Shaan 459

​"স্থির জলরাশি সহজে দূষিত হয়ে যায়। সর্বদা প্রবহমান থাকো, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো।"

5 hours ago | [YT] | 0

Shaan 459

যারা ৭১ পরবর্তী রক্ষীবাহিনী ছিলো
তাদের নাতি-পুতি ২৫শে এসে সমম্বয়ক হইছে... 😂😂

4 months ago | [YT] | 0

Shaan 459

কিছু মানুষ থাকে একটু গোছানো হতে গেলে আরো এলোমেলো হয়ে যায় "আমি সেই। এখন আর নিজেকে গোছাতে ইচ্ছে করেনা। এলোমেলো জীবনটাকেই উপভোগ করি আমি 🤍

4 months ago | [YT] | 0

Shaan 459

আমার চলে যাওয়ায় কষ্ট পাও তুমি..
ফিরে আসাতে কেন ভালোবাসা পাই নাহ আমি 😞💔(রানী)

6 months ago | [YT] | 0

Shaan 459

কাল বৈশাখী ঝড়ের আগে!!

6 months ago | [YT] | 0

Shaan 459

যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে তুমি শুধুই বিকল্প, অথচ তারা তোমার সবকিছু ছিল, তখন এত কঠিন হয়ে যায় যে, আমার ভালোবাসা, তুমি কি জানো এটা তোমার জন্য আর কিছুই নয়? অনেক কথাই বলার ছিলো বলা হলো নাহ কারণ তোমার সময়ের মূল্য সমতূল্য দেওয়ার মতোন দৃশ্যমান কিছুই আমার হাতে নেই! তোমার জন্য শুভকামনা সবসময় ভালো থেকো যে আমার জীবনের সবচেয়ে বাজে একাকিত্ব সময়ের কাছের মানুষ হিসাবে আমাকে ট্রিট করে মায়ার চাদরে ঢেকে রেখেছিলে।🙏 চিরকৃতজ্ঞ তোমার প্রতি এই আমাকে একটা পথ দেখানোর জন্য হয়তো আল্লাহ চাইলে তোমার দেখানো রাস্তার কোন একমোড়ে আমি আমার পথ প্রদর্শকের দেখা পেতেও পারি! সুস্থ থাকো খুশি থাকো মন থেকে 💐

7 months ago | [YT] | 0

Shaan 459

জর্জ অরওয়েল একবার বলেছিলেন:
"সবচেয়ে ভয়ানক একাকীত্ব সেই নয় যা একা থাকার কারণে আসে, বরং সেই যা আসে ভুল বোঝাবুঝির কারণে; সেই একাকীত্ব যেখানে তুমি ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছো, চারপাশে মানুষে ঘেরা, অথচ কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে শোনে না, কেউ তোমার প্রকৃত সত্তাকে চিনতে পারে না। আর সেই একাকীত্বের মাঝে, মনে হয় তুমি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছো, পেছনের ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছো, যতক্ষণ না তুমি শুধুই একটা ছায়া হয়ে যাও, তোমার আগের সত্তার ক্ষীণ প্রতিচ্ছবি মাত্র।"

এটা সেই আত্মার গভীরে পৌঁছে যাওয়া একাকীত্ব, যখন তুমি বন্ধু, পরিবার, সহকর্মীদের মাঝে থেকেও সম্পূর্ণ অদৃশ্য বোধ করো। তুমি হাসো, মাথা নাড়াও, স্বাভাবিক আচরণ করো, কিন্তু ভেতরে একরকম বিচ্ছিন্নতা অনুভব করো যা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হয়, কেউ তোমাকে সত্যিকার অর্থে বোঝে না, তোমার মনের গভীরতম অংশগুলো যেন অদৃশ্য থেকে যায়, আর বাইরের পৃথিবী শুধুমাত্র তোমার সেই রূপটাকেই দেখে, যা তাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য।

এই একাকীত্বের যন্ত্রণাটা বেশি তীব্র, কারণ এটা কেবল মানুষের অভাব নয়, বরং সংযোগের অভাব। তুমি চাও কেউ তোমাকে সত্যিকার অর্থে দেখুক—তোমার আত্মার ভাষা, তোমার স্বকীয়তা, তোমার স্বপ্ন, তোমার হৃদয়ের জটিলতাগুলো বোঝুক। কিন্তু যখন ভুল বোঝাবুঝি তৈরি হয়, তখন মনে হয় তোমার ভেতরের জগৎ আর বাইরের বাস্তবতার মাঝে এক গভীর ফাঁক তৈরি হয়েছে। যেন তুমি কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছো, আশায় তাকিয়ে যে কেউ তোমাকে সত্যিকারের চোখে দেখবে, কিন্তু তারা তোমার পাশ দিয়ে তাকিয়ে চলে যায়।

