আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই ও বোনেরা। একজন অল্পবয়সী দ্বীনী ভাইয়ের সাহায্যে এগিয়ে আসুন। ইফতি হাসান সিয়াম ভাই। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা ও পায়ের ব্যথায় ভুগছেন। তার এংকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মৃদু ভার্সন ধরা পড়েছে। তীব্র, কামড়ানো ব্যথায় তিনি পড়ালেখাও করতে পারছেন না। আপনাদের সহায়তায় চিকিৎসা পেলে তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।
তার দুটি চিকিৎসা প্রয়োজন- ১. SI Joint এর RF Ablation ২. Immunotherapy
RF Ablation এর খরচ ৭০ হাজার টাকা এবং Immunotherapy Inj. Enbrel 50 ৬ টার দাম ৭২ হাজার টাকা। টোটাল ১ লাখ ৪২ হাজার টাকা হলে ভাইটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশা আল্লাহ্। কাজেই আপনাদের প্রতি উদার্ত আহ্বান, আপনারা যে যার সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান। আপনার সাদাকা একজন মানুষ নতুন জীবন ফিরে পেতে পারে।
রাসূল সা. বলেন-
যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর ক’রে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর ক’রে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতে তার দোষ-ত্রুটি গোপন করবেন।
[বুখারী ২৪৪২, মুসলিম ৬৭৪৩]
বিকাশ- Mahathir Bin Ali 01335690895 নগদ- Mahathir Bin Ali 01307217442 রকেট- Md. Nafis Al Muiz 01820177459 ব্যাংক একাউন্ট- Mahathir Bin Ali Premier Bank, Dilkusha Corporate Branch, Dhaka 715212110000087
An Nafee
আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই ও বোনেরা। একজন অল্পবয়সী দ্বীনী ভাইয়ের সাহায্যে এগিয়ে আসুন। ইফতি হাসান সিয়াম ভাই। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা ও পায়ের ব্যথায় ভুগছেন। তার এংকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মৃদু ভার্সন ধরা পড়েছে। তীব্র, কামড়ানো ব্যথায় তিনি পড়ালেখাও করতে পারছেন না। আপনাদের সহায়তায় চিকিৎসা পেলে তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।
তার দুটি চিকিৎসা প্রয়োজন-
১. SI Joint এর RF Ablation
২. Immunotherapy
RF Ablation এর খরচ ৭০ হাজার টাকা এবং Immunotherapy Inj. Enbrel 50 ৬ টার দাম ৭২ হাজার টাকা। টোটাল ১ লাখ ৪২ হাজার টাকা হলে ভাইটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশা আল্লাহ্। কাজেই আপনাদের প্রতি উদার্ত আহ্বান, আপনারা যে যার সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান। আপনার সাদাকা একজন মানুষ নতুন জীবন ফিরে পেতে পারে।
রাসূল সা. বলেন-
যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর ক’রে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর ক’রে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতে তার দোষ-ত্রুটি গোপন করবেন।
[বুখারী ২৪৪২, মুসলিম ৬৭৪৩]
বিকাশ- Mahathir Bin Ali
01335690895
নগদ- Mahathir Bin Ali
01307217442
রকেট- Md. Nafis Al Muiz
01820177459
ব্যাংক একাউন্ট- Mahathir Bin Ali
Premier Bank, Dilkusha Corporate Branch, Dhaka
715212110000087
2 months ago | [YT] | 2,755