Corporate Ask is the Pioneer in Resume Writing in Bangladesh. This is the official YouTube channel of Corporate Ask.
This is going to be the biggest Youtube channel on CV Writing in Bangladesh.
Niaz Ahmed (The CV-Engineer) is the founder and CEO of the company. The company provides CV writing, Cover letter writing, bdjobs profile & linkedin profile making service.
Corporate Ask Youtube channel will provide contents on Career Planning & Development, Goal Setting, CV/Resume Writing, bdjobs Profile & Linkedin profile making, Interview & other important job hacks for freshers & experienced person.
Industry Experts will also share their experience & career growth hacks from this channel.
Contacts: Niaz Ahmed, Mobile: (+88) 01975409545 (Official)
Corporate Ask page: www.facebook.com/CorporateAsk
Follow on Facebook page: www.facebook.com/cvniaz
Facebook Profile: www.facebook.com/abeed.niaz/
Follow on Linkedin: www.linkedin.com/in/niaz-ahmed/
Corporate Ask
বিক্রি আশানুরূপ হচ্ছে না? টার্গেট মিস হয়ে যাচ্ছে?
প্রতিদিন অনেক অনেক কাস্টমারের সাথে আলাপ হচ্ছে।
প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে অনেক অনেক কথা বলছেন।
কিন্তু শেষ মুহূর্তে এসে আর ক্লায়েন্ট টাকা দিচ্ছে না।
কেউ বলছে পরে জানাবো।
কেউ বলছে প্রাইজ বেশি।
কাস্টমার আস্থা রাখতে পারে না।
কনফিডেন্স পায় না আমার কথায়।
এর সমাধান কি?
আসলে কোম্পানিগুলো ডিল ক্লোজিং এর ট্রেডিশনাল মেথড ফলো করে আসছে।
দাম কত? কতো হলে দিবেন? কমে কত?
এখানে গিয়েই বিক্রি আটকে যাচ্ছে।
তো বর্তমান সময়ে ডিল ক্লোজিং তো একটা টেকনিকে করলে হবে না, এর অনেক অনেক টেকনিক আছে।
এর ভেতর থেকে বেস্ট ২০টা টেকনিক নিয়ে আমরা একটা ৩ ঘণ্টার জ্যাম প্যাকড ট্রেনিং সেশন আয়োজন করতে যাচ্ছি, আগামী ২৫ ডিসেম্বর।
ট্রেনিং এর ফি আসলে অমূল্য। তবে শুভেচ্ছা মূল্য এবং ইভেন্ট ফি একটা ১৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আসন সংখ্যা মাত্র ১০টা। প্রশিক্ষণ পরিচালনা করবেন "কর্পোরেট আস্ক" এর সিইও নিয়াজ আহমেদ যিনি ৮০ হাজারের উপর সিভি মেকিং এর ডিল ক্লোজ করেছেন। তার কাছ থেকে হাতে কলমে ২০টি পদ্ধতি শিখা, একটা চমৎকার অভিজ্ঞতা হতে যাচ্ছে আমাদের সবার জন্য।
ছুটির দিন বিকেল বেলা নিজের দক্ষতাকে শানিয়ে নিন এবং ২০২৬ সালে বিক্রির জগতে হয়ে উঠুন অপ্রতিরোধ্য।
এখনই বুকিং এর জন্য কল করতে পারেন 01975409545 / 01901359792 নম্বরে।
4 weeks ago | [YT] | 3
View 0 replies
Corporate Ask
🇧🇩 বাংলাদেশের সবচেয়ে বড় ১০টি কোম্পানি
১. Bashundhara Group
২. PRAN-RFL Group
৩. Beximco Group
৪. ACI Limited
৫. Square Group
৬. Abul Khair Group
৭. Navana Group
৮. City Group
৯. LankaBangla Finance / Banking Groups (BRAC, DBBL, EBL ইত্যাদি)
১০. Grameenphone / Robi / Banglalink (টেলিকম জায়ান্টরা)
এছাড়াও Walton, Meghna Group, LafargeHolcim Cement, AK Khan Group, United Group ইত্যাদিও বড় কোম্পানির মধ্যে পড়ে।
📝 এখানে চাকরি পেতে কিভাবে সিভি তৈরি করবেন?
