বাঙালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি একে অপরের পরিপূরক। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তির কিংবদন্তি থাকলেও বাংলা ভাষাবিদরা বিশ্বাস করেন, বাংলা মাগধী প্রাকৃত এবং পালির মতো ইন্দো-আর্য ভাষা থেকে এসেছে।

বাংলা ভাষায় কথা বলার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয় বাংলাদেশের ঢাকাতে। সেই আন্দোলনে শহীদ হন রফিক, শফিক, জব্বারসহ অনেকে। বাঙালি ফিরে পায় তার মাতৃভাষাকে। বাংলা ভাষার জন্য আত্মবলীদান দেওয়ায় ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

বর্তমান বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষাভাষীদের বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপূজা, ঈদ, বড়দিন, বৌদ্ধপূর্ণিমা ইত্যাদি। ‘বাংলার গান’ চ্যানেলে এইসব পার্বণ নিয়ে থাকছে বিশেষ গানের আয়োজন। থাকছে সুখ, দুঃখ, ভালোবাসা, বিরহ, রাজনীতি ও সমসাময়িক বিষয়ের ওপর গান। আমি তুষার কান্তি সরকার গানের কথা লিখছি ও সঙ্গীতায়োজন করছি। আশা করছি সবাই পাশে থাকবেন।

ধন্যবাদান্তে
তুষার কান্তি সরকার

banglargaantks@gmail.com