভ হোক দিন, মিটুক সব ব্যথা,
Happy New Year, শুরু হোক কথা।



নতুন বছর এনেছে হাওয়ায়,
আনন্দ বাজুক হৃদয়ের ছায়ায়।
পুরনো যত দুঃখের গান,
Happy New Year, হোক নতুন প্রাণ।


Happy New Year, শুভ হোক ক্ষণ,
আলো ছড়াক চারিদিক ধরণ।
নতুন হাসি, নতুন সুর,
Happy New Year, হোক স্বপ্ন ভরপুর।



ভুলে যাই সব পুরনো স্মৃতি,
চাই নতুন কিছু, নতুন প্রতিশ্রুতি।
বন্ধন হোক আরও গভীর,
Happy New Year, কাটুক দিন ধীর।


আকাশে লিখি তারার আলোয়,
নতুন জীবনের গান থাকুক পাওয়ায়।
সুখের সুরে বাজুক এ প্রহর,
Happy New Year, থাকুক প্রেম ভরপুর।


Happy New Year, শুভ হোক ক্ষণ,
আলো ছড়াক চারিদিক ধরণ।
নতুন হাসি, নতুন সুর,
Happy New Year, হোক স্বপ্ন ভরপুর।



নতুন পথের আলো দেখায়,
নতুন ভোরের ডাক শোনায়।
Happy New Year, হোক সবার গান,
নববর্ষে ছড়াক সুখের বান।

9 months ago | [YT] | 0

Miah Bhai Music

বাংলা নতুন গান

নিশীথ রাতে চাঁদের আলো,
তুমি এলে মোর সনে,
নীরবতায় হারিয়ে গেলাম,
তোমার চেনা গানের টানে।

চোখের পলকে স্বপ্ন সাজায়,
তোমার হাসির রোশনাই,
অবুঝ মনও গান শোনায়,
তুমি আছো বলে এই হৃদয়ে।


তুমি মোর গানের রেশ,
তুমি মোর স্বপ্নের দেশ,
তোমার ছোঁয়ায় বাঁচি আমি,
তুমি মোর ভালবাসার বেশ।

পাহাড় নদী সবুজ মাঠ,
তোমায় ঘিরে আঁকবে পথ,
এই হৃদয়ের অব্যক্ত কথা,
হয়ে যাবে চিরসাথী প্রিয়তমা।

তুমি মোর গানের রেশ,
তুমি মোর স্বপ্নের দেশ,
তোমার ছোঁয়ায় বাঁচি আমি,
তুমি মোর ভালবাসার বেশ।


তোমার সুরে বাঁধি জীবন,
তুমি আছো মনের গভীরে,
এই গানের শেষের বাঁকে,
থাকবো মোরা একে অপরের

11 months ago | [YT] | 0

Miah Bhai Music

এই গানটি আজকে আপলোড করা হবে
বন্ধু, তুমি কোথায় যাচ্ছো?

(

সকালের রোদে জাগে শহর,
তোমার হাতে স্মার্টফোন,
কানে বাজছে বিট,
তুমি ছুটে যাচ্ছো কোথায়?

(কোরাস)

বন্ধু, তুমি কোথায় যাচ্ছো?
তোমার পথে কত স্বপ্ন,
কত আশা, কত ভয়,
সব মিলিয়ে এক অদ্ভুত ভ্রমণ।

(দ্বিতীয় পর্ব)

তুমি কাজে যাচ্ছো,
তুমি পড়তে যাচ্ছো,
তুমি ভ্রমণে যাচ্ছো,
তুমি স্বপ্ন দেখতে যাচ্ছো।

(কোরাস)

বন্ধু, তুমি কোথায় যাচ্ছো?
তোমার পথে কত স্বপ্ন,
কত আশা, কত ভয়,
সব মিলিয়ে এক অদ্ভুত ভ্রমণ।

(তৃতীয় পর্ব)

তুমি স্বাধীন, তুমি সাহসী,
তুমি নিজের পথে চলো,
তুমি আকাশে উড়ো,
তুমি সমুদ্রে ভাসো।

(কোরাস)

বন্ধু, তুমি কোথায় যাচ্ছো?
তোমার পথে কত স্বপ্ন,
কত আশা, কত ভয়,
সব মিলিয়ে এক অদ্ভুত ভ্রমণ।

(শেষ)

এই গানটি বর্তমান যুগের মেয়েদের স্বাধীনতা, সাহস, এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করে। এটি তাদের জীবনের চ্যালেঞ্জ, স্বপ্ন, এবং ভ্রমণের কথা বলে।



friend, where are you going?

(

The city wakes up in the morning sun,
smartphone in your hand,
The beat is ringing in the ears,
Where are you running?

(chorus)

friend, where are you going?
How many dreams are on your way,
How much hope, how much fear,
All in all a strange trip.

(Part Two)

you go to work
you are going to read
you are going on a trip
you are going to dream

(chorus)

friend, where are you going?
How many dreams come your way,
How much hope, how much fear,
All in all a strange trip.

(third episode)

You are free, you are brave,
you go your own way
you fly in the sky
you float in the sea

(chorus)

friend, where are you going?
How many dreams come your way,
How much hope, how much fear,
All in all a strange trip.

(end)

This song reflects the freedom, courage, and aspirations of today's girls. It tells about their life challenges, dreams, and journeys.

1 year ago | [YT] | 7