Quantum Voluntary Blood Donation Program

Quantum Voluntary Blood Donation Program
কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম


বাংলাদেশে একসময় প্রয়োজনীয় রক্তের বড় অংশ আসত মাদকাসক্ত পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে। বাধ্য হয়ে দূষিত রক্ত নিয়ে অনেক রোগী আক্রান্ত হতো দুরারোগ্য রোগে। রক্তদান সম্পর্কেও মানুষের মধ্যে ছিল নানা কুসংস্কার।

এ প্রেক্ষাপটে ১৯৯৬ সালে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সূচনা হয়; যা পূর্ণ মাত্রায় গতিশীল হয় ১৪ এপ্রিল ২০০০-এ নিজস্ব আধুনিক ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে।

কোয়ান্টামের আড়াই দশকব্যাপী নিরলস কাজের ফলে দেশের সর্বত্র স্বেচ্ছা রক্তদান নিয়ে তৈরি হয়েছে সচেতনতা। তরুণ প্রজন্মের ভালো চর্চাগুলোর তালিকায় যুক্ত হয়েছে নিয়মিত রক্তদান। নিরাপদ রক্তের ব্যাপারে কোয়ান্টাম ল্যাব এখন চিকিৎসক এবং রোগীদের আস্থা ও নির্ভরতার প্রতীক।

জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ-০১৭১৪০১০৮৬৯
ওয়েবসাইট : blood.quantummethod.org.bd