habijabi ranna ghor



habijabi ranna ghor

সকল বন্ধুদের জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা❤️❤️❤️❤️😘😘 বড়দের জানাই প্রণাম 🙏🙏

3 weeks ago | [YT] | 10

habijabi ranna ghor

এটা আমি আর এটা আমার বাবু। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমার বাবু কে কেমন লাগছে তোমরা সবাই লাইকের মাধ্যমে বুঝিয়ে দিও

1 month ago | [YT] | 14

habijabi ranna ghor

আমি সবাইকে ব্যাক দিয়ে দেব কেউ চিন্তা করো না আমি একটু বিজি আছি ❤️❤️❤️ আমি একটা অনুষ্ঠানেএসেছি ❤️❤️

2 months ago | [YT] | 12

habijabi ranna ghor

আমার বাবু ❤️❤️

2 months ago | [YT] | 9

habijabi ranna ghor

Happy birthday🎂আজকে আমার সোনা বাবার চার বছর পূর্ণ হল আমি ছোট ইউটিউবার বলে কি কেউ আমার বাবুকে আশীর্বাদ করবেনা? এবং লাইক দেবে না? Happy birthday to you papa🎂🎂❤️❤️👍

4 months ago | [YT] | 8

habijabi ranna ghor

এটা আমার বোনের মেয়ে তোমাদের বার্ডে পার্টিটা দেখাতে পারলাম না তার জন্য সরি আশা করি তোমরা বুঝতেই পারছো একা হাতের সবকিছু রান্না করে তারপরে আবার ভিডিও করা সম্ভব হয়নি আর বার্থডেতে যেসব gf গুলো পেয়েছে ওগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো ওটার পোস্ট একটু পরে দিচ্ছি আমরা সবাই ওয়েট করো আমার সোনা কুটুকে এখনো পার্টি বাকি আছে এটা আগেই তোমাদের কাছে পাঠিয়ে দিলাম বন্ধুরা ❤️❤️🎂🎂

8 months ago | [YT] | 14

habijabi ranna ghor

সবাই কেমন আছো ❤️❤️❤️❤️

10 months ago | [YT] | 6

habijabi ranna ghor

জিবন সংগ্রামে যতই বাধা বিঘ্ন ও ঝড় ঝাপটা আসুক না কেন, প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের কাছে।আপনি যেমনই হন,যতোই আঘাত পান দিনশেষে নিজেকে ভেঙে টুকরো টুকরো হতে দেবেন না কিছুতেই।আশেপাশে তাকিয়ে দেখুন,সুযোগ সন্ধানী মানুষ ছাড়া কারোর দেখা আপনি পাবেন না। তাই বোকার মতো কেউ পাশে থাকবে এই আশা নিয়ে বসে থাকবেন না।বরং নিজেকে বোঝান আপনার জন্য আপনিই যথেষ্ট।
বেড়াল ছানাও তো আশকারা পেলে মাথায় চেপে বসে।আর দুঃখ?সে তো আপনার অদ্বিতীয় সত্ত্বা।তাকে যতো আশকারা দেবেন ততো বেশি জেঁকে বসবে।তাই তাকে তার জায়গায়ই থাকতে দিন। অতো নাড়াচাড়া করতে যাবেন না।
আপনি ভালো।তার মানে এই নয় যে আঘাত করা মানুষটাকে ছাড় দিতে হবে।চোরকে হাতের কাছে পেয়েও যদি ছেড়ে দেন বারবার সে যেমন আপনাকে নিঃস্ব করে দেবে,তেমনি আঘাতের জবাবে নমনীয়তা ফেরত দিলে আপনি আঘাতই পাবেন বারেবারে।কংক্রিটের দেয়ালের মতো আপনাকেও কঠিনও হতে হবে মাঝে মাঝে।
আপনাকে জলের মতো হতে শিখতে হবে।জলকে যেমন যে পাত্রে রাখা হয় সে পাত্রে রূপ নিয়ে নেয়।আপনিও আপনার ব্যবহারটা যে যেমন তার সাথে তেমন ভাবেই করবেন।লোকের কথায় কান দিতে হবে না।লোকের কথায় কান দিলে আপনি বেঁচে থাকবেন কিন্তু ভালো আর থাকতে পারবেন না।
জীবনে খারাপ সময় আসে,সহজ-সরল পথ এক ঝটকায় বাঁকা হয়ে যায়,কাছের মানুষ দূরে ঠেলে দেয় অনায়াসে,হাতের রেখা কপালের ভাগ্যও বিশ্বাস ঘাতকতা করে,জীবনের পাতাগুলো এলোমেলো হয়ে যায়,সব আপনজনেরাও নাই হয়ে যায়,অন্ধকারে ঢেকে যায় চারিদিক,চেনা পথ আচমকা অচেনা হয়ে ওঠে ভীষণভাবে।
তবে ভয় পাবেন না।চুপ করে বসুন কিছুক্ষণ।বড় একটা নিশ্বাসের সাথে মস্তিষ্ককে শান্ত করুন।চোখ বন্ধ করে নিন বারে বারে।তবে ভয়ে নয়,জিরিয়ে নিতে।বিশ্বাস রাখুন নিজের ওপর।বিশ্বাস রাখুন স্রষ্টার ওপর।কেঁদে নিন তার দুয়ারে।চেয়ে নিন সকল না পাওয়ার আক্ষেপ।
ভিক্ষুকও যদি বারবার হাত পেতে চেয়ে বসে দু'চার টাকা দেন। ফিরিয়ে তাকে দেন না আপনি নিশ্চয়ই। আর ভগবান তো দয়ার ভান্ডার,সে যে আপনাকে ফিরিয়ে দেবে ভাবলেন কী করে?
জীবনের সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের মনে ধারণ করা আশাদের ভুলে না গিয়ে লক্ষ্যে অবিচল থাকা।কারণ আশাই আমাদের বেঁচে থাকার পথের হাঁটাকে সহজ করে।মানুষ যখন নিজের আশা থেকে দূরে সরে লক্ষ্য ভুলে যায় তখন সে আলো থেকে ক্রমশ অন্ধকারের দিকে তলিয়ে যেতে থাকে।আকড়ে ধরার মতো কিচ্ছু পাশে পায় না।আর যখন সবকিছু নিজের বুকে লালন করে মস্তিষ্ক স্থির রাখে তখন তার জন্য আলোর ভেতরের পূর্ণতারা অপেক্ষা করে তার হাতের মুঠোয় মিশে যেতে।সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
༺༊❥ সুপ্রভাত༊❥༻ ༊❥ B Computer ༊❥

1 year ago | [YT] | 23

habijabi ranna ghor

এই গরমকালে এর গুনাগুন তোমরা সবাই জানো সবাই পাশে থেকো ❤️❤️

1 year ago | [YT] | 22