SK

আমি শপথ করি, আমাদের দেশ কে এমন ভাবে ভালোবাসবো যেমন ভাবে ভালোবাসি আমাদের ফ্যামিলিকে।
এই দেশটা আমাদের ঘর, যারা বিদেশে থাকে তারা এটা বলে না যে আমি বাড়ি যাব, বলে আমি দেশে যাবো।
যখন আবু সাইদ ভাই শহীদ হইছে তখন ছাত্ররা এটা বলে নাই যে, আমাদের সহপাঠী মারা গেছে, বলছে আমার ভাই মারা গেছে।
সুতরাং আমরা আমাদের ঘরকে ( দেশকে) পরিষ্কার -পরিচ্ছন্ন রাখবো, পরিবারের সদস্যদের (দেশের মানুষদের) খেয়াল রাখব। এবং যারা আমাদের বাড়িতে (দেশে) বেড়াতে আসবে ( পর্যটক) তাদের সম্মানের সঙ্গে আপ্যায়ন করবো। যেনো আমাদের এই পরিবার ( দেশ) থেকে আশেপাশের এলাকার মানুষ ( বিভিন্ন দেশ) শিক্ষা নেয়।✊✊✊

1 year ago | [YT] | 1