বাস্তবে দুঃখ পেলেও আমি কল্পনা ব্যবহার করে নিজেকে খুশী করি ❤️


Md Raj Islam

জীবন টা মূলত একটা দীর্ঘনিঃশ্বাস! সকালে ঘুম থেকে উঠে হাহাকার লাগে! রাত হলে আফসোস বাড়ে, বাড়ে আমাদের দীর্ঘনিঃশ্বাস!
'ইশ! জীবন টা আরো একটু সুন্দর হতে পারতো!'

1 week ago | [YT] | 1

Md Raj Islam

মানুষ নিজের স্বার্থের জন্য এমন কিছু করতে পারে,
যা তার নিজের আত্মাকেও অবাক করে দেয়...।

কখনো সে হাসিমুখে অন্যকে কাঁদায়....!
আবার কখনো চোখের জল ফেলে নিজেকে ন্যায়সঙ্গত প্রমাণ করে।

স্বার্থ এমন এক শক্তি; যা ভালোবাসাকে ব্যবহার করে বিশ্বাসকে বিক্রি করে, আর বিবেককে নিঃশব্দ করে দেয়।💚🥀

1 week ago | [YT] | 2

Md Raj Islam

জানিনা এটা ম্যাচুরিটি নাকি শুধুই মনের ধারণা, হয়তো একটু দেরি হয়ে গেলো কিন্তু ধীরে ধীরে লাইফে "প্রাইভেসি'র মানে বুঝতে শিখলাম, বুঝলাম তুমি যতো নিজের পার্সোনাল লাইফটাকে সবার থেকে আড়ালে রাখবে অন্যের থেকে লুকিয়ে রাখবে আর নিজেকে যতো কম প্রকাশ করবে at the end তুমি ততোই ভালো থাকবে!❤️

2 weeks ago | [YT] | 2

Md Raj Islam

আমি কি কখনো সুস্থ একটি মনের জন্য আমার রবের কাছে দুআ করেছিলাম?

2 weeks ago | [YT] | 2

Md Raj Islam

পরিস্থিতি আর সময়” যতো জটিল হবে" ততো তুমি মানুষ চিনতে শিখবে.!🙃🙂

2 weeks ago | [YT] | 5

Md Raj Islam

▫️মানুষ যখন কাউকে ভালোবাসে তখন মনে হয় ওরে পেলেই বোধহয় আর কিছু লাগবে না। যখন পেয়ে যায় তখন মনে হয় সবসময়ই যদি পাশে থাকে তাহলে আর কিছুই লাগবে না। তবে মানুষ যখন তার প্রিয় মানুষকে এই দুই ভাবে সবসময় কাছে পায় তখন সে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে করে। তবে সেই সুখ আবার হারানোর ভয়ও থাকে বেশ তিব্র। প্রকৃত অর্থে ভালোবাসার এই চাহিদা এক বিশেষ এবং অদ্ভুত অনুভূতি। ❤️‍🩹

2 weeks ago | [YT] | 1

Md Raj Islam

দীর্ঘদিন অপেক্ষার পর, খুব শখের কিছুর থেকেও আগ্রহ হারিয়ে ফেলে মানুষ।❤️‍

1 month ago (edited) | [YT] | 4

Md Raj Islam

আপনি বেটার অপশন পেয়ে 'আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা' কাউকে ছেড়ে দিবেন, একদিন না একদিন সে মানুষটার শূন্যতা অনুভব করবেন। করবেনই। একটা কথা আছে যে, 'সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানেনা', কথাটা শতভাগ সত্যি।

আপনাকে কেউ নিজের থেকেও বেশি ভালোবাসে, আপনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে ঘুমোতে দেয় না, সবসময় আপনাকে হারানোর ভয় করে, একটু সময় কথা বলার জন্য মরিয়া হয়ে উঠে। এমন মানুষকে আপনি স্বেচ্ছায় হারালেন মানে আপনি নিজেই নিজের সাথে বেইমানি করলেন। আপনার প্রতি তার এত দুর্বলতা দেখে আপনি যা ইচ্ছা তাই করেন, পাত্তা দিলেন না, হারানোর ভয় করলেন না, ধরে রাখার চেষ্টাটুকু করলেন না। একদিন হলেও এর ফল ভোগ করবেন। শুধু সময়ের অপেক্ষা। সময় কাউকে ধোঁকা দেয় না, প্রকৃতি কখনো তার ঋণ রাখে না, প্রকৃতি ঠিকই তার প্রতিশোধ নিয়ে দিবে।

সে মানুষগুলো ভিতরে ভিতরে ম*রে গেলেও একদিন তারা অনুভূতি নিয়ন্ত্রণ করা শিখবে, তারা আর আপনার একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে না।

'একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলো'র দুঃখ কেউ বুঝে না, এই দুঃখ প্রকাশ করা যায় না। নিঃস্বার্থভাবে একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলো ভালো থাকুক।

1 month ago | [YT] | 4

Md Raj Islam

Sometimes i crave for, "আমার সাথে কেউ ঘন্টা খানিক কথা বলুক "💔
আফসোস কাউকে পাইনা।না নিজের মনের মানুষ, না নিজের পরিবার,না বন্ধুবান্ধব।মানুষ কে বলতে বলতে ক্লান্ত।

1 month ago | [YT] | 2

Md Raj Islam

মানুষ যা খুব করে চায়, আল্লাহ তা'আলা তাকে

তাই দিয়েই পরীক্ষা করেন। তা যদি আমি আগে জানতাম তবে

কখনো মানুষের যত্ন চাইতাম না। কখনো জ্বরের ঘোরে কপালে ছুয়াবার হাত চাইতাম না। কখনো ক্লান্তিতে ভরসাযোগ্য কাঁধ চাইতাম না। নিজেকে আগলে রাখবার বাহু চাইতাম না। মায়ার লোভে ডুবিতাম না, স্নেহের আশা করিতাম না।

যদি আমি জানতাম, আমি যা চাইবো তাই দিয়েই আমাকে পরীক্ষা করা হবে; তবে কখনো ভালোবাসা চাইতাম না।💔🙂

1 month ago | [YT] | 0