IN THE NEED OF WISDOM

আসসালামু আলাইকুম,
প্রিয় দ্বীনি ভাই ও বোন,
আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরিক্ষা করতে, আর এই দুনিয়ার কর্মই ঠিক করে দিবে আমার ঠিকানা কোথায় হবে । আমি কি জান্নাতি হবো নাকি জাহান্নামি হবো।
আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের সবার ই ফুলটাইম অথবা পার্টটাইম দায়ী হওয়া দরকার।
যেনো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার প্রচেষ্টাটুকু তুলে ধরতে পারি৷
আমার এই চ্যানেল থেকে কতোজনের নসিবে আল্লাহ হেদায়াহ লিখে রেখেছেন আল্লাহ ই ভালো জানেন৷
আর যদি একজন ও হিদায়াহ না পায় , তবুও আল্লাহর কাছে আমার প্রচেষ্টা তুলে ধরতে পারবো৷ নিশ্চয় আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখেন সফলতা নয়।

জাজাকাল্লাহ খাইরান।

আর কেউ যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো কপি Copy করতে চান, সমস্যা নেই আল্লাহ সবার চেষ্টাকে কবুল করুক, আমিন।