IN THE NEED OF WISDOM

আসসালামু আলাইকুম,
প্রিয় দ্বীনি ভাই ও বোন,
আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরিক্ষা করতে, আর এই দুনিয়ার কর্মই ঠিক করে দিবে আমার ঠিকানা কোথায় হবে । আমি কি জান্নাতি হবো নাকি জাহান্নামি হবো।
আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের সবার ই ফুলটাইম অথবা পার্টটাইম দায়ী হওয়া দরকার।
যেনো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার প্রচেষ্টাটুকু তুলে ধরতে পারি৷
আমার এই চ্যানেল থেকে কতোজনের নসিবে আল্লাহ হেদায়াহ লিখে রেখেছেন আল্লাহ ই ভালো জানেন৷
আর যদি একজন ও হিদায়াহ না পায় , তবুও আল্লাহর কাছে আমার প্রচেষ্টা তুলে ধরতে পারবো৷ নিশ্চয় আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখেন সফলতা নয়।

জাজাকাল্লাহ খাইরান।

আর কেউ যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো কপি Copy করতে চান, সমস্যা নেই আল্লাহ সবার চেষ্টাকে কবুল করুক, আমিন।


IN THE NEED OF WISDOM

আসসালামু আলাইকুম।
আমাদের পঞ্চায়েত বাড়ির ঈমামের (ভন্ডামি) অবস্থা 🥲 সবাইকে দেখার এবং শেয়ার করে এদের ভন্ডামি সম্পর্কে সবাইকে অবগত করার অনুরোধ রইলো।

বিঃদ্রঃ প্রত্যেক ভিডিওর নিছে ক্যাপশন দেয়া আছে ।

আল্লাহ, মুসলিম নামের মুনাফেক আর আশেকে রাসূল নামের জাহেলদের থেকে এই উম্মাহ'কে হেফাজত করুন, আমিন।

m.facebook.com/story.php?story_fbid=pfbid02JWZz2sD…

2 years ago | [YT] | 0