ইসলামিক মাসআলা

"জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।"
🔸 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“জুমার দিন অন্য সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তা আল্লাহর দৃষ্টিতে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ।”
📖 (ইবনে মাজাহ, হাদিস: 1084)

📌 জুমার দিনের সুন্নত আমলগুলো:

1️⃣ সূরা কাহফ তিলাওয়াত করা
2️⃣ অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ
3️⃣ জুমার নামাজের জন্য গোসল করা
4️⃣ সুন্দর পোশাক পরা ও আতর ব্যবহার করা
5️⃣ ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা
6️⃣ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা

🌙 এদিনে এক বিশেষ সময় রয়েছে, যেখানে দোয়া কবুল হয়।

🔄 চলুন, জুমার দিনকে হেলাফেলা না করে বরং ইবাদতের মাধ্যমে কাজে লাগাই।

3 months ago | [YT] | 1