সুমনার কবিতা

#তুমি_না_বলা_কথা

কলমে - সুমনা
___________________

আর নাই বা হলো কথা
নাই বা হলো আবার ফিরে দেখা
প্রথম আলাপের , সহজ স্বভাবের
সেই পুরনো তুমি টা
চিরকাল থেকো প্রাণের কাছে, ভুলিয়ে স্মৃতি ব্যাথা
তুমি আসলে এখনো জানো নি,
তুমি ছাড়াও , সেই তুমিই আমার
একাকী মনের -----
শত গোপন না বলা কথা --
তুমিই না বলা কথা !!

____________________

1 year ago | [YT] | 7