১০টা কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণ তো সিভি। দেখুন দুইটা সিভি শেয়ার করলাম। একটা একজন ইন্ডিয়ানের, আরেকটা একজন বাংলাদেশীর।
দুইটা সিভির ফার্স্ট লুক দেখেন, প্রফেশনালিজম দেখেন। ১৯৯৭ সালে জন্ম নিয়ে ৯১ সালে পাশ করে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা থাকা স্বত্বেও সিভির কি দৈন্য দশা। হাসাহাসি করেন, আর লাফালাফি করেন, এগুলা সিভি রিজেক্ট হবেই হবে। কতবার কতো জায়গায় সিভি যে রিজেক্ট হয়েছে, তার তো হিসাব জানা নাই।
অথচ একটা প্রফেশনাল সিভি থাকলে, আপনি কোন দেশে কোথায় বাস করছেন, সেগুলো মুখ্য বিষয়ই না। আপনার স্কিল, অ্যাচিভমেন্ট এবং বেস্ট প্রেজেন্টেশন আপনাকে দেশ থেকে দেশান্তরে বেটার অপরচুনিটি দিয়ে নিয়ে যেতে পারে।
প্রফেশনাল সিভির কোন বিকল্প এখন ২০২৫ সালে এসে আর নাই। যে কোন জবে এপ্লাই করতে আপনার প্রফেশনাল সিভি মাস্ট। বুকিং দিতে কল করুন 01975409545 / 01975409548 নম্বরে।
লিংকডইনে বেশ কিছু স্যাম্পল দেয়া আছে, গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। প্রোফাইল লিংকঃ
Corporate Ask
বাংলাদেশীদের না নিয়ে কেন বিদেশীদের নিয়োগ দেয়া হয়?
১০টা কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণ তো সিভি। দেখুন দুইটা সিভি শেয়ার করলাম। একটা একজন ইন্ডিয়ানের, আরেকটা একজন বাংলাদেশীর।
দুইটা সিভির ফার্স্ট লুক দেখেন, প্রফেশনালিজম দেখেন। ১৯৯৭ সালে জন্ম নিয়ে ৯১ সালে পাশ করে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা থাকা স্বত্বেও সিভির কি দৈন্য দশা। হাসাহাসি করেন, আর লাফালাফি করেন, এগুলা সিভি রিজেক্ট হবেই হবে।
কতবার কতো জায়গায় সিভি যে রিজেক্ট হয়েছে, তার তো হিসাব জানা নাই।
অথচ একটা প্রফেশনাল সিভি থাকলে, আপনি কোন দেশে কোথায় বাস করছেন, সেগুলো মুখ্য বিষয়ই না। আপনার স্কিল, অ্যাচিভমেন্ট এবং বেস্ট প্রেজেন্টেশন আপনাকে দেশ থেকে দেশান্তরে বেটার অপরচুনিটি দিয়ে নিয়ে যেতে পারে।
প্রফেশনাল সিভির কোন বিকল্প এখন ২০২৫ সালে এসে আর নাই। যে কোন জবে এপ্লাই করতে আপনার প্রফেশনাল সিভি মাস্ট। বুকিং দিতে কল করুন 01975409545 / 01975409548 নম্বরে।
লিংকডইনে বেশ কিছু স্যাম্পল দেয়া আছে, গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। প্রোফাইল লিংকঃ
www.linkedin.com/in/niaz-ahmed?utm_source=share&ut…
10 months ago | [YT] | 7