দেশটা কারো বাপের না,,, দেশটা আমার আপনার সবার,,, আজকে যে বাচ্চাটা জন্ম নিল দেশটা তারও তাই আমরা সবাই যে যেই ভাবে পারি, একটা সুন্দর দেশ গড়ি। শুধু মুখে বললেই হবে না, বাস্তবে করে দেখাতে হবে। লন্ডন, সিংগাপুরের মতো দেশ দেখে অনেকে আফসোস করেন। আমাদের দেশ যদি এমন হতো। এখনি সময় করে দেখাবার। ✊✊✊✊✊✊✊
আমি শপথ করি, আমাদের দেশ কে এমন ভাবে ভালোবাসবো যেমন ভাবে ভালোবাসি আমাদের ফ্যামিলিকে। এই দেশটা আমাদের ঘর, যারা বিদেশে থাকে তারা এটা বলে না যে আমি বাড়ি যাব, বলে আমি দেশে যাবো। যখন আবু সাইদ ভাই শহীদ হইছে তখন ছাত্ররা এটা বলে নাই যে, আমাদের সহপাঠী মারা গেছে, বলছে আমার ভাই মারা গেছে। সুতরাং আমরা আমাদের ঘরকে ( দেশকে) পরিষ্কার -পরিচ্ছন্ন রাখবো, পরিবারের সদস্যদের (দেশের মানুষদের) খেয়াল রাখব। এবং যারা আমাদের বাড়িতে (দেশে) বেড়াতে আসবে ( পর্যটক) তাদের সম্মানের সঙ্গে আপ্যায়ন করবো। যেনো আমাদের এই পরিবার ( দেশ) থেকে আশেপাশের এলাকার মানুষ ( বিভিন্ন দেশ) শিক্ষা নেয়।✊✊✊
আমি আশা করি আমাদের স্বাধীন দেশের সর্বস্তরের, সরকারি - বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা, উচ্চস্তর - নিম্নস্তরের, চাকরিপেশাজীবীরা সবাই যার যার স্থান থেকে নীতি এবং আর্দশ মেনে সৎপথে সর্বদা ন্যায়েরপক্ষে থেকে দেশটা পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে,,
SK
দেশটা কারো বাপের না,,, দেশটা আমার আপনার সবার,,, আজকে যে বাচ্চাটা জন্ম নিল দেশটা তারও তাই আমরা সবাই যে যেই ভাবে পারি, একটা সুন্দর দেশ গড়ি।
শুধু মুখে বললেই হবে না, বাস্তবে করে দেখাতে হবে।
লন্ডন, সিংগাপুরের মতো দেশ দেখে অনেকে আফসোস করেন। আমাদের দেশ যদি এমন হতো। এখনি সময় করে দেখাবার। ✊✊✊✊✊✊✊
1 year ago | [YT] | 2
View 0 replies
SK
আমি শপথ করি, আমাদের দেশ কে এমন ভাবে ভালোবাসবো যেমন ভাবে ভালোবাসি আমাদের ফ্যামিলিকে।
এই দেশটা আমাদের ঘর, যারা বিদেশে থাকে তারা এটা বলে না যে আমি বাড়ি যাব, বলে আমি দেশে যাবো।
যখন আবু সাইদ ভাই শহীদ হইছে তখন ছাত্ররা এটা বলে নাই যে, আমাদের সহপাঠী মারা গেছে, বলছে আমার ভাই মারা গেছে।
সুতরাং আমরা আমাদের ঘরকে ( দেশকে) পরিষ্কার -পরিচ্ছন্ন রাখবো, পরিবারের সদস্যদের (দেশের মানুষদের) খেয়াল রাখব। এবং যারা আমাদের বাড়িতে (দেশে) বেড়াতে আসবে ( পর্যটক) তাদের সম্মানের সঙ্গে আপ্যায়ন করবো। যেনো আমাদের এই পরিবার ( দেশ) থেকে আশেপাশের এলাকার মানুষ ( বিভিন্ন দেশ) শিক্ষা নেয়।✊✊✊
1 year ago | [YT] | 1
View 0 replies
SK
আমি আশা করি আমাদের স্বাধীন দেশের সর্বস্তরের, সরকারি - বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা, উচ্চস্তর - নিম্নস্তরের, চাকরিপেশাজীবীরা সবাই যার যার স্থান থেকে নীতি এবং আর্দশ মেনে সৎপথে সর্বদা ন্যায়েরপক্ষে থেকে দেশটা পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে,,
1 year ago | [YT] | 1
View 0 replies