নমস্কার! আমি ছায়া মজুমদার, ‘সাত্ত্বিক রান্নাঘর’ সম্পর্কে কিছু নতুন তথ্য দেবো বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আমরা এই চ্যানেলে শুধুমাত্র সাত্ত্বিক রান্নাই দেখাবো। অতি অল্প খরচে, কম তেল-মশলা ব্যবহারে কি করে সুস্বাদু খাবার রান্না করা যায় তা আপনারা এই চ্যানেলে নিয়মিত দেখতে পাবেন। যে আহারে আয়ু, বুদ্ধি, বল এবং পুষ্টি নিহিত রয়েছে সেটাই সাত্ত্বিক আহার। আবার যে আহারে মনে শক্তি ও শুদ্ধতা আনে তাই সাত্ত্বিক আহার। কথায় আছে-- ‘যেমন অন্ন, তেমন মন’। মনের শক্তি না থাকলে শারীরিক শক্তি যতই প্রবল হোক না কেন তাতে কোনো ফল আশা করা যায় না। বর্তমান সময়ে সকলের মানসিক বল বৃদ্ধিকল্পে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকবেন।


1:32:01

Shared 4 weeks ago

9 views

1:00:25

Shared 1 month ago

24 views