জীবনকে আজ ভয় করতে শুরু করেছে মৃত্যু তুমি এমন অতর্কিতে এসে ছিনিয়ে নিলে শতাধিক প্রাণ? আহমেদাবাদের আকাশ ঢাকলে নিকষ কালো ধোঁয়ায় যাত্রীদের যেন ছিলো এক হাসিমুখের মৃত্যুরই অভিযান শিশুরা বুঝলোই না যে তাদের এই ক্ষুদ্র জীবন শুরুর আগেই শেষ বাকিদের হলো স্বপ্ন পুড়ে ছাই বেঁচে থাকাই কেমন কঠিন লাগছে আজ মৃত্যু তুমি সত্যি জানি , তবুও এ তোমার ভারী ভয়ানক অগ্নিরূপী সাজ কেড়ে নিলে নিরপরাধ শত শত প্রাণ !!
আর নাই বা হলো কথা নাই বা হলো আবার ফিরে দেখা প্রথম আলাপের , সহজ স্বভাবের সেই পুরনো তুমি টা চিরকাল থেকো প্রাণের কাছে, ভুলিয়ে স্মৃতি ব্যাথা তুমি আসলে এখনো জানো নি, তুমি ছাড়াও , সেই তুমিই আমার একাকী মনের ----- শত গোপন না বলা কথা -- তুমিই না বলা কথা !!
যদি আবারো ভুল পথে যাই? যদি আবারো কারে মন দিই? যদি আবারো কারে ভালোবাসি? তবে আবারো হৃদয় ভাঙার খেলায় নিত্য কেবল টুকরো টুকরো হই ----
এখন তাই নিজেকে ব্যস্ত রাখি নিজেকে গুছিয়ে রাখি নিজেকে সাজিয়ে রাখি নিজেকেই নিজের মধ্যে লুকিয়ে প্রতিদিন নিজের কাছে নিজেই একলা হতে শিখি এখন একটু একটু করে দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকি এখন দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকি!!
সুমনার কবিতা
#মৃত্যুর_অগ্নিরূপী_ভয়ানক_সাজ
কলমে ✍️ - সুমনা
______________________________
জীবনকে আজ ভয় করতে শুরু করেছে
মৃত্যু তুমি এমন অতর্কিতে এসে ছিনিয়ে নিলে শতাধিক প্রাণ?
আহমেদাবাদের আকাশ ঢাকলে নিকষ কালো ধোঁয়ায়
যাত্রীদের যেন ছিলো এক হাসিমুখের মৃত্যুরই অভিযান
শিশুরা বুঝলোই না যে তাদের এই
ক্ষুদ্র জীবন শুরুর আগেই শেষ
বাকিদের হলো স্বপ্ন পুড়ে ছাই
বেঁচে থাকাই কেমন কঠিন লাগছে আজ
মৃত্যু তুমি সত্যি জানি ,
তবুও এ তোমার ভারী ভয়ানক অগ্নিরূপী সাজ
কেড়ে নিলে নিরপরাধ শত শত প্রাণ !!
#AhmedabadPlaneCrash #AirIndiaflight
2 months ago | [YT] | 4
View 4 replies
সুমনার কবিতা
#স্বাধীনতা
✍️সুমনা
___________
স্বাধীনতা তোমায় কোথায় খুঁজি?
ভালোবাসায় না বিচ্ছেদে?
স্বাধীনতা তোমায় কোথায় রাখি?
কলঙ্কে না মুকুটে?
স্বাধীনতা তুমি কার বলো তো?
ধনীদের না গরীবের?
স্বাধীনতা তুমি কোথায় বাঁচো?
বাস্তবে না রাজনীতিতে?
আমরা স্বাধীন , আমরা স্বাধীন
চেঁচিয়ে করি বাজিমাত
স্বাধীনতা তোমায় খুঁজছি আজও
স্বাধীনতা , তুমি কি হতে পারো না সবার?
