ℭ𝔯𝔢𝔞𝔱𝔦𝔬𝔫 𝔒𝔣 𝔐𝔞𝔫𝔡𝔦𝔯𝔞

নমস্কার বন্ধুরা 🙏 আমি মন্দিরা, ছোট্ট থেকে গ্রামের পরিবেশে বড়ো হয়েছি এখন গ্রামের সাধারণ গৃহবধূ বলতে পারো, ছোটবেলা থেকেই গ্রামের পরিবেশকে বড্ড ভালোবাসি, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা কার না থাকে বলো, ইউটিউব প্ল্যাটফর্ম এ এসেছি একটু নিজের পায়ে যদি দাঁড়াতে পারি সেই আশায় ,, এখন আমার ছোট্ট একটা বাচ্চাও আছে,,যতটুকু পারি আমার lifestyle vlog আর গাছপালা ভীষণ ভালোবাসি ওই জন্য প্রাকৃতিক পরিবেশ ও গাছপালার সৌন্দর্য যত্ন নিয়ে ভিডিও বানাই আর যা যা আমার ভালো লাগে তাই তাই তোমাদের সাথে শেয়ার করি ,, মনে অনেকটা আশা নিয়েএই প্লাটফর্মে আমি এসেছি এবং ধৈর্য নিয়ে কন্টিনিউ কাজ আমি করে যাচ্ছি,, তোমাদেরকে একটাই কথা বলার তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো,, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোন কিছুই হবার নয়,,আমাকে একটু ভালোবাসা দিও যাতে করে আমার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা পূরণ হয়, গুটি গুটি পায়ে এগিয়ে চলছি হয়তো আমার স্বপ্নটা একদিন পূরণ হবে আশায়, পাশে থেকো বন্ধুরা ,, তোমাদেরকে অনেক ধন্যবাদ,,🙏🤗

For Business contact

Email- mandirad71@gmail.com