Golpo Tone

প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা কথা জানাবো। ভেবেছি আরো পরে জানাবো কিন্তু অনেকেই আসলে বুঝতে পারছ না এজন্য ভাবছি এখনই জানিয়ে দি।

এখানে জারা আমার পুরাতন ভিউয়ার্সরা আছে তারা অবশ্যই জানে যে আমি কখনোই গল্প মিস করতাম না। বাট আমি এখন কেন দিতে পারছি না এটা অনেক আপুই জানে। তাই তারা যথেষ্ট সাপোর্ট করে আমায়। আর এখানে আমার অনেক আপুরাই আছো যে যারা আমাকে বুঝ আর অনেক সাপোর্ট কর। আমি তোমাদের সবাইকে বলেছি আমি বিবাহিত। আমার ছোট একটা বেবি আছে। আর এখন আবার নতুন অতিথি আসতে চলেছে। যার কারণে আমার শরীরলটাও বেশি ভালো না। আমি তো ভেবেছিলাম গল্প দেওয়াই বন্ধ করে দিব। কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এখন পর্যন্ত গল্প দিয়ে যাচ্ছি। এই সময় একটা মায়ের শরীলে কি পরিমান ধকল যায় যারা মা হয়েছে তারাই শুধু বুঝতে পারবে।

আর আমি জানি এখানে যত আপুরা আছো সবাই অনেক ছোট। আমি বুঝি তোমরা আমার থেকে গল্প আশা করো। কিন্তু কি বলবো বলো এই পরিস্থিতিতে গল্প দেওয়াটা আমার পক্ষে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাও তোমাদের জন্য আমি গল্প বলে যাচ্ছি। কারণ নতুন অতিথি আসলে পরে কিন্তু আমি আর গল্প বলতে পারবো না। আমিও কিন্তু গল্প প্রেমী মানুষ। নিজেও পছন্দ করি সোনাতেও পছন্দ করি। তাই হাজার কষ্টেও এখন তোমাদেরকে গল্প শুনাচ্ছি। তাই আমার উপর রাগ না করে সবাই আমার জন্য আর আমার বেবির জন্য দোয়া কর।জেন দুজনই সুস্থ থাকি।

সংসার বাচ্চা নিজে অসুস্থ সবমিলিয়ে তারপরও তোমাদের জন্য গল্প বলি। ভেবেছিলাম এখন তোমাদেরকে কিছু জানাবো না। বাট অনেকেই বুঝতে পারছ না যে আমি কেন গল্প দিতে দেরি করি বা কেন দুইটা করে গল্প দিচ্ছি না এইজন্য বলে দিলাম। তাই কেউ আমার উপর রাগ করবে না প্লিজ। এইজন্য তোমাদেরকে এতদিন বলেছি আমি অসুস্থ।

আমি বুঝি তোমরা আমার গল্প শুনতে পছন্দ কর। কিন্তু কি করবো বলো,, আগে আমি দুইটা করে পর্ব দিয়েছি বাট এখন তো আমার পক্ষে সম্ভব না। তাই আমার দিকটা তোমরা একটু বুইঝ।আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে বুঝবে আর সাপোর্ট করবে।

আর সবার শেষে বলব আমার জন্য আমার বেবির জন্য সবাই দোয়া করো। 🥰🥰

1 month ago | [YT] | 403