বৃক্ষবন্ধু Azharul Islam
একবার থেমে তাকাও বৃষ্টির ফোঁটার দিকে। কত নিষ্পাপ সে, আকাশ থেকে মাটির বুকে নেমে আসে কেবল একটি ক্ষণস্থায়ী হাসির মতো। হাওয়ার দোলায় ঝরে পড়ে, আলোয় ঝিকমিক করে, আবার মাটির তৃষ্ণায় মিশে যায় অদৃশ্যের পথে। বৃষ্টির ফোঁটা শেখায়-স্থায়িত্ব নয়, সৌন্দর্যের দীপ্তি লুকিয়ে থাকে ক্ষণিকের মাঝেই। যেন জীবনের পাঠও তাই-অবিরাম ছুটে চলা নয়, বরং এক মুহূর্তের সৌন্দর্যকে গভীরভাবে অনুভব করাই আসল যাপন।
1 month ago | [YT] | 86
বৃক্ষবন্ধু Azharul Islam
একবার থেমে তাকাও বৃষ্টির ফোঁটার দিকে। কত নিষ্পাপ সে, আকাশ থেকে মাটির বুকে নেমে আসে কেবল একটি ক্ষণস্থায়ী হাসির মতো। হাওয়ার দোলায় ঝরে পড়ে, আলোয় ঝিকমিক করে, আবার মাটির তৃষ্ণায় মিশে যায় অদৃশ্যের পথে। বৃষ্টির ফোঁটা শেখায়-স্থায়িত্ব নয়, সৌন্দর্যের দীপ্তি লুকিয়ে থাকে ক্ষণিকের মাঝেই। যেন জীবনের পাঠও তাই-অবিরাম ছুটে চলা নয়, বরং এক মুহূর্তের সৌন্দর্যকে গভীরভাবে অনুভব করাই আসল যাপন।
1 month ago | [YT] | 86