______________________
2 years ago | [YT] | 15
View 33 replies
সুমনার কবিতা
#তুমি_না_বলা_কথা
কলমে - সুমনা
___________________
আর নাই বা হলো কথা
নাই বা হলো আবার ফিরে দেখা
প্রথম আলাপের , সহজ স্বভাবের
সেই পুরনো তুমি টা
চিরকাল থেকো প্রাণের কাছে, ভুলিয়ে স্মৃতি ব্যাথা
তুমি আসলে এখনো জানো নি,
তুমি ছাড়াও , সেই তুমিই আমার
একাকী মনের -----
শত গোপন না বলা কথা --
তুমিই না বলা কথা !!
____________________
2 years ago | [YT] | 7
View 14 replies
সুমনার কবিতা
#যোগের_ভয়ঙ্কর_সুফল_কুফল
কলমে - সুমনা
____________________________
অভিযোগের নীচে খুনসুটি বসিয়ে যোগ করলে
সম্পর্ক কেমন
টক - ঝাল - মিষ্টি হয়ে যায়
কিন্ত একইভাবে ,
অভিযোগের নীচে রিভেঞ্জ বসিয়ে যোগ করে দেখুন
সম্পর্ক টা ভীমরি খেয়ে পড়ে,
আর একটা গোটা রসগোল্লা ফেলে রেখে পালায় --!
Boss --- বেশ বুঝেছি
সম্পর্ক বিশাল জটিল বিষয়
মন রেখে না চললেই
জীবন থেকে ফসকে যায় !!
_________________________
2 years ago | [YT] | 8
View 8 replies
সুমনার কবিতা
নতুন বছর আনুক ভালো থাকার ভাষা
সহজ হোক জীবনের কঠিন পথ চলা!! (সুমনা)
সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি - শুভেচ্ছা - শুভকামনা ও অফুরান ভালোবাসা!!
2 years ago | [YT] | 10
View 14 replies
সুমনার কবিতা
আজ ২১ শে মার্চ -- বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা জানাই সকল বাচিক শিল্পী তথা কবিতা শুনতে আগ্রহী সকল শ্রোতা বন্ধুদের! ❤️❤️❤️
https://youtu.be/TbYEhLS_ARM
2 years ago | [YT] | 6
View 5 replies
সুমনার কবিতা
মহান মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ❤️❤️
https://youtu.be/pXzlB2J60yE
2 years ago | [YT] | 2
View 3 replies
সুমনার কবিতা
বীর বিপ্লবী নেতাজী তোমার জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🇮🇳🇮🇳
https://youtu.be/J-nGsMtmsRI
2 years ago | [YT] | 2
View 6 replies
সুমনার কবিতা
শুভ বড়দিনের শুভেচ্ছা সকল বন্ধুকে ❤️
Happy Merry Christmas ❤️
এই কবিতা টা আরও একবার শুনতে পারেন 🙏
https://youtu.be/5HuAf47TdjE
2 years ago | [YT] | 2
View 12 replies
সুমনার কবিতা
#দূরত্ব_বাড়িয়ে_দূরে_দূরে_থাকি
#সুমনা
_____________________________
যদি আবারো ভুল পথে যাই?
যদি আবারো কারে মন দিই?
যদি আবারো কারে ভালোবাসি?
তবে আবারো হৃদয় ভাঙার খেলায়
নিত্য কেবল টুকরো টুকরো হই ----
এখন তাই নিজেকে ব্যস্ত রাখি
নিজেকে গুছিয়ে রাখি
নিজেকে সাজিয়ে রাখি
নিজেকেই নিজের মধ্যে লুকিয়ে
প্রতিদিন নিজের কাছে নিজেই একলা হতে শিখি
এখন একটু একটু করে দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকি
এখন দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকি!!
--------------------------
2 years ago (edited) | [YT] | 9
View 16 replies
Load more