An Nafee

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
একজন তরুণ নিজের জীবন বাঁচাতে আজ আমাদের সহযোগিতার অপেক্ষায়।

মোঃ মুহাইমিনুল ইসলাম মুকিত, বয়স ২৫ বছর, খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি একজন বাবাহারা সন্তান। মাকে নিয়ে খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। এক দোকানে কাজ করে মাসে মাত্র ৯,০০০ টাকা আয় হতো, সেই অর্থেই সংসার চলতো কোনোমতে।

কিন্তু হঠাৎ করেই জীবনের গতি থেমে যায়। মুকিত গত কয়েক মাসে দুইবার হার্ট অ্যাটাক করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টে রিং পরানো জরুরি। না হলে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে।

তিনি বি নেগেটিভ ডোনার বাংলাদেশের সক্রিয় সদস্য হিসেবে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ সেই মুকিতই নিজেই সাহায্যের হাতের আশায়।

বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসার ব্যয়ভার তার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। অতএব, আমাদের সকলের কাছে বিনীত অনুরোধ যাদের সামর্থ্য আছে, তারা যেন এই তরুণের জীবন বাঁচাতে পাশে দাঁড়ান।

সহায়তা পাঠানোর উপায় (সব নাম্বারই পার্সোনাল):
বিকাশ: 01821342629
নগদ: 01821342629
ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট:
Mohaimenul Islam
2491580031606

রোগীর বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01821342629

1 month ago (edited) | [YT] | 2,015

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপডেট – আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা, যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। গত পোস্ট পর এখন পর্যন্ত আমাদের সর্বশেষ মোট কালেকশন দাঁড়িয়েছে: ৯৮,৬০০ টাকা।

বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইসরাইলি আগ্রাসনে এখন গাজায় ত্রাণ পাঠানো অনেক কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে খাবার ও সামগ্রীগুলো সীমান্ত থেকে হাতেহাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যার কারণে খরচও বেড়ে যাচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন আপনাদের পাঠানো প্রতিটি টাকাই গাজাবাসীদের কাছে পৌঁছায়।

রিপোস্ট – আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া—সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

1 month ago | [YT] | 4,021

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপডেট – আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা, যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। গত পোস্ট পর এখন পর্যন্ত আমাদের সর্বশেষ মোট কালেকশন দাঁড়িয়েছে: ৫৮,৯৯০+২১২১৯ = ৮০,২০৯ টাকা।

বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইসরাইলি আগ্রাসনে এখন গাজায় ত্রাণ পাঠানো অনেক কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে খাবার ও সামগ্রীগুলো সীমান্ত থেকে হাতেহাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যার কারণে খরচও বেড়ে যাচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন আপনাদের পাঠানো প্রতিটি টাকাই গাজাবাসীদের কাছে পৌঁছায়।

রিপোস্ট – আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া—সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

2 months ago | [YT] | 2,080

An Nafee

আপডেট - আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই ও বোনেরা। আমরা একজন অল্পবয়সী ভাইয়ের সাহায্যের জন্য আপনাদের আহ্বান করেছিলাম। ইফতি হাসান সিয়াম ভাই। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা ও পায়ের ব্যথায় ভুগছেন। তার এংকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মৃদু ভার্সন ধরা পড়েছে। তীব্র, কামড়ানো ব্যথায় তিনি পড়ালেখা করতে পারছেন না। আপনাদের সহায়তায় চিকিৎসা পেলে তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।

তার দুটি চিকিৎসা প্রয়োজন-
১. SI Joint এর RF Ablation
২. Immunotherapy

RF Ablation এর খরচ ৭০ হাজার টাকা এবং Immunotherapy Inj. Enbrel 50 ৬ টার দাম ৭২ হাজার টাকা। টোটাল ১ লাখ ৪২ হাজার টাকা হলে ভাইটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
ইতোমধ্যে ৪৩ হাজার টাকা এসেছে এবং ভাইটি এক ডোজ immunotherapy injection এবং একটি RF ablation সম্পন্ন করেছেন। তার আরো ৫ টি ইঞ্জেকশন ও একটি RF Ablation করতে ৯৯ হাজার টাকা প্রয়োজন।

কাজেই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা তার পাশে দাঁড়ান। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আপনার সহায়তায় একজন মানুষ নতুন জীবন ফিরে পেতে পারে।

রাসূল সা. বলেন-

যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর ক’রে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর ক’রে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতে তার দোষ-ত্রুটি গোপন করবেন।

[বুখারী ২৪৪২, মুসলিম ৬৭৪৩]

বিকাশ- Mahathir Bin Ali
01335690895
নগদ- Mahathir Bin Ali
01307217442
রকেট- Md. Nafis Al Muiz
01820177459
ব্যাংক একাউন্ট- Mahathir Bin Ali
Premier Bank, Dilkusha Corporate Branch, Dhaka
715212110000087

2 months ago | [YT] | 2,023

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপডেট – আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা, যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। গত পোস্টের পর কালেকশন হয়েছিল ১১,৬৩৪ টাকা। এখন পর্যন্ত আমাদের সর্বশেষ মোট কালেকশন দাঁড়িয়েছে: ৪৭,৩৫৬ + ১১,৬৩৪ = ৫৮,৯৯০ টাকা।

বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইসরাইলি আগ্রাসনে এখন গাজায় ত্রাণ পাঠানো অনেক কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে খাবার ও সামগ্রীগুলো সীমান্ত থেকে হাতেহাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যার কারণে খরচও বেড়ে যাচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন আপনাদের পাঠানো প্রতিটি টাকাই গাজাবাসীদের কাছে পৌঁছায়।

রিপোস্ট – আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া—সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

2 months ago | [YT] | 4,160

An Nafee

আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই ও বোনেরা। একজন অল্পবয়সী দ্বীনী ভাইয়ের সাহায্যে এগিয়ে আসুন। ইফতি হাসান সিয়াম ভাই। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা ও পায়ের ব্যথায় ভুগছেন। তার এংকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মৃদু ভার্সন ধরা পড়েছে। তীব্র, কামড়ানো ব্যথায় তিনি পড়ালেখাও করতে পারছেন না। আপনাদের সহায়তায় চিকিৎসা পেলে তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।

তার দুটি চিকিৎসা প্রয়োজন-
১.⁠ ⁠SI Joint এর RF Ablation
২. Immunotherapy

RF Ablation এর খরচ ৭০ হাজার টাকা এবং Immunotherapy Inj. Enbrel 50 ৬ টার দাম ৭২ হাজার টাকা। টোটাল ১ লাখ ৪২ হাজার টাকা হলে ভাইটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশা আল্লাহ্‌। কাজেই আপনাদের প্রতি উদার্ত আহ্বান, আপনারা যে যার সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান। আপনার সাদাকা একজন মানুষ নতুন জীবন ফিরে পেতে পারে।

রাসূল সা. বলেন-

যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর ক’রে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর ক’রে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতে তার দোষ-ত্রুটি গোপন করবেন।

[বুখারী ২৪৪২, মুসলিম ৬৭৪৩]

বিকাশ- Mahathir Bin Ali
01335690895
নগদ- Mahathir Bin Ali
01307217442
রকেট- Md. Nafis Al Muiz
01820177459
ব্যাংক একাউন্ট- Mahathir Bin Ali
Premier Bank, Dilkusha Corporate Branch, Dhaka
715212110000087

2 months ago | [YT] | 2,755

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপডেট - আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা। যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং গত পোস্ট এর পর মোট কালেকশন ছিল ৪৭,৩৫৬ টাকা।

রিপোস্ট - আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

2 months ago | [YT] | 4,447

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপডেট - আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা। যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং গত পোস্ট এর পর মোট কালেকশন ছিল ১২,৭৩৪ টাকা।

রিপোস্ট - আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

3 months ago | [YT] | 2,904

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপডেট - আমাদের এখন পর্যন্ত মোট কালেকশন ৫,৪৩,৯৪৯ টাকা। গত পোস্ট থেকে মোট কালেকশন ছিল ৫১ হাজার ২৩ টাকা। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অর্থ অনুদানে পাঠানো হয়েছে। আমাদের ফান্ডে এখন অবশিষ্ট কিছু নেই। (ছবি সংযুক্ত)

রিপোস্ট - আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

3 months ago | [YT] | 622

An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

আমাদের এখন পর্যন্ত মোট কালেকশন ৪,৯২,৯২৬ টাকা। গত পোস্ট থেকে মোট কালেকশন ছিল ৩১ হাজার ৯২৩ টাকা। বর্তমানে আমাদের ফান্ডে মোট ১,৭৭,৯৭৭ টাকা রয়েছে। বাকি অর্থ দিয়ে সীমিত পরিসরে খাদ্য ও জরুরি সামগ্রী সংগ্রহ করা হয়েছে। তবে, বাস্তবতা অনেক নির্মম।

গাজার পরিস্থিতি এখন অতিশয় ভয়াবহ। মানুষ খেতে না পেয়ে রাস্তার পাশে মারা যাচ্ছে।
Al Jazeera-র সাম্প্রতিক শিরোনাম অনুযায়ী, “Israeli attacks, forced starvation kill more than 70 Palestinians in Gaza.”

আমরা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এর মাধ্যমে আপনাদের অনুদানের অর্থ পৌঁছে দিচ্ছি গাজাবাসীদের কাছে। বাইতুয যাকাত অ্যান্ড সাদাকাত ফাউন্ডেশন’ এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক উদ্যোগের ১১তম দফার ত্রাণ কাফেলা মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে কায়রো থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। ৪৫টি লরির এই বিশাল বহরে বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত রয়েছে অন্তত ১৫টি লরি। এসব লরিতে প্রায় ৩০০ টন জরুরি খাদ্য, পানীয় জল ও ওষুধ পরিবাহিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য। এর আগে, ষষ্ঠ দফায় ৮টি ও সপ্তম দফায় ৩৫টি বাংলাদেশি ত্রাণবাহী লরি গাজায় পাঠানো হয়েছিল। 

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের পাঁচটি লরি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

3 months ago | [YT] | 4,136