Miah Bhai Music

বাংলা নতুন গান

নিশীথ রাতে চাঁদের আলো,
তুমি এলে মোর সনে,
নীরবতায় হারিয়ে গেলাম,
তোমার চেনা গানের টানে।

চোখের পলকে স্বপ্ন সাজায়,
তোমার হাসির রোশনাই,
অবুঝ মনও গান শোনায়,
তুমি আছো বলে এই হৃদয়ে।


তুমি মোর গানের রেশ,
তুমি মোর স্বপ্নের দেশ,
তোমার ছোঁয়ায় বাঁচি আমি,
তুমি মোর ভালবাসার বেশ।

পাহাড় নদী সবুজ মাঠ,
তোমায় ঘিরে আঁকবে পথ,
এই হৃদয়ের অব্যক্ত কথা,
হয়ে যাবে চিরসাথী প্রিয়তমা।

তুমি মোর গানের রেশ,
তুমি মোর স্বপ্নের দেশ,
তোমার ছোঁয়ায় বাঁচি আমি,
তুমি মোর ভালবাসার বেশ।


তোমার সুরে বাঁধি জীবন,
তুমি আছো মনের গভীরে,
এই গানের শেষের বাঁকে,
থাকবো মোরা একে অপরের

11 months ago | [YT] | 0