NEWS AND ENTERTAINMENT ( Regional news, Maximum District news)


এটি একটি আঞ্চলিক সংবাদ মাধ্যম, আপনার জন্য খবর , আমরা বলব আপনার কথা, আপনাদের অভাব অভিযোগ তুলে ধরবো আমরা,


Mtv Bharat

মুর্শিদাবাদ: পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে কাজ না পেয়ে ফেরার সময় নিখোঁজ মুর্শিদাবাদের পরিচয় শ্রমিক। হায়দ্রাবাদে কাজে গিয়ে কাজ না পেয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রামের বাসিন্দা সাবদুল সেখ। জুলাই মাসের ২৩ তারিখ হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে ২৫ তারিখ পৌঁছায়। কাজ না পেয়ে পুনরায় ২৬ তারিখ বাড়ি ফেরার জন্য ট্রেন ধরলেও এখনো পর্যন্ত ফিরে আসেননি তিনি। ২৬ তারিখ থেকেই ফোনবাবন্ধ। কোনভাবেই যোগাযোগ করা যায়নি তাকে। স্বাভাবিক কারণেই উৎকন্ঠায় পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। দুশ্চিন্তায় রয়েছে পরিবার। স্বামীর অপেক্ষায় রয়েছে স্ত্রী ও পরিবার।

5 months ago | [YT] | 0

Mtv Bharat

শামশেরগঞ্জের হিংসায় যুক্ত শাসকদল চাঞ্চল্যকর তথ্য আদালতে

সামশেরগঞ্জ/মুর্শিদাবাদ: গত মাসে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও ধুলিয়ানী সংঘটিত হিংসার সাথে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন নেতা জড়িত ছিলেন বলে কলকাতা হাইকোর্ট কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরোধের সূত্রপাতকারী। এই হিংসায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল এবং যখন সাহায্যের জন্য ডাকে, তখন পুলিশ সাড়া দেয়নি, রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টে উল্লেখ নির্বিচারে অগ্নিসংযোগ, লুটপাট এবং দোকান ও শপিং মলে অবিরাম ধ্বংসযজ্ঞের কথাও তুলে ধরা হয়েছে।

"স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলাগুলি করা হয়েছিল... স্থানীয় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং অনুপস্থিত ছিল,"

শুক্রবার, ১১ এপ্রিল দুপুর আড়াইটার পরে মূল হামলাটি ঘটে, যখন "স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম দুষ্কৃতীদের সাথে এসেছিলেন"। প্রতিবেদনে বলা হয়েছে, সামসেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, দিগরির বাসিন্দারা মুখে মাস্ক পরে এসেছিলেন।

"আমিরুল ইসলাম এসে দেখেন কোন কোন বাড়িতে আক্রমণ করা হয়নি, এবং তারপর আক্রমণকারীরা সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। বেতবোনার গ্রামবাসীরা ফোন করে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সাড়া দেয়নি... বিধায়কও সেখানে ছিলেন। তিনি ভাঙচুর দেখে চলে যান," রিপোর্টে বলা হয়েছে।

হামলাকারীরা জল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল যাতে আগুন নেভানো সম্ভব না হয়। রিপোর্টে আরও বলা হয়েছে যে বেতবোনা গ্রামে ১১৩টি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাড়িগুলি ধ্বংস হয়ে গেছে এবং "পুঙ্খানুপুঙ্খ পুনর্নির্মাণ ছাড়া বসবাসের অযোগ্য ... গ্রামের মহিলারা ভীত এবং তাদের আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে," রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে যে ১২ এপ্রিল, একটি হিন্দু পরিবারের এক পুরুষ এবং তার ছেলেকে তাদের মুসলিম প্রতিবেশীরা হত্যা করে। এরপর সহিংসতায় এলাকার দোকানপাট এবং বাজার ধ্বংস হয়ে যায়।

মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান, বৈদ্যুতিক এবং টেক্সটাইলের দোকান ধ্বংস করা হয়। মন্দিরগুলিতেও ভাঙচুর করা হয় । এই সবই স্থানীয় পুলিশ স্টেশনের ৩০০ মিটার মধ্যে ঘটেছিল।

মুর্শিদাবাদের ঘোষপাড়ায় ২৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শপিং মল-ধাঁচের বাজার লুট করে বন্ধ করে দেওয়া হয়েছে, রিপোর্টে বলা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বিচার বিভাগীয় পরিষেবার সদস্যদের নিয়ে গঠিত তদন্ত দল। আজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।

প্যানেলটি গ্রামগুলি পরিদর্শন করেছে এবং হিংসার ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছে।

এই তথ্য NDTV থেকে নেওয়া।

www.ndtv.com/india-news/murshidabad-violence-repor…

8 months ago | [YT] | 0

Mtv Bharat

Waqf Bill pass loksabha: লোকসভায় পাশ ওয়াকাফ সংশোধনী বিল। সংশোধন বিলে সরকারের পক্ষে ভোট পড়ে 288, বিরোধীতায় ভোট পড়ে 232 বারো ঘন্টা লোকসভায় বিল নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলে। বারো ঘণ্টা পর অর্থাৎ তিন এপ্রিল ভোটিং প্রক্রিয়া শুরু হয়।


বিস্তারিত কমেন্টে

9 months ago | [YT] | 0

Mtv Bharat

জামিন পেলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে আজ তিনি সুপ্রিম কোর্টে জামিন পায়।

www.facebook.com/share/v/iPUnhMurJvcixbcY/?mibexti…

1 year ago | [YT] | 3

Mtv Bharat

মাধ্যমিকের ফলাফলে প্রথম দশে নেই মুর্শিদাবাদ। 2024 সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয় মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেখানে প্রথম 10 কৃতিদের মধ্যে স্থান মুর্শিদাবাদের কোন পরীক্ষার্থীর।

1 year ago (edited) | [YT] | 0

Mtv Bharat

মুর্শিদাবাদের আমে মমতা ব্যানার্জি নিজের "বেগম ফুলি দেখাচ্ছে" ! সবার মুরোদ হয় না শেষ পর্যন্ত রাজনীতির ময়দানের লড়াই করার, সবার টিকি কারো না কারও কাছে বাধা আছে। নাম না নওশাদের লড়াই করার মুরোদ নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেলিম আর কি কি বললেন! বিস্তারিত নিচের লিঙ্কে

https://youtu.be/eNFXiPAlipc?si=-gO4A...

1 year ago | [YT] | 5

Mtv Bharat

সুতপা খুনে সুশান্তের সাজা ঘোষণার আগের পর্ব?

fb.watch/mJAN9FgzZm/?mibextid=RUbZ1f

2 years ago (edited) | [YT] | 3

Mtv Bharat

fb.watch/mBrKbO-1Mi/?mibextid=Nif5oz

খোকাবাবুর বিপদের আশঙ্কা, চন্দ্রযান নিয়ে রাজনীতি নিয়ে মোদী কে কটাক্ষ বিস্তারিত শুনতে ক্লিক করুন উপরের লিঙ্কে

2 years ago | [YT] | 6