এই অনুভূতির মাঝে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো—তুমি কি বদলে যাবে? তুমি কি নিজেকে এমনভাবে গড়বে, যাতে অন্যদের কাছে গ্রহণযোগ্য হও? কিন্তু এমন করলেও একাকীত্ব দূর হয় না, বরং আরও বেড়ে যায়। কারণ সত্যিকার কষ্টটা হলো ধীরে ধীরে নিজের প্রকৃত অস্তিত্বকে ম্লান করে ফেলা, কেবলমাত্র মানিয়ে নেওয়ার জন্য। তুমি একটা ছায়ায় পরিণত হও, এক নীরব উপস্থিতি, অপেক্ষা করো কেউ সত্যিকার অর্থে তোমাকে বুঝবে এই আশায়।

এই একাকীত্বের যন্ত্রণাটা শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং বোঝা ও স্বীকৃত হওয়ার আকাঙ্ক্ষা। কেউ তোমার অসম্পূর্ণতাগুলো দেখবে, তোমার জটিলতাগুলো বুঝবে, এবং বলবে—"আমি তোমাকে দেখি, আমি বুঝি, আমি তোমার পাশে আছি।" তুমি চাও কেউ তোমার হৃদয়ের নীরবতম আকুতি শুনুক, তোমার আত্মার গভীরতা অনুভব করুক—বিনা বিচার, বিনা শর্তে।

তবে, এই নিঃসঙ্গতার মাঝেও এক ধরনের শক্তি আছে। এই ভুল বোঝাবুঝির মধ্যে নিজেকে ধরে রাখার সাহস আছে। নিজের আলোকে টিকিয়ে রাখার সংকল্প আছে, যেন বাইরের দৃষ্টিভঙ্গি তোমার ভেতরের আগুন নিভিয়ে না দেয়। হয়তো তুমি নিজেকে অদৃশ্য ভাবো, কিন্তু তোমার স্বকীয়তা, তোমার জটিলতা—এটাই তোমাকে অসাধারণ করে তোলে। কোথাও, কেউ সেটার মূল্য দেবে। আর ততক্ষণ পর্যন্ত, তুমি নিজেই নিজের মূল্য দাও।

কখনো কখনো, এই ভুল বোঝাবুঝির পথ পেরিয়ে যাওয়ার মাঝেই তুমি নিজেকে নতুন করে বুঝতে শেখো। তুমি শেখো কিভাবে একাকীত্বকে গ্রহণ করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, এমনকি যখন বিশ্ব তোমার জন্য প্রস্তুত নয়। এই যাত্রা তোমাকে শেখায় কীভাবে নিজের সঙ্গেই শান্তি খুঁজে নিতে হয়, কীভাবে নিজের অবহেলিত অংশগুলোকে আলিঙ্গন করতে হয়। আর সময়ের সাথে সাথে, তুমি আবিষ্কার করবে—তোমার জন্য যাদের প্রকৃত সংযোগ থাকা উচিত, তারা ঠিক সময়ে তোমাকে খুঁজে নেবে।

তাই, ধরে থাকো। নিজের সত্যিকারের অস্তিত্বকে জিইয়ে রাখো। ছায়ায় পরিণত হয়ো না, বরং নিজেকে আলোতে রাখো, যদিও তার মানে একা দাঁড়িয়ে থাকা। কারণ তোমার প্রকৃত সত্তা উদযাপিত হওয়ার যোগ্য। আর যখন তোমার মানুষ—যারা তোমাকে সত্যিকারের বোঝে—তোমার কাছে আসবে, তখন এই নিঃসঙ্গতা ধীরে ধীরে মিলিয়ে যাবে। তুমি বুঝবে, তোমার স্বকীয়তা কখনোই হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং জ্বলজ্বল করার জন্যই ছিল।

---

"তোমার জন্য সত্যিকার অর্থে বোঝা ও অনুভূত হওয়া মানে কী?"

সংগৃহীত।

9 months ago | [YT] | 0

Shaan 459

জীবনে বয়ে চলা প্রতিটি মূহুর্তই অমূল্য সম্পদ
যা এই দুনিয়ার কোনকিছু দিয়ে যা গত হয়েছে
তা ফেরত ও আপনার হারামটাকায় কাটানো বিলাসী সময়টুকুর আনন্দ ও ধরে রাখতে পারবেন নাহ!
এই অমূল্য সম্পদ দানকারী সেই মহান আল্লাহুর শুকরিয়া আদায় সবার আগে করার কথা থাকলেও আপনি আপনার চাকরির চেয়ারের ক্ষমতার লোভের কাছে হেরে গিয়ে অহংকারী হয়ে উঠলেন যেন অন্যের ক্ষতি করতে পারলেই তৃপ্ত হন ! আপনি আসলে ক্ষতি করেন মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে প্রিয় বান্দা যারা নিরীহ যাদের নেই কোন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা,নেই কোন পলিটিক্যাল পাওয়ার এইসব লোকদের জন্য আপনি বিপদ এর কারণ হয়ে দাড়াচ্ছেন?
আল্লাহ বলেছেন যে, সেই হচ্ছে প্রকৃত মোমিন মুসলমান যার কথা এবং কাজ অন্য মোমিন মুসলমানের বিপদের কারণ হবে নাহ! এবং তারা একেঅপরকে বিপদে সাহায্য করে 🥰🇧🇩
আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 🤲

1 year ago | [YT] | 0