গোলাপী-লাল রঙের মিশেলে লাল লিয়া(Leea rubra Blume) ফুল যেন হাসিখুশি কোনো রমণী হেসে হেসে মাঠের কোণে দাঁড়িয়ে আছে। রোদ তাকে ছুঁলে সে ঝলমল করে ওঠে, বাতাস এলে মৃদু নাচে, আর চোখ পড়লেই মনে হয়-আহা, এ তো প্রকৃতির সাজঘরের গোপন অলঙ্কার!
এই ফুলের রঙে আছে দুষ্টুমি, কোমলতায় আছে লাজুক হাসি। দূর থেকে তাকে দেখা যায় আগুনের শিখার মতো লাল, কাছে গিয়ে বোঝা যায়-আসলে সে মিষ্টি গোলাপী ছায়ায় সেজে উঠেছে। যেন ফুল নিজেই বুঝে গেছে, সৌন্দর্য মানে একরঙা নয়- বরং রঙের খেলা। পথের ধারে যদি হঠাৎ লাল লিয়া ফুটে থাকে, পথিকের মনও থমকে দাঁড়ায়। মনে হয় ফুলটা ফিসফিস করে বলছে-এই যে মানুষ, দাঁড়াও! জীবন শুধু দৌঁড়ের নয়, একটু থেমে সৌন্দর্যটাও উপভোগ করো।
লাল লিয়া শুধু ফুল নয়, সে সত্যিই আনন্দের দূত-রঙের জাদুকর। যখন সে ফোটে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য আলো, যা শুধু চোখে ধরা দেয় না, মনের ভেতরও ঢেউ তোলে। তার রঙের খেলা যেন প্রকৃতির আঁকা এক চমৎকার ক্যানভাস-যেখানে লাল মানে উচ্ছ্বাস, গোলাপী মানে মাধুর্য, আর দু’য়ে মিলে জীবনের পরিপূর্ণতা। এই ফুলের দিকে তাকালে মনে হয়, সে যেন মাটির বুক থেকে উঠে আসা এক শিল্পী, যে আপন রঙ দিয়ে শেখায় কিভাবে জীবনের প্রতিটি দিনকে রঙিন করে তুলতে হয়। তার কোমল দোলায় আছে হাসির ছন্দ, আর রঙের আভায় আছে স্বপ্নের ডানা।
সত্যি বলতে, লাল লিয়া শুধু ফুল নয়, সে যেন প্রকৃতির মঞ্চে দাঁড়িয়ে থাকা এক গায়ক-যে রঙের সুরে বলে যায়, “জীবন সুন্দর, শুধু তাকিয়ে দেখো।”
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ডুবে যেতে থাকে, তখন মনে হয় আকাশ যেন সোনার ভাণ্ডার খুলে দেয়। লাল, কমলা আর সোনালি রঙে মাখামাখি আকাশটি এক জাদুকরী চিত্রপট হয়ে ওঠে। পশ্চিমের মেঘগুলো হয়ে উঠে রঙিন আঁচলে সাজানো, কখনো অগ্নিশিখার মতো দীপ্ত, আবার কখনো মলিন আলোয় স্নিগ্ধ। মনে হয় প্রকৃতি সেদিনের সবটুকু সৌন্দর্য এক মুহূর্তে ঢেলে দিচ্ছে আকাশের ক্যানভাসে। সেই সোনালি আভা শুধু চোখে পড়ে না, মনকেও ছুঁয়ে যায়, যেন এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতার সুর বাজতে থাকে অন্তরে।
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ডুবে যেতে থাকে, তখন মনে হয় আকাশ যেন সোনার ভাণ্ডার খুলে দেয়। লাল, কমলা আর সোনালি রঙে মাখামাখি আকাশটি এক জাদুকরী চিত্রপট হয়ে ওঠে। পশ্চিমের মেঘগুলো হয়ে উঠে রঙিন আঁচলে সাজানো, কখনো অগ্নিশিখার মতো দীপ্ত, আবার কখনো মলিন আলোয় স্নিগ্ধ। মনে হয় প্রকৃতি সেদিনের সবটুকু সৌন্দর্য এক মুহূর্তে ঢেলে দিচ্ছে আকাশের ক্যানভাসে। সেই সোনালি আভা শুধু চোখে পড়ে না, মনকেও ছুঁয়ে যায়, যেন এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতার সুর বাজতে থাকে অন্তরে।
দেশে কিবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন আপনাদের সকলের প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।আপনাদের উপস্থিতি আমাকে ভাল কিছু করার অনুপ্রেরণা দেয়, আশা করি আমাকে আপনাদের সাথেই রাখবেন!
বিনয়াবনত আজহারুল ইসলাম
Many thanks and gratitude to all of you who watch my videos from home and abroad. Your continuous support inspires me to excel in this field. Hope you stay with me on this endeavor !
বৃক্ষবন্ধু Azharul Islam
গোলাপী-লাল রঙের মিশেলে লাল লিয়া(Leea rubra Blume) ফুল যেন হাসিখুশি কোনো রমণী হেসে হেসে মাঠের কোণে দাঁড়িয়ে আছে। রোদ তাকে ছুঁলে সে ঝলমল করে ওঠে, বাতাস এলে মৃদু নাচে, আর চোখ পড়লেই মনে হয়-আহা, এ তো প্রকৃতির সাজঘরের গোপন অলঙ্কার!
