First Glance — “দেখো নতুনভাবে, প্রথমবারের মতো!”

এই চ্যানেলে আমরা নিয়ে আসি জীবনের প্রথমবারের অভিজ্ঞতা, নতুন কিছু দেখার বিস্ময় আর আবিষ্কারের আনন্দ। চেনা জগৎকে দেখার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা তুলে ধরি এমন সব মুহূর্ত, যা হয়ত আগে কখনো দেখোনি, বা কখনো ভেবে দেখোনি।

ভ্রমণ, খাবার, সংস্কৃতি, প্রযুক্তি কিংবা সাধারণ মানুষের অসাধারণ গল্প—প্রতিটি কনটেন্টে থাকবে প্রথমবারের চমক। চলো, আমাদের সঙ্গে আবিষ্কার করি নতুন কিছু, প্রতিবারই যেন প্রথমবারের মতো!