ইসলামিক মাসআলা

আস্-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

"ইসলামিক মাসআলা" চ্যানেলটি আপনাদের জন্য ইসলামী মাসআলা (বিধান) সম্পর্কিত সঠিক এবং বিশুদ্ধ জ্ঞান প্রদান করবে। এখানে আমরা ইসলামের ফরজ, সুন্নাত, নফল ইবাদত, দৈনন্দিন জীবন, হালাল-হারাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। ইসলামিক বিধানগুলো সহজ এবং স্পষ্ট ভাষায় তুলে ধরা হবে, যাতে আপনি সেগুলো সহজেই বুঝতে এবং পালন করতে পারেন। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের ইসলামিক জীবনযাত্রায় সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

আশা করি, আপনার দ্বীনি জানার চাহিদা মেটানোর জন্য আমরা সহায়ক হতে পারবো। আমাদের সাথে থাকুন, সঠিক মাসআলা জানুন!


ইসলামিক মাসআলা

🕌 "মুমিনদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যার চরিত্র উত্তম।"
📖 সহীহ বুখারী: ৬০৩৫

🕊️ ইসলাম কেবল ইবাদতের নাম নয়, বরং উত্তম চরিত্রের মাধ্যমেই একজন প্রকৃত মুমিন পরিপূর্ণ হয়।

❌ গীবত, মিথ্যা, প্রতারণা, অহংকার — এসব পরিহার করুন।
✅ হাসিমুখ, দয়া, ধৈর্য ও সততা — এসবই রাসূল (সা.) এর আচরণ ছিল।

🤲 চলুন আমরা সবাই চরিত্র গঠনে মনোযোগী হই।

2 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

"জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।"
🔸 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“জুমার দিন অন্য সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তা আল্লাহর দৃষ্টিতে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ।”
📖 (ইবনে মাজাহ, হাদিস: 1084)

📌 জুমার দিনের সুন্নত আমলগুলো:

1️⃣ সূরা কাহফ তিলাওয়াত করা
2️⃣ অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ
3️⃣ জুমার নামাজের জন্য গোসল করা
4️⃣ সুন্দর পোশাক পরা ও আতর ব্যবহার করা
5️⃣ ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা
6️⃣ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা

🌙 এদিনে এক বিশেষ সময় রয়েছে, যেখানে দোয়া কবুল হয়।

🔄 চলুন, জুমার দিনকে হেলাফেলা না করে বরং ইবাদতের মাধ্যমে কাজে লাগাই।

3 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

"হে ঈমানদারগণ! তোমরা অনেক সন্দেহ থেকে বিরত থাকো, কারণ কিছু সন্দেহ গোনাহ।
তোমরা একে অপরের দোষ খোঁজো না এবং একে অপরের পিছনে নিন্দা করো না।"
📚 (সূরা হুজুরাত: ১২)

🕊️ উপদেশ:
আজ আমরা ছোট ছোট কথায়, আচরণে, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও পরনিন্দা করি, দোষ খুঁজি—এটা ইসলাম থেকে অনেক দূরে নিয়ে যায়।
আল্লাহ চান আমরা একে অপরের দোষ নয়, গুণ খুঁজি।

🤲 আসুন, আমরা দোষ খোঁজার বদলে একে অপরের জন্য দোয়া করি।

#ইসলামিক_পোস্ট
#কুরআনের_বাণী
#পরনিন্দা_নিষেধ
#IslamicMasala24

3 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

বেশি বেশি জিকির করুন। একটি মুহূর্ত ও নষ্ট না করে জিকির করুন। যেকোনো জিকির করুন। ঈদুল আজহা পর্যন্ত জিকির করুন। ইনশাআল্লাহ।

4 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে কিভাবে আসলো?
বিয়ে বহির্ভুত অগণিত মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেয়া হয় সেন্ট ভ্যালেনটাইন নামক এক ধর্মযাজককে। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। এর মানে হলো "ভ্যালেনটাইন ডে" হচ্ছে এক কুখ্যাত জেনাকারীর মৃত্যু দিবস। যে দিনটিকে বাংলাদেশের মানুষ ভালোবাসা দিবস হিসাবে পালন করে, তারা কি জানে না দিবসটি পালন করা মানে, জেনাকারীকে সমর্থন করা। জেনাকরিকে সমর্থন করা মানে পরোক্ষ ভাবে আপনিও জেনাকারী। আমরাকি হিন্দুদের সরস্বতী পূজা পালন করি ? তাহলে কেন খ্ৰীষ্টানদের দিবস পালন করবো ?
"তোমরা কাফিরদের (অর্থাৎ যারা ইসলামকে অস্বীকার করে) সাথে মিলিত হয়ে এমনভাবে রোজা রাখবে না, যে ভাবে তারা রোজা রাখে।"
তাহলে এমন কোনো দিবস বা উৎসব পালন করবো না যা কাফিরদের (অর্থাৎ যারা ইসলামকে অস্বীকার করে) সাথে মিলে যায়।

পাশ্চাত্যের ক্ষেত্রে ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদ্যাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সেদেশের আদালত।
আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ প্রদর্শন করুন। আমীন।

7 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

৩১ নাইট উদযাপন কুরআন ও হাদিসের দৃষ্টিতে স্পষ্টভাবে হারাম। এটি অপচয়, পাপাচার এবং বিধর্মীদের সংস্কৃতির অনুসরণ। মুসলমানদের উচিত এ ধরনের উদযাপন থেকে বিরত থাকা এবং ইবাদত ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।

9 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

ইসলামে দুটি বৈধ উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এগুলোর বাইরে অন্য কোনো দিনকে উৎসব হিসেবে পালন করা বিদআত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

"প্রত্যেক বিদআত (নবউদ্ভাবিত বিষয়) ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম।"
(সহিহ মুসলিম: ৮৬৭)

9 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

সম্পুর্ণ ভিডিও আসছে, চোখ রাখু আমাদের ইসলামিক মাসআলা ইউটিউব চ্যানেলে।

10 months ago | [YT] | 1

ইসলামিক মাসআলা

"বলো, আমাদের জন্য নির্ধারিত সময় ব্যতীত আমাদের প্রতি কিছুই ঘটবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত।"
সুরা আত-তাওবাহ, আয়াত ৫১:

11 months ago | [YT] | 2

ইসলামিক মাসআলা

"মানুষ কেবল তার চেষ্টা অনুযায়ীই ফল পাবে; আর তার চেষ্টা আল্লাহ দেখবেন। এরপর তার যথাযথ পুরস্কার দেয়া হবে।"
সুরা আন-নাজম (৫৩:৩৯-৪২)

11 months ago | [YT] | 1