এই বড় কোম্পানিগুলোতে চাকরি পেতে হলে সাধারণত খুব প্রফেশনাল এবং ATS ফ্রেন্ডলি সিভি দরকার হয়। আপনার সিভি যেন এগুলো থাকে:
✅ ২ পেজ বা সর্বোচ্চ ৩ পেজে প্রেজেন্টেবল
✅ প্রোফাইল বা ক্যারিয়ার সামারি ৩-৪ লাইনে স্পষ্টভাবে লেখা
✅ কোর স্কিলস / এক্সপার্টাইজ আলাদা সেকশনে হাইলাইট করা
✅ অভিজ্ঞতার ক্ষেত্রে Achievements & Impact লিখতে হবে,
যেমন “Increased sales by 25% within 6 months”
✅ সঠিক টাইমলাইন (মাস ও বছর সহ)
✅ কোম্পানির নাম ও দায়িত্বগুলো পয়েন্ট আকারে
✅ শুধুমাত্র প্রাসঙ্গিক ইনফরমেশন রাখুন, অবান্তর কিছু রাখবেন না
✅ প্রফেশনাল ইমেল আইডি এবং লিঙ্কডইন প্রোফাইল উল্লেখ করুন
এই বড় কোম্পানিগুলোতে ATS (Applicant Tracking System) দিয়ে সিভি স্ক্যান হয়, তাই:
জেনেরিক, সাদা-কালো, মিনিমাল সিভি টেমপ্লেট ব্যবহার করুন
✅ সিভিতে কালার, কলাম, শেপ, শেড, টেবিল ইউজ করবেন না।
সার্কুলারের জব ডিসক্রিপশনে যে কীওয়ার্ড আছে,
আপনার সিভিতে সেই স্কিল বা দায়িত্বগুলো অবশ্যই রাখুন
💰 প্রতি বছর কত বেতনে কী কী পদে সার্কুলার আসে?
Freshers: ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা (Trainee, Management Trainee, Executive)
Mid-level: ৪০,০০০ থেকে ৮০,০০০ টাকা (Senior Executive, Assistant Manager)
Manager: ৯০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা (Manager, Senior Manager)
Department Head / AGM / DGM: ১,৫০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা
GM & above: ৩,০০,০০০ থেকে ৬,০০,০০০ টাকা+
প্রতি বছর সাধারণত এই পদগুলোতে সার্কুলার আসে:
Sales & Marketing Executive / Manager
Accounts & Finance Executive / Manager
Supply Chain & Procurement
HR & Admin
Production / Factory Management
Quality Control
IT & Software
Customer Relationship
Project Management
Branding / Corporate Communication
এই বড় কোম্পানিগুলোতে চাকরি পেতে হলে, সিভির পাশাপাশি আপনার লিঙ্কডইন প্রোফাইল, কাভার লেটার আর ইন্টারভিউ প্রিপারেশন খুব গুরুত্বপূর্ণ।
সিভি এমনভাবে বানান, যাতে HR মাত্র ৫-৭ সেকেন্ডেই বুঝতে পারে আপনি তাদের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। আর এটিএস থাকলে তো সেটা চেক করতে এক সেকেন্ডও লাগে না।
যাই হোক, দেশসেরা কোম্পানিতে আবেদন করার জন্যে প্রফেশনাল সিভি, কভার লেটার, বিডিজবস প্রোফাইল বা লিংকডইন যেটাই লাগুক না কেন, আমাদের হেল্প নিতে পারেন। আমরা আপনার সাথে আলাপ করে ডিটেইল জেনে নিয়ে সিভি করে দিবো।
প্রফেশনাল সিভি মেকিং এর জন্যে বুকিং দিতে কল করুন 01975409545 নম্বরে।
6 months ago | [YT] | 28
View 2 replies
Corporate Ask
এই ঈদে আবার চলে আসলো প্রফেশনাল সিভি মাত্র ৯৯৯টাকা কভার লেটার মাত্র ৯৯৯টাকা, ১৯৯৮ টাকার কম্বো প্যাকেজ অফার। অর্ডার করুন এই লিংক থেকেঃ corporateask.com/step/professional-cv-writing/
9 months ago | [YT] | 4
View 0 replies
Corporate Ask
ছয় মাসের রিজেকশানঃ
