জীবনে বয়ে চলা প্রতিটি মূহুর্তই অমূল্য সম্পদ যা এই দুনিয়ার কোনকিছু দিয়ে যা গত হয়েছে তা ফেরত ও আপনার হারামটাকায় কাটানো বিলাসী সময়টুকুর আনন্দ ও ধরে রাখতে পারবেন নাহ! এই অমূল্য সম্পদ দানকারী সেই মহান আল্লাহুর শুকরিয়া আদায় সবার আগে করার কথা থাকলেও আপনি আপনার চাকরির চেয়ারের ক্ষমতার লোভের কাছে হেরে গিয়ে অহংকারী হয়ে উঠলেন যেন অন্যের ক্ষতি করতে পারলেই তৃপ্ত হন ! আপনি আসলে ক্ষতি করেন মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে প্রিয় বান্দা যারা নিরীহ যাদের নেই কোন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা,নেই কোন পলিটিক্যাল পাওয়ার এইসব লোকদের জন্য আপনি বিপদ এর কারণ হয়ে দাড়াচ্ছেন? আল্লাহ বলেছেন যে, সেই হচ্ছে প্রকৃত মোমিন মুসলমান যার কথা এবং কাজ অন্য মোমিন মুসলমানের বিপদের কারণ হবে নাহ! এবং তারা একেঅপরকে বিপদে সাহায্য করে 🥰🇧🇩 আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 🤲
Shaan 459
জীবনে বয়ে চলা প্রতিটি মূহুর্তই অমূল্য সম্পদ
যা এই দুনিয়ার কোনকিছু দিয়ে যা গত হয়েছে
তা ফেরত ও আপনার হারামটাকায় কাটানো বিলাসী সময়টুকুর আনন্দ ও ধরে রাখতে পারবেন নাহ!
এই অমূল্য সম্পদ দানকারী সেই মহান আল্লাহুর শুকরিয়া আদায় সবার আগে করার কথা থাকলেও আপনি আপনার চাকরির চেয়ারের ক্ষমতার লোভের কাছে হেরে গিয়ে অহংকারী হয়ে উঠলেন যেন অন্যের ক্ষতি করতে পারলেই তৃপ্ত হন ! আপনি আসলে ক্ষতি করেন মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে প্রিয় বান্দা যারা নিরীহ যাদের নেই কোন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা,নেই কোন পলিটিক্যাল পাওয়ার এইসব লোকদের জন্য আপনি বিপদ এর কারণ হয়ে দাড়াচ্ছেন?
আল্লাহ বলেছেন যে, সেই হচ্ছে প্রকৃত মোমিন মুসলমান যার কথা এবং কাজ অন্য মোমিন মুসলমানের বিপদের কারণ হবে নাহ! এবং তারা একেঅপরকে বিপদে সাহায্য করে 🥰🇧🇩
আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 🤲
1 year ago | [YT] | 0