আজ ৯ জুলাই অনু এবং নাহিয়ান এর গায়ে হলুদ।অনুর বোন এবং কাজিনরা সাজছে অপরদিকে অনুর মা এবং তার চাচিরা হলুদের ডালা রেডি করছে। সালমা আক্তার পূর্ণতার রুমে গিয়ে দেখল পূর্ণতার এখনো সাজা শেষ হয়নি তিনি বলে উঠলেন।
সালমা:-এখনো তোর সাজা শেষ হলো না!?এদিক দিয়ে হলুদের ডালা রেডি করা হয়ে গেল আর তোদের সাজা এখন পর্যন্ত শেষ হলো না এত কি সাজছিস তোর বিয়ে নাকি!?
পূর্ণতা:-মা, আমার বোনের বিয়ে আমি সাজবো না এটা কোন কথা? আর বেশিক্ষণ লাগবে না এইতো আই লাইনার দেওয়া শেষ হলেই হয়ে যাবে।
সালমা:-তা যেনো হয়, বেশিক্ষণ দেরি হলে কিন্তু খবর আছে তোর!?
এই কথা বলে সালমা আক্তার রুম থেকে চলে গেলেন।পূর্ণতা সাজা শেষ করে নিচে আসলো দেখলো হলুদের অনুষ্ঠান এখনই শুরু হবে।সে তাড়াতাড়ি সেখানে চলে গেল আকাশ ও নিচে নেমে এসে সেখানে চলে গেল।কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান শেষ হলো।
১০ জুলাই।অনু এবং নাহিয়ান এর প্রেমের পূর্ণতার দিন। সবাই খুশি ছিল।বাড়ি বড় মেয়ের বিয়ে বলে কথা একটু তো কাজ বেশি থাকে তাই পূর্ণতাও আজকে তার মা এবং চাচীদের কাজে সাহায্য করছে।পূর্ণতা কাজ শেষে তার রুমে চলে গেল রুমে গিয়ে একটি লাল টুকটুকে শাড়ি পরল।যেটাতে তাকে অপরূপ সুন্দর লাগছিল।বর্ণনা দিয়ে যদি বলি,পূর্ণতার ওই টানা টানা কাজল দুটো চোখ মায়াবী লাগছিল। কপালের লাল টিপ যেনো তার সৌন্দর্য বাড়িয়ে তুলছিল।(আর বলতে পারবো না,নাহয় পরে আমি নিজেই তার প্রেমে পরে যাবো😩💝)
~~~বিয়ের সময়~~~
"মা বলো কবুল"
অনু:-ক....কবুল
"আলহামদুলিল্লাহ, বাবা বলো কবুল"
নাহিয়ান:-কবুল
"আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমাদের দামপত্তি জীবন সুখি হক"
অনু নাহিয়ানের দিকে তাকালো ছল ছল চোখ নিয়ে হাসলো।অবশ্য অনুর কাদারই কথা কারণ এই সময়টাতে মেয়েরা বুঝতে পারে সে যে আর তার পরিবারের সাথে প্রতিদিন সকালে উঠে দেখা করতে পারবে না...!!।অনুকে নিয়ে যাওয়ার সময় অনুর মা বাবা কাজ ছিল।তারা তাকে বলল,,,,"একদম চিন্তা করিস না,তুই সুখে থাকবি তোর ভালোর জন্যই তো আমরা এসব করেছি"।অনু তার বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে তার মনের কাছে গেল।
অনু:-ভালো থাকিস, এখন আর তোর সাথে তো কেউ আর ঝগড়া করবে না।কেউ রাগারাগি করবে না, কেউ তোকে বিরক্ত করবে না।দোয়া করি তুইও যাতে সুখে থাকিস, আর কাউকে বিয়ে করার আগে ১০০বার ভাববি। সে যদি ভালো হয় তাহলে তোর জন্যই ভালো। তোর খুশিতে আমি খুশি। 😅💔
পূর্ণতা:-ঠিক আছে, আর একটা কথা শোন যদি কেউ তোকে খারাপ কিছু বলে তুই ডাইরেক আমাকে বলবি ঠিক আছে?
