আমার নাম জান্নাত। আমার চ্যানেলের নাম (Golpo Tone)
আমার বাড়ি নোয়াখালী।

আমি একজন গল্প প্রেমিক। গল্প শুনতে যেমন ভালোবাসি। তেমনই গল্প বলতেও ভালোবাসি। আমার গল্প বলার ধরন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্য আমার পাশে থাকবেন। কোন ভুল ত্রুটি হলে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন 🥰🥰


Golpo Tone

Allhamdulillah অবশেষে আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র  ‪@MaheanAhmed2.0‬ ভাইয়ার জন্য। 🥰🥰🥰
সকাল সকাল খবরটা পেয়ে অনেক ভালো লেগেছে। ❤️❤️

সত্যি ভাইয়া অনেক ভালো মনের মানুষ। এই সার্থকের দুনিয়ায় ভাইয়া নিঃস্বার্থক ভাবে কাজটা করে দিয়েছে। তোমরা ভাইয়ার জন্য দোয়া করবা।🥰🥰🥰

আমার জন্য যারা যারা দোয়া করেছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা পাশে আছো বলেই আবার তোমাদের কাছে চলে আসতে পেরেছি। এভাবেই সব সময় পাসে থেকো।❤️❤️❤️❤️

17 hours ago (edited) | [YT] | 272

Golpo Tone

আমি এখন কোন গল্প দিতে পারব না। ৭ দিনের মধ্যে যদি আমার চ্যানেল ঠিক না হয়। চ্যানেলটা চলে যাবে,,
রিদ মায়ার প্রেম গাঁথা এই গল্পটা যে লিখিকা উনার থেকে কারা যেন এই গল্পটা কিনে নিয়েছে তারাই আমাদের চ্যানেলে স্ট্রেক দিয়েছে। এইজন্য এখন আর গল্প দিতে পারব না যদি চ্যানেল ঠিক হয় পরে গল্প দিব। তাই সবাই দোয়া করো যাতে চ্যানেলটা ঠিক হয়ে যায়। রিদ মায়ার প্রেম গাঁথা এই গল্পটা আমি আমার ফেসবুক পেজে দিচ্ছি। যারা শুনতে চাও ওখান থেকে শুনে নিও। ইউটিউবে আমি আর দিব না। এটা দেওয়ার পারমিশন নাই।

তবে আশাকরি আমার প্রিয় আপুরা সবাই আমার পাশে থাকবে। চ্যানেলটা চলে গেলে সত্যি অনেক কষ্ট পাবো। তোমরা আমার আরেকটা চ্যানেল যেটা আছে ওটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ( Golpo Tone By Jannat ) ওটাতে আমি পরে ভিডিও ছাড়বো আপাতত এখন কোন ভিডিও দিবো না।

সবাই আমার জন্য দোয়া কইরো এই টেনসনে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি 😔😔।

4 days ago | [YT] | 291

Golpo Tone

যারা আমাকে ভালোবাসো শুধু তাদের জন্য বলছি আমার চ্যানেল যদি চলে যায়। তোমরা আমার আরেকটা চ্যানেল আছে ওটাতে আমাকে পাবে Golpo Tone By Jannat এই চ্যানেলটাতে সবাই থাইকো। আর যাদের ফেসবুক আছে তারা Golpo Tone page এটাতে আমাকে পাবা। এটাতে আমি বাকিগুলো ছাড়বো।

6 days ago | [YT] | 469

Golpo Tone

Plz pray for me.. 😔😔😔 রিদ মায়ার প্রেম গাঁথা এই গল্পটার জন্য আমার চ্যানেলে কপিরাইট আসছে। সাত দিনের মধ্যে যদি কপিরাইট না যায় তাহলে আমার এই চ্যানেল চলে যাবে। প্লিজ সবাই দোয়া করো যাতে আমার চ্যানেলটা না যায়। তোমাদের রিকোয়েস্টের ভিডিও গুলো দিতে যেয়ে আজ এই অবস্থা। 😔😔😔

6 days ago | [YT] | 414

Golpo Tone

আমার প্রিয় আপুরা আমি দুঃখিত আজকে কোন গল্প দিতে পারব না। আমার শরীরটা ভালো নেই। আর এই গল্পটা তিন-চারটা পর্ব আছে শেষ করে দিব।

রানিং গল্পটা শেষ হলে ( আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ টা দিব ) এটা কিন্তু সালমা আপুরনা। আপু এখনো ছারে নি

সবাই এটার জন্য পাগল বানাই ফেলতেছো। এতদিন আমি দিইনি কারণ এটা সালমা আপুর লেখা না তাই। তোমরা যেহেতু অনেক রিকোয়েস্ট করেছ তোমাদের জন্য দিবো। আর অন্য গল্প গুলো অনেক বড় যেটা আমার পক্ষে শেষ করা সম্ভব হবে না। তাই আমি ভেবেছি এই গল্পটা শেষ করে দিব। তোমরা খুশি তো। আর আমি ঠিকমত কারো রিপ্লাই দিতে পারছি না তাই কেউ রাগ করোনা।

