বৃক্ষবন্ধু Azharul Islam

সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ডুবে যেতে থাকে, তখন মনে হয় আকাশ যেন সোনার ভাণ্ডার খুলে দেয়। লাল, কমলা আর সোনালি রঙে মাখামাখি আকাশটি এক জাদুকরী চিত্রপট হয়ে ওঠে। পশ্চিমের মেঘগুলো হয়ে উঠে রঙিন আঁচলে সাজানো, কখনো অগ্নিশিখার মতো দীপ্ত, আবার কখনো মলিন আলোয় স্নিগ্ধ। মনে হয় প্রকৃতি সেদিনের সবটুকু সৌন্দর্য এক মুহূর্তে ঢেলে দিচ্ছে আকাশের ক্যানভাসে। সেই সোনালি আভা শুধু চোখে পড়ে না, মনকেও ছুঁয়ে যায়, যেন এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতার সুর বাজতে থাকে অন্তরে।

1 month ago | [YT] | 59