অনু:-হুম।
তারপর অনু চলে গেল। রাত বাজে ১০:৩০টা অনুর কাজিনরা যায়নি তারা সবাই মিলে একসাথে রুমের মধ্যে গল্প করছিল এবং গানও শুনছিল।
পূর্ণতা:-তো মিস্টার আকাশ আমি কেমন দেখতে তা নিজে বর্ণনা করে শুনান দেখি।
আকাশ এ কথা শুনে ঠিক আছে বলে গাইতে শুরু করলো:-
~❝একটা ছিলো সোনার কন্যা❞~ ~❝মেঘ বরণ কেশ❞~ ~❝ভাটি অঞ্চলে ছিলো❞~ ~❝সেই কন্যার দেশ❞~ ~❝দুই চোখে তাহার এ কি মায়া❞~ ~❝নদীর জলে পড়লো কন্যার ছায়া❞~ ~❝আমি তাহার কথা বলি❞~ ~❝তাহার কথা বলতে বলতে❞~ ~❝নাও দৌড়াইয়া চলি❞~
তার এই গান শুনে পূর্ণতা মুচকি হেসে বললো,,
পূর্ণতা:-আমি কি এতোটাই সুন্দর?
আকাশ :-হুম ঠিক পরীর মতো।👀💖
তাদের কথোপকথন সবাই হা করে শুনছিলো।তখনি পূর্ণতার এক কাজিন বললো,,❝হয়েছে দুলাভাই এবার থামেন আর কতো প্রেম পিরীতি করবেন?একটু তো আমাদের মতো সিংগেলদের সামনে দয়া করে প্রেম করিয়েন না❞।এ কথা শুনে আকাশ একটু হেসে দিয়ে বললো,,,,
আকাশ:- ঠিক আছে শালীকারা এবার যান ঘুমান।
সবাই হ্যা বলে চলে গেলো।এখন আকাশ এবং পূর্ণতা একা বসে রয়েছে।আকাশ পূর্ণতাকে উদ্দেশ্য করে বললো,,,
আকাশ:-ম্যাডাম আপনাকে কি ঘুমানোর জন্য নিমন্ত্রণ দিতে হবে?
পূর্ণতা:-যাচ্ছি।
~~~পরের দিন সকালবেলা~~~
হাসান চৌধুরী(আকাশের বাবা):-ভাই, ভাবছিলাম পূর্ণতা এবং আকাশের বিয়ের তারিখটা এখন ঠিক করলে ভালো হতো না?
আবির চৌধুরী(পূর্ণতার বাবা):-হুম ঠিক বলেছিস,তো কত তারিখে তাদের বিয়েটা দিবো তুই বল।
হাসান চৌধুরী:-২২ জুলাইয়ে দিলে কেমন হয়?
