Wahab Mia's World

সৃজনশীল যে কোন ধরণের কাজের প্রতি আমার রয়েছে সীমাহীন দুর্বলতা। নিজে এ জাতীয় কাজ করতে না পারলেও যারা করে তাদের প্রতি থাকে আমার চিরায়ত অকুণ্ঠ সমর্থন। ইতিহাসের ছাত্র হওয়ায় এবং শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকায় আমার সাধ্যের মধ্যে নতুন কিছু করার প্রত্যয় থেকেই "গল্পের মতো ইতিহাস" নামে ক্লাস সংক্রান্ত নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। ৷ তথ্যপ্রযুক্তির মহাপ্লাবনের এ যুগে ইতিহাসকে যুগোপযোগী পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনার প্রয়াসে যে অনলাইন ভিডিও ক্লাসের সূচনা করেছিলাম তারই স্থায়ী ব্যবস্থা ইউটিউব চ্যানেল খোলা। পরে ধীরে ধীরে শিক্ষার্থীদের বাইরে জ্ঞানানুরাগী দর্শক শ্রোতাদের একটা শ্রেণির চাহিদার প্রেক্ষিতে ক্লাসের চ্যানেলের বাইরে সাধারণ চ্যানেল খোলার প্রয়োজনীতা দেখা দেয়। এভাবেই যাত্রা শুরু হয় আমার এই দ্বিতীয় চ্যানেলের। এতে প্রধান উপজীব্য বিষয় ইতিহাসের গল্প হলেও অন্যান্য বিষয়কেও অন্তর্ভুক্ত করা হবে।