𝐏𝐡𝐚𝐫𝐦𝐚𝐜𝐢𝐬𝐭𝐁𝐡𝐚𝐢

আসসালামু আলাইকুম। আমরা ফার্মাসিস্ট ভাই (PharmacistBhai) চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ধরনের ওষুধ বা ড্রাগ সম্পর্কে প্রাথমিক ধারণা, কার্যকারিতা, সেবনের নিয়মাবলী, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করে থাকি এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রাথমিক ধারণা দিয়ে থাকি।

একটি ওষুধের যে সব বিষয়ে গুলি নিয়ে আলোচনা করা হয়.

১. ঔষধটির নাম
২. ঔষটির ব্যাবহার ও কাজ
৩. খাওয়ার নিয়ম
৪. পার্শ্বপ্রতিক্রিয়া সহ প্রয়োজনীয় তথ্যাবলী।

Disclaimer:

এই চ্যানেলটির মাধ্যমে আমরা ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আমরা আপনাকে কোন প্রকার ওষুধ সেবন করার পরামর্শও দেই না। আমরা কেবল আপনাকে ওষুধ বা ড্রাগ সম্পর্কে প্রাথমিক ধারণা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শের মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছি।

এই চ্যানেলের ভিডিওর উপর ভিত্তি করে যদি কোনে চিকিৎসা আপনি নিজে নিজে করে থাকেন ,এবং তাতে কোন ধরনের সমস্যা হলে আমরা দায়ি থাকব নাহ।

বিদ্রঃ অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ মত ওষুধ সেবন করবেন।

যোগাযোগ : pharmacistbhai@gmail.com


𝒫𝒽𝒶𝓇𝓂𝒶𝒸𝒾𝓈𝓉𝐵𝒽𝒶𝒾