আবির চৌধুরী:-ভালো,ঠিক আছে তাদের বিয়ের ফাইনাল তারিখ হলো ২২জুলাই।
সকাল বাজে ৯টা সবাই উঠে গিয়েছে আর এদিকে বাড়ির মা-চাচীরা রান্না করছে।নাহিয়ান নিচে নেমে এসে দেখলো সবাই বসে আছে তখনই সে ভাবলো "সময় হয়ে গেছে,তাদেরকে আমার বলতে হবে"। সে সাহস করে সবাই ডেকে নিয়ে আনলো সবাই ড্রয়িংরুমে বসলো।অনুও সেখানে ছিলো।
নাহিয়ান:-আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা কথা বলবো তোমাদের কিন্তু সাহস হয়ে উঠছিলো না।আজ সাহস করে তোমাদের বললাম আ...আমি অনুকে ভালোবাসি।
সবাই এ কথা শুনে খুশি হলো এবং নাহিয়ানের বাবা ও অনুর বাবা একসঙ্গে হাত মিলিয়ে বললো,,,,
Hkw everyone ami jani tumra onekei mayabotir next part chaiteso kintu ekta kotha boli tumader lekhika eto olosh je lekhtei chai na🐸btw ajke paba inshallah😊
রাত বাজে ১২টা পূর্ণতা,আকাশ এবং তাদের অন্যান্য কাজিনরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলো।তারা একেকজনকে একেকরকম প্রশ্ন করছিলো।হঠাৎ তখনি পূর্ণতার খালাতো ভাই নাহিয়ান আকাশকে উদ্দেশ্য করে বললো।
নাহিয়ান:-দুলাভাই,আপনি যেহেতু পূর্ণতাকে প্রচুর ভালোবাসেন তাহলে পূর্ণতার জন্য একটি গান শুনান তো।
আকাশ :-অবশ্যই গাইবো।দাড়াও আমি আমার গিটারটা নিয়ে আসছি।
আকাশ তার রুমে গিয়ে তার গিটার নিয়ে আসলো।এরপর সে গেয়ে উঠলো,,,
~দুধে আলতা গায়ের বরণ~ ~রুপ যে কাঞ্চা সোনা~ ~আঁচল দিয়া ঢাইকা রাইখো~ ~চোখ যেন পড়ে না~ ~আমি প্রথম দেখে~ ~পাগল হইলাম~ ~মন তো আর মানে না~
গান শুনে সবাই খুশি হলো আর পূর্ণতাকে বললো তুই তো ভাগ্যবতী যে আকাশ পেয়ছিস।আর বললো দুলাভাই আপনি তো খুব সুন্দর করে গান গান।তখনি সালমা আক্তার ছাদে এসে বললেন,,
সালমা আক্তার:-কিরে তোরা এখনো ছাঁদে কি করছিস!?রাত কয়টা বাজে ঘুমাবি না!?যা ঘুমা সব এখানে আসছে আড্ডা দেওয়ার জন্য আর পূর্ণতা তোকে না বলছি রাতে ছাঁদে আসবি না!?ভয় করে না এখন!?যা ঘুমা সব।
সালমা আক্তারের বকা শুনে সবাই ভয়ে চলে গেলো।সালমা আক্তার ছাদের দরজা লাগিয়ে চলে গেলো।
~পরের দিন সকাল ১০:৩০~
এখনো পূর্ণতা ঘুমাচ্ছে।তার উঠার নামই নেই সালমা ঝারু নিয়ে রুমে এসে বললেন,,,"তুই কি উঠবি নাকি আমার তোকে মারতে হবে!!"।সালমা আক্তারের চিৎকার শুনে পূর্ণতা লাফ দিয়ে উঠে বললো,,,,"এইতো উঠে গিয়েছি মা"।তা দেখে সালমা বললেন,,,"এখনি যেয়ে ফ্রেশ হয়ে নিচে আয় নাহলে ঝারুর বারি একটাও নিচে পড়বে না বলে দিলাম!"।এ কথা শুনে পূর্ণতা তারাতারি ফ্রেশ হতে চলে গেলো। অন্যদিকে বাগানে অনু এবং নাহিয়ান,,,,
অনু:-সবাই আমার জন্য ছেলে খুঁজছে বুঝছি না কি করবো।
