@ArpitaActivity2.0

আমি অর্পিতা ঘোষ । আমি সবেমাত্র(২০২৪) গণজ্ঞাপন বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে । খুব সাধারন পরিবারের মেয়ে। হাতের কাজ, যেকোনো জিনিসের পুনর্ব্যবহার , নাচ , গান, আবৃত্তি প্রভৃতি বিষয়ে আমার একটু আগ্রহ আছে। আমার কিছু ভালো লাগার কাজ এবং পরিবারের সাথে কাটানো ভালো খারাপ মুহূর্ত গুলোই সকলের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি । নির্দিষ্ট কোনো একটি বিষয়ের উপরে আমি ভিডিও বানাই না। প্রতিদিন নিত্য নতুন কিছু আমার ভিডিও তে থাকে, তবে সেইগুলো অবশ্যই সমসাময়িক বিষয়বস্তুর ভিত্তিতে নির্মিত। মূলত বিনোদন দেওয়া এবং কিছু ছোট ছোট টিপস্ সকলের সাথে ভাগ করে নেওয়াই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য । কোনো জাতি, ধর্ম বা বর্ণ কে আঘাত করে এমন বিষয় বস্তু গুলি কে আমি ভিডিও তে অন্তর্ভুক্ত করিনা ।যদি আমার কনটেন্ট গুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 🥰 ধন্যবাদ 🙏❤️