আজকে এক ভাই সিভি চেক করতে দিলেন, দুই কলামের রং চঙ্গা সিভি। এই সিভি দিয়েই তিনি দিনের পর দিন ইউএসএ বেইজড রিমোট জবের জন্যে এপ্লাই করছে কিন্তু কল পাচ্ছে না। অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমে প্রতিবার তার সিভি রিজেক্ট হয়ে যাচ্ছে। সিভি শর্টলিস্টই হয় না, নিজেকে প্রমাণ করার ব্যাপার তো বহুত দূরের আলাপ।
আপনি যদি একটু পড়াশুনা করেন, সিভি রাইটিং বা এটিএস নিয়ে সামান্য ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন, প্রফেশনাল সিভিতে কোন রকমের কোন কালার, শেপ, শেড, কলাম, টেবিল এগুলা ইউজ করা একদম নিষিদ্ধ। এগুলা থাকলে সিভি আপনার রিজেক্ট হবেই। এই ভাইও প্রফেশনাল সিভি ছাড়াই এপ্লাই করতে গিয়ে ৬ মাস সময় নষ্ট করেছেন।
বাইরের দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় আসলে এক পেইজের সিভি বেশি চলে। বাংলাদেশে তৈরি সিভিগুলো ২ পেইজে করি আমরা আর এতে ছবি দেয়া লাগে। আমাদের তৈরি প্রতিটা সিভির কন্টেন্ট ইউনিক, কাস্টমাইজড, একদম আপনার কাজকে আপনার মতো করে প্রেজেন্ট করে।
একটা স্যাম্পল সিভি হিসেবে আমাদেরই এক্স কলিগ, অনেকেই চিনে থাকবেন, মইনের সিভি শেয়ার করলাম। প্রফেশনাল সিভি মেকিং এর জন্যে বুকিং দিতে কল করতে পারেন 01975409545 / 01975409548 নম্বরে।
ছয় মাস রিজেক্ট হওয়ার চেয়ে প্রফেশনাল সিভি মেকিং অনেক সস্তা।
10 months ago | [YT] | 5
View 1 reply
Corporate Ask
লিংকডইনে জব খোজার ২০টি টেকনিক, ফ্রি ই-বুক, পড়ে নিন।
ডাউনলোড করে রাখুন, বই পাবেন এই কমেন্টের লিংকেঃ www.linkedin.com/in/niaz-ahmed/
10 months ago | [YT] | 11
View 0 replies
Corporate Ask
বাংলাদেশীদের না নিয়ে কেন বিদেশীদের নিয়োগ দেয়া হয়?
১০টা কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণ তো সিভি। দেখুন দুইটা সিভি শেয়ার করলাম। একটা একজন ইন্ডিয়ানের, আরেকটা একজন বাংলাদেশীর।
দুইটা সিভির ফার্স্ট লুক দেখেন, প্রফেশনালিজম দেখেন। ১৯৯৭ সালে জন্ম নিয়ে ৯১ সালে পাশ করে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা থাকা স্বত্বেও সিভির কি দৈন্য দশা। হাসাহাসি করেন, আর লাফালাফি করেন, এগুলা সিভি রিজেক্ট হবেই হবে।
কতবার কতো জায়গায় সিভি যে রিজেক্ট হয়েছে, তার তো হিসাব জানা নাই।
অথচ একটা প্রফেশনাল সিভি থাকলে, আপনি কোন দেশে কোথায় বাস করছেন, সেগুলো মুখ্য বিষয়ই না। আপনার স্কিল, অ্যাচিভমেন্ট এবং বেস্ট প্রেজেন্টেশন আপনাকে দেশ থেকে দেশান্তরে বেটার অপরচুনিটি দিয়ে নিয়ে যেতে পারে।
প্রফেশনাল সিভির কোন বিকল্প এখন ২০২৫ সালে এসে আর নাই। যে কোন জবে এপ্লাই করতে আপনার প্রফেশনাল সিভি মাস্ট। বুকিং দিতে কল করুন 01975409545 / 01975409548 নম্বরে।
লিংকডইনে বেশ কিছু স্যাম্পল দেয়া আছে, গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। প্রোফাইল লিংকঃ
www.linkedin.com/in/niaz-ahmed?utm_source=share&ut…
11 months ago | [YT] | 7
View 0 replies
Corporate Ask
রিজেকশন নয়, সিলেকশনের গল্প লিখুন – প্রফেশনাল সিভির সাথে!
