Md Raj Islam

▫️মানুষ যখন কাউকে ভালোবাসে তখন মনে হয় ওরে পেলেই বোধহয় আর কিছু লাগবে না। যখন পেয়ে যায় তখন মনে হয় সবসময়ই যদি পাশে থাকে তাহলে আর কিছুই লাগবে না। তবে মানুষ যখন তার প্রিয় মানুষকে এই দুই ভাবে সবসময় কাছে পায় তখন সে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে করে। তবে সেই সুখ আবার হারানোর ভয়ও থাকে বেশ তিব্র। প্রকৃত অর্থে ভালোবাসার এই চাহিদা এক বিশেষ এবং অদ্ভুত অনুভূতি। ❤️‍🩹

3 weeks ago | [YT] | 1