@কাব্যঘর

কবিতা আমার অনন্ত নীরবতা
কবিতা আমার আশাবরি ভৈরবী
কবিতা আমার সারাজীবনের ব্যথা
কবিতা আমার প্রিয়তম সংসার ।




youtube.com/@tanushreechatterjee4663


@কাব্যঘর

°′′কেউ ছিল না, আমিই ছিলাম′′°

একটা কথা মনে রেখো—এই দুঃখ, কষ্ট, প্রতিটা রাতের নিঃশব্দ কান্না কিংবা দিনের ক্লান্ত ক্লান্ত বোবা হাহাকার—সবকিছুর সঙ্গেই তোমাকেই লড়তে হবে, একাই।
সমাজ, পরিবার, কিংবা বন্ধুবান্ধব—হয়তো একসময় সহানুভূতির পর্দা টেনে বলবে,
"আমরা আছি তোমার পাশে..."
কিন্তু বাস্তবতা হলো, এই পাশে থাকাটা খুবই ক্ষণিকের, খুবই ঠুনকো।

কেউ সত্যিই বোঝে না তোমার যন্ত্রণার গভীরতা।
তাই প্রতিকূলতা যতই তীব্র হোক না কেন, লড়তে হবে তোমাকেই।
আর শুধু লড়াই নয়, সেই অন্ধকার গলি থেকে আলোয় ফেরার পথটাও খুঁজে বের করতে হবে তোমাকেই।
কারণ, তুমি ছাড়া আর কেউ জানে না—তোমার বেঁচে থাকার কারণটা কতটা জরুরি....

4 months ago | [YT] | 16

@কাব্যঘর

একা হলেই নিজের কাছে নতজানু মানুষ
পূর্ণেন্দু পত্রী

একা হলেই নিজের কাছে নতজানু মানুষ
বরফের মতো, ঘাসের মতো
মোমের মতো গলতে গলতে বলে
—ক্ষমা করো!
আমি পারিনি
খুচরো পয়সার মতো এলোমেলো হয়ে গেছি
গাছ থেকে ঝরে পড়েছি
খাদে,
ফাঁদে,
জঙ্গলে।
দরজা খুঁজে পাইনি রাজবাড়ির
সিঁড়ি খুঁজে পাইনি মন্দিরের
ক্ষমা করো।
আমি পারিনি।

4 months ago | [YT] | 10

@কাব্যঘর

দিব্যি আছি
____ সুনীল গঙ্গোপাধ্যায়

বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষা
কিন্তু খুবই ভালো আছি
এই তো বেশ ঘুরছি ফিরছি
লম্ফঝম্পে দিন পেরুচ্ছি
একটু খোঁচা, একটু ব্যথার টনটনানি
তবু বলবো দিব্যি আছি!

উল্টোপাল্টা ঝড়ের ধাক্কা খেয়েছি ঢের
সে সব হলো আগের জন্মে
যখন তখন আয়ুর খর্চা
আগুন হাতে ফুলের চর্চা
এই সবই তো খালিপেটের দুনিয়াদারি
দু'বার কি হয় মানবজন্মে?

4 months ago | [YT] | 12

@কাব্যঘর

নতুন বছরে আমার সমস্ত বন্ধুদের আন্তরীক প্রীত ও শুভেচ্ছা... সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 🙏🙏❤❤🌹
https://youtu.be/L_1WaaomsPY?si=r9Y0c...

4 months ago | [YT] | 2

@কাব্যঘর

সবাই এর কাছে একটা অনুরোধ সম্পূর্ণ কবিতাটি শুনবেন একটি লাইক দিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
https://youtu.be/Ly8MWVJOYqk?si=doBSz...

5 months ago | [YT] | 2

@কাব্যঘর

"আবার হঠাৎ দেখা হলে রাস্তায়
তুই চলে যাবি পাশ কাটিয়ে আমিও
ফিরিয়ে নেবো মুখ
অথচ দুজনই জানি দুজনের মনে আমরা
দাঁড়িয়ে থাকব ঠায়
তখন মনে পড়বে,কতো ভালোবাসাবাসি
ছিল একদিন আমাদের!"
_____রুদ্র গোস্বামী

5 months ago | [YT] | 18

@কাব্যঘর

আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমার বিশেষ নিবেদন। সবাইকে শোনার অনুরোধ রইলো 🙏🙏
https://youtu.be/jGFxi-G-j_A?si=KTGs9...

6 months ago | [YT] | 9

@কাব্যঘর

জনসংখ্যা যতোই বাড়ছে প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে...

6 months ago | [YT] | 1

@কাব্যঘর

এটি একটি অনুরোধের কবিতা। অনুরোধ করেছেন‪@Poetryloversoul‬
https://youtu.be/OJTB86fPV8k?si=EGSHI...

7 months ago | [YT] | 6

@কাব্যঘর

Happy Republic Day 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
https://youtu.be/G9QesFYYKdY?si=vxkK1...

7 months ago | [YT] | 3