Quantum Voluntary Blood Donation Program
কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম
বাংলাদেশে একসময় প্রয়োজনীয় রক্তের বড় অংশ আসত মাদকাসক্ত পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে। বাধ্য হয়ে দূষিত রক্ত নিয়ে অনেক রোগী আক্রান্ত হতো দুরারোগ্য রোগে। রক্তদান সম্পর্কেও মানুষের মধ্যে ছিল নানা কুসংস্কার।
এ প্রেক্ষাপটে ১৯৯৬ সালে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সূচনা হয়; যা পূর্ণ মাত্রায় গতিশীল হয় ১৪ এপ্রিল ২০০০-এ নিজস্ব আধুনিক ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে।
কোয়ান্টামের আড়াই দশকব্যাপী নিরলস কাজের ফলে দেশের সর্বত্র স্বেচ্ছা রক্তদান নিয়ে তৈরি হয়েছে সচেতনতা। তরুণ প্রজন্মের ভালো চর্চাগুলোর তালিকায় যুক্ত হয়েছে নিয়মিত রক্তদান। নিরাপদ রক্তের ব্যাপারে কোয়ান্টাম ল্যাব এখন চিকিৎসক এবং রোগীদের আস্থা ও নির্ভরতার প্রতীক।
জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ-০১৭১৪০১০৮৬৯
ওয়েবসাইট : blood.quantummethod.org.bd
Quantum Voluntary Blood Donation Program
আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যা ৭:০০-টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে ৩ বার রক্তদানের মাধ্যমে লাইফ লং ডোনার, ১০ বার রক্তদানের মাধ্যমে সিলভার ক্লাব, ২৫ বার রক্তদানের মাধ্যমে গোল্ডেন ক্লাব এবং ৫০ বার রক্তদানের মাধ্যমে প্লাটিনাম ক্লাবের সদস্যপদ লাভ করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ মহতী অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
উক্ত প্রোগ্রামে আপনারা পরিবারসহ আমন্ত্রিত।
আসুন, রক্ত দিই জীবন বাঁচাই।
1 month ago | [YT] | 22
View 0 replies
Quantum Voluntary Blood Donation Program
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ২৯ জুন ২০২৫ রবিবার বিকেল ৫.১৫ মিনিটে কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দেশে প্রথমবারের মতো তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
অভূতপূর্ব এ আয়োজনটি স্মরণীয় করতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনন্য এ মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
উক্ত প্রোগ্রামে আপনারা পরিবারসহ আমন্ত্রিত।
আসুন, রক্ত দিই জীবন বাঁচাই।
#qvbdp #quantumvoluntaryblooddonationprogram #donateblood #savelife #DonateBloodSaveLife #quantumlab #blooddonation
3 months ago | [YT] | 12
View 0 replies
Quantum Voluntary Blood Donation Program
ময়মনসিংহের ভালুকাতে বাটারফ্লাই ফ্যাক্টরিতে ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ১৭ জুলাই ২০২৩। ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ৫ জন নারীসহ মোট ৩৭ জন রক্তদাতা এই ক্যাম্পে রক্তদান করেছেন। তাদের সবাইকে স্রষ্টা এর উত্তম প্রতিদান দিন।
ক্যাম্প উদ্বোধন করেনঃ মো. আবিদ আল রাব্বি, ফ্যাক্টরি ইনচার্জ
মো. আরেফিন রহমান, ডেপুটি ম্যানেজার, ফ্যাক্টরি এইচআর
মো. মিনহাজ উল আলম, আরএমডি
উদ্যোক্তাঃ রোটারী ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস
আয়োজনেঃ কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম
2 years ago (edited) | [YT] | 26
View 7 replies