একটা কথা মনে রেখো—এই দুঃখ, কষ্ট, প্রতিটা রাতের নিঃশব্দ কান্না কিংবা দিনের ক্লান্ত ক্লান্ত বোবা হাহাকার—সবকিছুর সঙ্গেই তোমাকেই লড়তে হবে, একাই। সমাজ, পরিবার, কিংবা বন্ধুবান্ধব—হয়তো একসময় সহানুভূতির পর্দা টেনে বলবে, "আমরা আছি তোমার পাশে..." কিন্তু বাস্তবতা হলো, এই পাশে থাকাটা খুবই ক্ষণিকের, খুবই ঠুনকো।
কেউ সত্যিই বোঝে না তোমার যন্ত্রণার গভীরতা। তাই প্রতিকূলতা যতই তীব্র হোক না কেন, লড়তে হবে তোমাকেই। আর শুধু লড়াই নয়, সেই অন্ধকার গলি থেকে আলোয় ফেরার পথটাও খুঁজে বের করতে হবে তোমাকেই। কারণ, তুমি ছাড়া আর কেউ জানে না—তোমার বেঁচে থাকার কারণটা কতটা জরুরি....
@কাব্যঘর
°′′কেউ ছিল না, আমিই ছিলাম′′°
একটা কথা মনে রেখো—এই দুঃখ, কষ্ট, প্রতিটা রাতের নিঃশব্দ কান্না কিংবা দিনের ক্লান্ত ক্লান্ত বোবা হাহাকার—সবকিছুর সঙ্গেই তোমাকেই লড়তে হবে, একাই।
সমাজ, পরিবার, কিংবা বন্ধুবান্ধব—হয়তো একসময় সহানুভূতির পর্দা টেনে বলবে,
"আমরা আছি তোমার পাশে..."
কিন্তু বাস্তবতা হলো, এই পাশে থাকাটা খুবই ক্ষণিকের, খুবই ঠুনকো।
কেউ সত্যিই বোঝে না তোমার যন্ত্রণার গভীরতা।
তাই প্রতিকূলতা যতই তীব্র হোক না কেন, লড়তে হবে তোমাকেই।
আর শুধু লড়াই নয়, সেই অন্ধকার গলি থেকে আলোয় ফেরার পথটাও খুঁজে বের করতে হবে তোমাকেই।
কারণ, তুমি ছাড়া আর কেউ জানে না—তোমার বেঁচে থাকার কারণটা কতটা জরুরি....
4 months ago | [YT] | 16