সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এমপিও নিউজ ও শিক্ষা-সংক্রান্ত সর্বশেষ তথ্য!
🔍 এই চ্যানেলে আপনি পাবেন:
✔ সরকারি চাকরির সব ধরনের নোটিশ ও নিয়োগ তথ্য (শিক্ষক, বিসিএস, ব্যাংক, সরকারি অফিস)✔ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন, ভাতা, নিয়োগ ও অন্যান্য সুবিধার হালনাগাদ খবর।✔ সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রজ্ঞাপন।
💬 ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন! আপনার চাকরি সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে জানান, আমরা উত্তর দেবার চেষ্টা করব।
এই চ্যানেলের সকল সংবাদ নির্ভরশীল সংবাদ পত্র থেকে সংগৃহীত হয়। এবং যে পত্রিকা থেকে সংগৃহীত হয় তার লিংক অথবা স্ক্রিন শর্ট অবশ্যই ভিডিওতে দেয়া থাকে। তাই এই সংবাদ গুলো সত্যতা বা কোন সমস্যার জন্য ঐ পত্রিকা দায়বদ্ধ। আমরা বা আমাদের চ্যানেল কোন ভাবেই এই সংবাদের জন্য দায় বদ্ধ নয়। আমরা শুধু। সংবাদ পত্র থেকে সংগৃহীত সংবাদের ভয়েজ প্রদান করি সেটাও ঐ সংবাদ পত্রের রেফারেন্স উল্লেখ করে। তাই সংবাদ নিয়ে কোন প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট পত্রিকার সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।
যোগাযোগঃ mathpluscoaching@gmail.com