দীর্ঘ সময় গবেষণা করে এটিএস (অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম) সফটওয়্যার নিয়ে একটা ডিটেইল ই-বুক তৈরি করেছি।
ই-বুকটি পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই সফটওয়্যার কিভাবে কাজ করে, কিভাবে রিক্রুটমেন্ট সিস্টেম অটোম্যাট হচ্ছে।
সেই সাথে আরও আছে, কিভাবে সিভিকে এটিএস ফ্রেন্ডলি করবেন, আর কি করলে সিভি রিজেক্ট হবে।
বোনাস হিসেবে আরও থাকছে স্যাম্পল সিভি যা এটিএস ফ্রেন্ডলি এবং হাই স্কোর করেছে তার স্যাম্পল।
আজ সকাল ১০টায় আমার লিংকডইনে পাবলিশ হবে। সবার জন্যে ই-বুকটা ফ্রি।
লিংকডইনে এখনই আমার সাথে কানেক্টেড হন ফ্রি ই-বুক এবং ক্যারিয়ার রিলেটেড আরও অনেক মূল্যবান গাইডলাইন পাওয়ার জন্যে।
লিংকডইন প্রোফাইলের লিংক কমেন্টেঃ www.linkedin.com/in/niaz-ahmed/
11 months ago | [YT] | 6
View 0 replies
Corporate Ask
অসম্ভব রকমের একটা কাজ করে ফেলেছি।
কাজটা করবো কি না, এই নিয়ে শুরুতে নিজেও অনেকটা কনফিউজড ছিলাম।
টিমের সাথে দীর্ঘ সময় ধরে মিটিং করেছি। তাদের মতামত নিয়েছি।
আসলেই কি এটা করা সম্ভব?
কিভাবে করা যায়, তাই নিয়ে দফাত দফায় মিটিং করে, আমরা ৭ লক্ষ ৫০ হাজার টাকার স্কলারশিপ নিয়ে এসছি আপনাদের জন্যে যা আমরা ১০০ জনকে দিতে পারবো।
এই স্কলারশিপের অধীনে আপনারা সিভি ও কভার লেটার মেকিং এর জন্যে বুকিং দিলেই পাচ্ছেন,
২১ টাকায় বিডিজবস প্রোফাইল (রেগুলার প্রাইজ ২৫০০ টাকা)
২১ টাকায় লিংকডইন প্রোফাইল (রেগুলার প্রাইজ ২৫০০ টাকা)
আর মাত্র ২১ টাকায় ভিডিও সিভির স্ক্রিপ্ট (রেগুলার প্রাইজ ২৫০০ টাকা)
যারা মনে করছেন, সকল ধরনের যোগ্যতা দক্ষতা থাকা স্বত্বেও নিজের কাজকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারছেন না, তাদের জন্যে আমাদের পক্ষ থেকে জনপ্রতি ৭৫০০ টাকার এই স্কলারশিপ।
আপনি যেন নিজের কাজের বেস্ট প্রেজেন্টেশন নিশ্চিত করতে পারেন, আপনাকে কেউ যেন আর রিজেক্ট করতে না পারে, এটাই আমাদের মূল প্রয়াস।
স্কলারশিপটি লুফে নিতে এখনই কল করুন 01975409545 / 01975409548 নম্বরে। স্কলারশিপটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্যে এবং শুধুমাত্র প্রথম ১০০ জনের জন্যে।
11 months ago | [YT] | 2
View 0 replies
Corporate Ask
এক ভাই সেলসে কাজ করছেন। এখন তিনি এপ্লাই করেছেন ট্রেনিং এন্ড ইভেন্ট ম্যানেজার পদে। কিন্তু এপ্লাই করেছেন, সেই গদবাধা সেলসের সিভি দিয়েই।
যেখানে একটা ট্রেনিং পদে এপ্লাই করার জন্যে থাকা দরকার,
তিনি কোন কোন ব্যাপারে সাবজেক্ট এক্সপার্ট?