এই ফুলের রঙে আছে দুষ্টুমি, কোমলতায় আছে লাজুক হাসি। দূর থেকে তাকে দেখা যায় আগুনের শিখার মতো লাল, কাছে গিয়ে বোঝা যায়-আসলে সে মিষ্টি গোলাপী ছায়ায় সেজে উঠেছে। যেন ফুল নিজেই বুঝে গেছে, সৌন্দর্য মানে একরঙা নয়- বরং রঙের খেলা। পথের ধারে যদি হঠাৎ লাল লিয়া ফুটে থাকে, পথিকের মনও থমকে দাঁড়ায়। মনে হয় ফুলটা ফিসফিস করে বলছে-এই যে মানুষ, দাঁড়াও! জীবন শুধু দৌঁড়ের নয়, একটু থেমে সৌন্দর্যটাও উপভোগ করো।
লাল লিয়া শুধু ফুল নয়, সে সত্যিই আনন্দের দূত-রঙের জাদুকর। যখন সে ফোটে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য আলো, যা শুধু চোখে ধরা দেয় না, মনের ভেতরও ঢেউ তোলে। তার রঙের খেলা যেন প্রকৃতির আঁকা এক চমৎকার ক্যানভাস-যেখানে লাল মানে উচ্ছ্বাস, গোলাপী মানে মাধুর্য, আর দু’য়ে মিলে জীবনের পরিপূর্ণতা। এই ফুলের দিকে তাকালে মনে হয়, সে যেন মাটির বুক থেকে উঠে আসা এক শিল্পী, যে আপন রঙ দিয়ে শেখায় কিভাবে জীবনের প্রতিটি দিনকে রঙিন করে তুলতে হয়। তার কোমল দোলায় আছে হাসির ছন্দ, আর রঙের আভায় আছে স্বপ্নের ডানা।
সত্যি বলতে, লাল লিয়া শুধু ফুল নয়, সে যেন প্রকৃতির মঞ্চে দাঁড়িয়ে থাকা এক গায়ক-যে রঙের সুরে বলে যায়, “জীবন সুন্দর, শুধু তাকিয়ে দেখো।”
4 weeks ago | [YT] | 71
View 1 reply
বৃক্ষবন্ধু Azharul Islam
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ডুবে যেতে থাকে, তখন মনে হয় আকাশ যেন সোনার ভাণ্ডার খুলে দেয়। লাল, কমলা আর সোনালি রঙে মাখামাখি আকাশটি এক জাদুকরী চিত্রপট হয়ে ওঠে। পশ্চিমের মেঘগুলো হয়ে উঠে রঙিন আঁচলে সাজানো, কখনো অগ্নিশিখার মতো দীপ্ত, আবার কখনো মলিন আলোয় স্নিগ্ধ। মনে হয় প্রকৃতি সেদিনের সবটুকু সৌন্দর্য এক মুহূর্তে ঢেলে দিচ্ছে আকাশের ক্যানভাসে। সেই সোনালি আভা শুধু চোখে পড়ে না, মনকেও ছুঁয়ে যায়, যেন এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতার সুর বাজতে থাকে অন্তরে।
4 weeks ago | [YT] | 59
View 1 reply
বৃক্ষবন্ধু Azharul Islam
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ডুবে যেতে থাকে, তখন মনে হয় আকাশ যেন সোনার ভাণ্ডার খুলে দেয়। লাল, কমলা আর সোনালি রঙে মাখামাখি আকাশটি এক জাদুকরী চিত্রপট হয়ে ওঠে। পশ্চিমের মেঘগুলো হয়ে উঠে রঙিন আঁচলে সাজানো, কখনো অগ্নিশিখার মতো দীপ্ত, আবার কখনো মলিন আলোয় স্নিগ্ধ। মনে হয় প্রকৃতি সেদিনের সবটুকু সৌন্দর্য এক মুহূর্তে ঢেলে দিচ্ছে আকাশের ক্যানভাসে। সেই সোনালি আভা শুধু চোখে পড়ে না, মনকেও ছুঁয়ে যায়, যেন এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতার সুর বাজতে থাকে অন্তরে।
4 weeks ago | [YT] | 60
View 1 reply
বৃক্ষবন্ধু Azharul Islam
একবার থেমে তাকাও বৃষ্টির ফোঁটার দিকে। কত নিষ্পাপ সে, আকাশ থেকে মাটির বুকে নেমে আসে কেবল একটি ক্ষণস্থায়ী হাসির মতো। হাওয়ার দোলায় ঝরে পড়ে, আলোয় ঝিকমিক করে, আবার মাটির তৃষ্ণায় মিশে যায় অদৃশ্যের পথে। বৃষ্টির ফোঁটা শেখায়-স্থায়িত্ব নয়, সৌন্দর্যের দীপ্তি লুকিয়ে থাকে ক্ষণিকের মাঝেই। যেন জীবনের পাঠও তাই-অবিরাম ছুটে চলা নয়, বরং এক মুহূর্তের সৌন্দর্যকে গভীরভাবে অনুভব করাই আসল যাপন।
4 weeks ago | [YT] | 86
View 5 replies
বৃক্ষবন্ধু Azharul Islam
দেশে কিবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন আপনাদের সকলের প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।আপনাদের উপস্থিতি আমাকে ভাল কিছু করার অনুপ্রেরণা দেয়, আশা করি আমাকে আপনাদের সাথেই রাখবেন!
বিনয়াবনত
আজহারুল ইসলাম
Many thanks and gratitude to all of you who watch my videos from home and abroad. Your continuous support inspires me to excel in this field. Hope you stay with me on this endeavor !
Best regards
Azharul Islam
1 year ago | [YT] | 195
View 102 replies