Miah Bhai Music
আজ আপলোড় হবে 11pmগানের শিরোনাম: তুমি আমি এক আকাশ(পুরুষ):তোমার চোখে স্বপ্ন খুঁজে,হারিয়ে যাই রাতের শেষে।চাঁদের আলো, বাতাস বয়ে,ভালোবাসার সুর যে বয়ে।।(নারী):তোমার ছোঁয়ায় হৃদয় গলে,ভাসতে চায় মেঘের দলে।আকাশ জুড়ে রঙিন আলো,ভালোবাসায় বাঁধা থাকলো।।(কোরাস – দুজন):তুমি আমি এক আকাশ,ভালোবাসা চিরদিন পাশ।শুধু তুমি, শুধু আমি,স্বপ্ন গাঁথা এক রঙিন ছবি।।(পুরুষ):তোমার হাসি আমার ধ্রুবতারা,তোমার ছোঁয়া বৃষ্টি ধারা।শুধু তোমায় কাছে পেলে,হারিয়ে যাই ভালোবাসায়।।(নারী):তোমার নামেই গান লিখেছি,তোমার ছোঁয়ায় মন ভিজেছি।চলো দুজন একসাথে,ভাসি প্রেমের জোয়ারেতে।।(কোরাস – দুজন):তুমি আমি এক আকাশ,ভালোবাসা চিরদিন পাশ।শুধু তুমি, শুধু আমি,স্বপ্ন গাঁথা এক রঙিন ছবি।।কেমন লাগলো? চাইলে সুরের জন্য কিছু পরামর্শও দিতে পারি!
7 months ago | [YT] | 1
Miah Bhai Music
আজ আপলোড় হবে 11pm
গানের শিরোনাম: তুমি আমি এক আকাশ
(পুরুষ):
তোমার চোখে স্বপ্ন খুঁজে,
হারিয়ে যাই রাতের শেষে।
চাঁদের আলো, বাতাস বয়ে,
ভালোবাসার সুর যে বয়ে।।
(নারী):
তোমার ছোঁয়ায় হৃদয় গলে,
ভাসতে চায় মেঘের দলে।
আকাশ জুড়ে রঙিন আলো,
ভালোবাসায় বাঁধা থাকলো।।
(কোরাস – দুজন):
তুমি আমি এক আকাশ,
ভালোবাসা চিরদিন পাশ।
শুধু তুমি, শুধু আমি,
স্বপ্ন গাঁথা এক রঙিন ছবি।।
(পুরুষ):
তোমার হাসি আমার ধ্রুবতারা,
তোমার ছোঁয়া বৃষ্টি ধারা।
শুধু তোমায় কাছে পেলে,
হারিয়ে যাই ভালোবাসায়।।
(নারী):
তোমার নামেই গান লিখেছি,
তোমার ছোঁয়ায় মন ভিজেছি।
চলো দুজন একসাথে,
ভাসি প্রেমের জোয়ারেতে।।
(কোরাস – দুজন):
তুমি আমি এক আকাশ,
ভালোবাসা চিরদিন পাশ।
শুধু তুমি, শুধু আমি,
স্বপ্ন গাঁথা এক রঙিন ছবি।।
কেমন লাগলো? চাইলে সুরের জন্য কিছু পরামর্শও দিতে পারি!
7 months ago | [YT] | 1