তিনি কতদিন ট্রেনিং করিয়েছেন? কতজনকে ট্রেনিং করিয়েছেন?
তিনি ট্রেনিং বাজেট বানাতে পারেন কি না।
টিএনএ করতে পারেন কি না।
পোস্ট ট্রেনিং পারফর্মেন্স কেমন? এই সব ইনফরমেশন।
সেখানে তার সিভিতে আছে, তিনি সেল করেন, কাস্টমার সামলান, কল রিসিভ করেন, ইত্যাদি ব্লা ব্লা ব্লা।
এরকম একই সিভি সব জায়গায় গণহারে পাঠানোর কারণে লাখ লাখ মানুষ কল পায় না। একদম ফ্রেশার থেকে শুরু করে টপ লেভেলে অনেকেই এই ভুল করেন।
যাই হোক, এসব ভুল সংশয়ের সমাধান আছে আমাদের কাছে। প্রফেশনাল সিভি বানিয়ে নিন আর নিজেকে ইউনিকভাবে প্রেজেন্ট করুন।
বুকিং দিতে কল করুন 01975409545/ 01975409548 নম্বরে।
আর অফিসে আসতে চাইলে চলে আসতে পারেন, ৭৫/ক, মেইন রোড, সেকশন ১২, পল্লবী, মিরপুর, ঢাকা (মেট্রোরেলে এসে মিরপুর ১১ স্টেশন থেকে এক মিনিট দূরত্বে মেট্রোরেলের ১৯৯ নম্বর পিলার সংলগ্ন)
শুক্রবার অফিস খোলা থাকছে। চলে আসতে পারেন, যে কোন প্রয়োজনে।
11 months ago | [YT] | 6
View 0 replies
Corporate Ask
আপনার সিভিতে কি কালার, শেইপ, শেড, কলাম, টেবিল থাকার কারণে বার বার রিজেক্ট হয়ে যাচ্ছে? বার বার রিজেক্ট হওয়াতে ফ্রাস্ট্রেটেড?
বা আপনার কি এনাফ পরিমাণ স্কিল, এচিভমেন্ট আছে? যেগুলো আপনার সিভিতে ফুটিয়ে তুলতে পারছেন না?
তাহলে আপনার সিভি নিয়ে আমাদের অফিসে চলে আসুন। ৭৫/ক, সেকশন ১২,মেইন রোড, পল্লবী, মিরপুর, ঢাকা (মিরপুর ১১ মেট্রো স্টেশন থেকে এক মিনিট হাটার রাস্তা) পল্লবী পোস্ট অফিসের অপজিট বিল্ডিং।
আসলে কি হব্যে?
প্রথমত, আপনার সিভি ফ্রি চেক করে দেয়া হব্যে।
দ্বিতীয়ত, আমাদের কথাগুলো মনগড়া নাকি রেফারেন্স আছে ফ্যাক্ট চেক করতে পারবেন।
তৃতীয়ত, ক্লায়েন্ট রেকমেন্ডেশন দেখতে পারবেন।
চতুর্থত, আপনার যে কোন কোয়ারি, যে কোন প্রশ্ন থাকলে জেনে যেতে পারবেন।
তাহলে চলে আসুন, আপনার সিভি নিয়ে আমাদের অফিসে।
আর বুকিং দিতে চাইলে কল করতে পারেন 01975409545 / 01975409548 নম্বরে।
11 months ago | [YT] | 4
View 0 replies
Load more