2 weeks ago (edited) | [YT] | 853

Golpo Tone

আমাকে তোমরা যে কোন একটা গল্পের নাম বল যেটা এখনো তোমরা কেউ শোননি। রিদ মায়ার প্রেমগাঁথা উপন্যাসটা শেষ করে ফেলবো দ্রুত। পরে আর একটা গল্প দিবো তোমরা গল্পের নাম বলতে থাকো যে গল্পটার নাম বেশি আসবে ওই গল্পটাই দিব।

কারণ এই মুহূর্তে অনেক গল্প দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই যে কোন একটা ছোট গল্প দিও বেশি বড় দিও না কারণ আমি শেষ করতে পারবো না।

2 weeks ago | [YT] | 655

Golpo Tone

আমি অনেক দুঃখিত আজকের ভিডিও ডাউনলোড করতে যেয়ে গ্যালারি থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আবার নতুন করে ভিডিও তৈরি করতে হবে মনটা অনেক খারাপ হয়ে গেছে 🥺🥺। তাই আজকে আর গল্প দিতে পারব না 🥺🥺

4 weeks ago | [YT] | 795

Golpo Tone

Shorilta beshi valo na tai golpo dite parbo na apura kew opekkha koro na klk dewar chesta korbo.... Kew rag koro na... Plz😌😌

1 month ago | [YT] | 283

Golpo Tone

আজকে আমার মেয়ের স্কুলে জেনারেটর এই রুমে আগুন লেগেছে ভাগ্য ভালো ওদের ছুটি হয়ে গেছিল। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। সত্যি অনেক ভয় পেয়ে গেছি। দোয়া কর আল্লাহ যাতে সবাইকে রক্ষা করে। 🤲🤲

1 month ago | [YT] | 543

Golpo Tone

প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা কথা জানাবো। ভেবেছি আরো পরে জানাবো কিন্তু অনেকেই আসলে বুঝতে পারছ না এজন্য ভাবছি এখনই জানিয়ে দি।

এখানে জারা আমার পুরাতন ভিউয়ার্সরা আছে তারা অবশ্যই জানে যে আমি কখনোই গল্প মিস করতাম না। বাট আমি এখন কেন দিতে পারছি না এটা অনেক আপুই জানে। তাই তারা যথেষ্ট সাপোর্ট করে আমায়। আর এখানে আমার অনেক আপুরাই আছো যে যারা আমাকে বুঝ আর অনেক সাপোর্ট কর। আমি তোমাদের সবাইকে বলেছি আমি বিবাহিত। আমার ছোট একটা বেবি আছে। আর এখন আবার নতুন অতিথি আসতে চলেছে। যার কারণে আমার শরীরলটাও বেশি ভালো না। আমি তো ভেবেছিলাম গল্প দেওয়াই বন্ধ করে দিব। কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এখন পর্যন্ত গল্প দিয়ে যাচ্ছি। এই সময় একটা মায়ের শরীলে কি পরিমান ধকল যায় যারা মা হয়েছে তারাই শুধু বুঝতে পারবে।

আর আমি জানি এখানে যত আপুরা আছো সবাই অনেক ছোট। আমি বুঝি তোমরা আমার থেকে গল্প আশা করো। কিন্তু কি বলবো বলো এই পরিস্থিতিতে গল্প দেওয়াটা আমার পক্ষে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাও তোমাদের জন্য আমি গল্প বলে যাচ্ছি। কারণ নতুন অতিথি আসলে পরে কিন্তু আমি আর গল্প বলতে পারবো না। আমিও কিন্তু গল্প প্রেমী মানুষ। নিজেও পছন্দ করি সোনাতেও পছন্দ করি। তাই হাজার কষ্টেও এখন তোমাদেরকে গল্প শুনাচ্ছি। তাই আমার উপর রাগ না করে সবাই আমার জন্য আর আমার বেবির জন্য দোয়া কর।জেন দুজনই সুস্থ থাকি।

সংসার বাচ্চা নিজে অসুস্থ সবমিলিয়ে তারপরও তোমাদের জন্য গল্প বলি। ভেবেছিলাম এখন তোমাদেরকে কিছু জানাবো না। বাট অনেকেই বুঝতে পারছ না যে আমি কেন গল্প দিতে দেরি করি বা কেন দুইটা করে গল্প দিচ্ছি না এইজন্য বলে দিলাম। তাই কেউ আমার উপর রাগ করবে না প্লিজ। এইজন্য তোমাদেরকে এতদিন বলেছি আমি অসুস্থ।

আমি বুঝি তোমরা আমার গল্প শুনতে পছন্দ কর। কিন্তু কি করবো বলো,, আগে আমি দুইটা করে পর্ব দিয়েছি বাট এখন তো আমার পক্ষে সম্ভব না। তাই আমার দিকটা তোমরা একটু বুইঝ।আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে বুঝবে আর সাপোর্ট করবে।

আর সবার শেষে বলব আমার জন্য আমার বেবির জন্য সবাই দোয়া করো। 🥰🥰

1 month ago | [YT] | 399