আপডেট - আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা। যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং গত পোস্ট এর পর মোট কালেকশন ছিল ৪৭,৩৫৬ টাকা।
রিপোস্ট - আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।
অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?
আসুন, আমরা যেন অন্তত বলতে পারি, “হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”
An Nafee
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপডেট - আমাদের মোট কালেকশন ছিল ৫,৪৩,৯৪৯ টাকা। যার পুরোটাই অনুদানে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং গত পোস্ট এর পর মোট কালেকশন ছিল ৪৭,৩৫৬ টাকা।
রিপোস্ট - আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।
অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?
আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”
সাহায্য পাঠানোর উপায়:
বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)
ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH
আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।
2 months ago | [YT] | 4,447