নামহীন এক উপস্থিতি হয়ে, শব্দহীন এক বিদায় দিয়ে আমি শুধু অদৃশ্য হতে চাই নিজের মতো।চায়ের ধোঁয়ার মতো আমি মিলিয়ে যেতে চাই, যেখানে কোনো শব্দ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক নিঃশব্দ ছোঁয়া, যা বাতাসে ভেসে যায়, কেউ খুঁজতে পারে না, কেউ ধরে রাখতে পারে না।❤️
একদিন সব ঠিক হয়ে যাবে আমি জানি, একদিন সবই হবে। তবে সেদিন আমি আর আমি থাকবো না। সমুদ্র পাড়ে বসে সমুদ্র দেখার ইচ্ছে থাকবে না। পাহাড়ে বসে চাঁদ দেখার স্বপ্ন থাকবে না। জীবনে সবই হয়,সবই আসে। কিন্তু সময় মতো জীবনে কিছুই হয়না, কিছুই আসেনা শুধু কিছু আক্ষেপ থেকে যায়। 🍂
মায়া আর অভ্যাস মানুষকে এমনভাবে বেঁধে রাখে যে অনেক সময় সম্পর্ক শেষ হলেও মানুষের মায়া ছাড়তে পারে না। হারিয়ে ফেলা মানে কেবল কাউকে হারানো নয়, নিজের এক পরিচিত অংশকে ছেড়ে দেওয়া। তাই দূরত্ব বাড়লেও স্মৃতি অভ্যাস হয়ে থাকে। শেষমেশ সময়ই শেখায়, সব কিছু ধরে রাখলে বাঁচা যায় না, কিছু মানুষকে মনে রেখে এগিয়েই যেতে হয়।🙃💔
"এখানে অধিকার বদলায়"… "এখানে চরিত্র বদলায়"… হ্যাঁ! এটাই পৃথিবী,,,এখানে নিজের সুবিধা পূরণ না হলে, "সম্পর্কও বদলে যায়!জীবনে কে থাকলো কে থাকলো না, এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না ! নিজের আত্মসম্মান নষ্ট করে কারো সঙ্গ হওয়ার চেয়ে, আত্মসম্মান ধরে রেখে একা থাকাটাই শ্রেষ্ঠ! থাকলে থাকো,না থাকলে চলে যাও!ব্যাস কথা শেষ..!!🙃💔
সবচেয়ে খারাপ তখনি লাগে যখন দেখি নিজের কাছের মানুষ এর আচরণ পাল্টে যায় 😅 হয়তো সরাসরি কিছু বলতে পারে না 🙃 তবে ব্যবহারে আর কথা মধ্যে তা প্রকাশ করে। আমি মানুষ কে চিনতে খুব তাড়াতাড়ি পারি, আমার কাছে মানুষ চিনতে সপ্তাহ মাস কিংবা বছর লাগে না 🙃 কিছুক্ষণ ঐ মানুষ টার সাথে কথা বললেই বুঝতে পারি মানুষ টা আসলেই কেমন মনের দিক থেকে। যাদের জন্য নিজের ইচ্ছে ভালো থাকা,ভালো লাগা বিসর্জন দিলাম সবশেষে তাদের ব্যবহার আমাকে ভেঙে ফেলছে 😅 কথায় আছে এক গাছের পাকল আরেক গাছে কখনো লাগে না 🙃 যদিও ঐটা লাগে তবে খসখস করে 🙂 আমি সবটা দিয়ে সব মানিয়ে নিয়ে ও আপন হতে পারি নি কারোর আফসোস 🙃 ছোট থেকেই কপাল টা খারাপ, এখন হবে এটাই স্বাভাবিক 💔
অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না, কিন্তু যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে !
。☬_ˈvɪl.ən_☬。
নামহীন এক উপস্থিতি হয়ে,
শব্দহীন এক বিদায় দিয়ে
আমি শুধু অদৃশ্য হতে চাই নিজের মতো।চায়ের ধোঁয়ার মতো আমি মিলিয়ে যেতে চাই, যেখানে কোনো শব্দ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক নিঃশব্দ ছোঁয়া, যা বাতাসে ভেসে যায়, কেউ খুঁজতে পারে না, কেউ ধরে রাখতে পারে না।❤️
2 days ago | [YT] | 13
View 5 replies
。☬_ˈvɪl.ən_☬。
একদিন সব ঠিক হয়ে যাবে আমি জানি, একদিন সবই হবে। তবে সেদিন আমি আর আমি থাকবো না। সমুদ্র পাড়ে বসে সমুদ্র দেখার ইচ্ছে থাকবে না। পাহাড়ে বসে চাঁদ দেখার স্বপ্ন থাকবে না। জীবনে সবই হয়,সবই আসে। কিন্তু সময় মতো জীবনে কিছুই হয়না, কিছুই আসেনা শুধু কিছু আক্ষেপ থেকে যায়। 🍂
3 days ago | [YT] | 13
View 4 replies
。☬_ˈvɪl.ən_☬。
মায়া আর অভ্যাস মানুষকে এমনভাবে বেঁধে রাখে
যে অনেক সময় সম্পর্ক শেষ হলেও মানুষের মায়া ছাড়তে পারে না। হারিয়ে ফেলা মানে কেবল কাউকে হারানো নয়, নিজের এক পরিচিত অংশকে ছেড়ে দেওয়া।
তাই দূরত্ব বাড়লেও স্মৃতি অভ্যাস হয়ে থাকে।
শেষমেশ সময়ই শেখায়,
সব কিছু ধরে রাখলে বাঁচা যায় না,
কিছু মানুষকে মনে রেখে এগিয়েই যেতে হয়।🙃💔
3 days ago | [YT] | 15
View 8 replies
。☬_ˈvɪl.ən_☬。
"এখানে অধিকার বদলায়"… "এখানে চরিত্র বদলায়"… হ্যাঁ! এটাই পৃথিবী,,,এখানে নিজের
সুবিধা পূরণ না হলে, "সম্পর্কও বদলে যায়!জীবনে কে থাকলো কে থাকলো না, এসব
নিয়ে বেশি মাথা ঘামাবেন না ! নিজের আত্মসম্মান নষ্ট করে কারো সঙ্গ হওয়ার চেয়ে, আত্মসম্মান ধরে রেখে একা থাকাটাই শ্রেষ্ঠ! থাকলে থাকো,না থাকলে চলে যাও!ব্যাস কথা শেষ..!!🙃💔
সবচেয়ে খারাপ তখনি লাগে যখন দেখি নিজের কাছের মানুষ এর আচরণ পাল্টে যায় 😅 হয়তো সরাসরি কিছু বলতে পারে না 🙃 তবে ব্যবহারে আর কথা মধ্যে তা প্রকাশ করে। আমি মানুষ কে চিনতে খুব তাড়াতাড়ি পারি, আমার কাছে মানুষ চিনতে সপ্তাহ মাস কিংবা বছর লাগে না 🙃 কিছুক্ষণ ঐ মানুষ টার সাথে কথা বললেই বুঝতে পারি মানুষ টা আসলেই কেমন মনের দিক থেকে।
যাদের জন্য নিজের ইচ্ছে ভালো থাকা,ভালো লাগা বিসর্জন দিলাম সবশেষে তাদের ব্যবহার আমাকে ভেঙে ফেলছে 😅
কথায় আছে এক গাছের পাকল আরেক গাছে কখনো লাগে না 🙃 যদিও ঐটা লাগে তবে খসখস করে 🙂
আমি সবটা দিয়ে সব মানিয়ে নিয়ে ও আপন হতে পারি নি কারোর আফসোস 🙃 ছোট থেকেই কপাল টা খারাপ, এখন হবে এটাই স্বাভাবিক 💔
যাইহোক কেমন আছো সবাই ☺️
6 days ago | [YT] | 11
View 4 replies
。☬_ˈvɪl.ən_☬。
রাত হলো অনুভূতির সবচেয়ে সত্য সময়।”
দিনের ভিড়ে যা লুকানো থাকে, রাত তা খুলে বলে🙂
1 week ago | [YT] | 14
View 5 replies
。☬_ˈvɪl.ən_☬。
অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না, কিন্তু যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে !
শুভ সকাল 😌💝
1 week ago | [YT] | 9
View 9 replies
。☬_ˈvɪl.ən_☬。
আমাকে একটা নাম দেবে?
যে নামে শুধু তুমি ডাকবে- আর কেউ না।
নামটা হোক শুধু একান্ত তোমার,
দাও না একটা নাম?
আমি চাই তুমি এমন এক নামে ডাকো,
যে নামে ডাকার অধিকার শুধু তোমার থাকবে।
আমি চাই তুমি আমাকে ডাকো-
সে নাম ধরে,যে নাম মনে পড়লে-
তোমার অবয়ব আমার চোখে ভাসবে।
তোমাকে মনে পড়লে মন হাহাকার করবে।
তোমাকে কাছে পেতে ভীষণ ইচ্ছে করবে।
আমাকে একটা নাম দেবে?
যে নাম তোমার আমার সম্পর্কের প্রতীক হবে।
1 week ago | [YT] | 16
View 18 replies
。☬_ˈvɪl.ən_☬。
ছো ছ্যাদ 🥲
1 week ago | [YT] | 14
View 16 replies
。☬_ˈvɪl.ən_☬。
অর্ধেক সময় কেটে গেলো জীবন'টাকে বুঝাতে বুঝাতে! আর এখন বাকি সময় কেটে যাচ্ছে' বাস্তবতা'র সাথে লড়তে লড়তে…!!❝🎭🎀
2 weeks ago | [YT] | 10
View 16 replies
Load more