Amader RannaGhar

""""""কবির ব্যথা"""""
✍️✍️মোনালিসা কর অধিকারী

ব্যথিত হৃদয় পারে না সইতে,
তুমি চলে যাবে একবার যদি বলতে,
কত খুঁজলাম দিলে না সাড়া,
হৃদয় আজ সঙ্গীহারা!!!!
কলম জানে কবির ব্যথা,
যখন থাকবেই না কেন প্রেম দিলে অযথা??
ফিরবে না কি আর কখনও??
তারার চোখে তোমায় দেখি আজও!!
তুমি বিনা অচল আমার হৃদয় ক্যানভাস,
শ্রাবন ধারায় জল গড়াবে বারোমাস!!

💔💔💔💔আমি তো তোমার প্রেমিকা হতে চেয়েছিলাম,,,,, কিন্তু তোমরা আমায় জোর করে কবি বানিয়ে দিলে,,, কবির কি কষ্ট নেই??মন খারাপ হতে নেই?? সে কি কাঁদে না??,,,,"""সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে,করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে,একদিন গেল উড়ে জানিনা কোন সুদূরে,, ফিরবে না সেকি ফিরবে না, ফিরবে না আর কোনোদিন"""!!!!!

2 days ago (edited) | [YT] | 33