নাহিয়ান :-চিন্তা করিয়ো না আমি তো আছি।
অনু:-এ কথা তুমি সেই ছোটবেলা থেকেই বলে আসছো কই দেখলাম না তো যে নিজের ফ্যামিলিকে আমাদের রিলেশন এর কথা বলতে।
নাহিয়ান:-জান,বুঝো না কেনো আমার মা-বাবা যে প্রচুর রাগি।
অনু:-আকাশের মা-বাবাও তো প্রচুর রাগি তারপরও সে বলেছে সবাই কে।
নাহিয়ান:-অদের তো অনেক আগে থেকেই বিয়ে ঠিক ছিলো তাই পরিবার মেনে নিয়েছে কিন্তু আমাদের তো ঠিক নেই।তারপরও দেখি চেষ্টা করবো বলার।
অনু:- ওকে। ________
~বিকাল ৪টা~
সবাই প্ল্যানিং করেছিলো ঘুরতে যাবে।এদিকদিয়ে পূর্ণতা সাজছিলো।পরনে তার নীল শাড়ি,বেলি ফুল দিয়ে সে চুল খোপা করেছিলো।অন্যদিক দিয়ে আকাশ পরনে তার নীল পাঞ্জাবি।দুজনকেই অপরুপ সুন্দর লাগছে এবং অনু ও নাহিয়ান ওরা দুজনও ম্যাচিং শাড়ি,পাঞ্জাবি পড়েছে।তাদের সাথে রিয়াও যাচ্ছে তার হাসবেন্ডকে নিয়ে।তারা সবাই গড়িতে উঠে পড়লো।তারা তাদের গন্তব্যে পৌঁছে গেলো।
পূর্ণতা:-আকাশ,আমাকে একটা আইসক্রিম কিনে দিবে প্লিজ।
আকাশ:-পূর্ণতা,তুমি কি ভুলে গেছো তুমি যে ঠান্ডা খেতে পারোনা আর খেলেই তো অসুস্থ হয়ে পরো আমি দিবো না কিনে ঠান্ডা বাদে অন্যকিছু খেলে বলো।
পূর্ণতা:-তাহলে ফুসকা কিনে দিবা?
আকাশ:-হুম চলো।
অনু:-নাহিয়ান,চলো আমরা ওই সুন্দর বাগানটিতে যাই।
নাহিয়ান:-চলো।
সবাই সবার জামাইয়ের সাথে টইমস্পেন্ড করতে ব্যস্ত।(আমরা সিংগেল মানুষ ভাই একটু তো সহ্য করতে হবেই🐸💔)।সবাই ঘুড়ার পর বাড়ি ফিরে গেলো।
পূর্ণতা রিয়ার কাছে চলে গেলো।হঠাৎ করে একটা মেয়ে আকাশের কাছে আসলো এবং বললো,"হ্যালো মিস্টার হ্যান্ডসাম,আপনি কি সিংগেল?সিংগেল না থাকলেও নো প্রভলেম আপনি চাইলে আমার সাথে রিলেশন এ যেতে পারেন"।
আকাশ:-(মেয়েটির দিকে না তাকিয়ে বললো)সরি আপু,আমার বউ আছে।
এ কথা শুনে মেয়েটি বললো,"তো কি হয়েছে?আমার মতো এতো সুন্দরী মেয়ের সাথে তুমি প্রেম করলে জিতবে ডারলিং"(চোখ টিপ মেরে বললো)
আকাশ:-(না তাকিয়ে)আপনি কি বাংলা কথা বুঝেন না?আমি বললাম আমার বউ আছে এবং আমার বউয়ের সৌন্দর্যের কাছে আপনি তো কিছুই না।
মেয়েটি এ কথা শুনে রেগে চলে গেলো।কিছুক্ষণ পর বরজাত্রি চলে এলো,বাড়ির সব মেয়েরা গেট বন্ধ করে ফেললো তাদের মধ্যে পূর্ণতা ও ছিলো।সবাই বরজাত্রিকে বললো,"টাকা না দিলে বউ পাবেন না বুঝছেন"
তখনি বরপক্ষ থেকে জামাইয়ের ছোট ভাই বলে উঠলো,"আমরা কি নাটক দেখতে এসেছি বিয়াইনসাহেবা?"
পূর্ণতা:-ওমা নাটক দেখতে আসবেন কেনো এসেছেন তো বউকে নিতে,আর একটা কথা শুনে রাখেন বউ কিন্তু যেনোতেনো বউ না বুঝেছেন?লাখে একজন।তো বলেন টাকা দিবেন নাকি না?
জামাইয়ের ছোট ভাই:-একটা শর্তে দিবো।
পূর্ণতা:-কি শর্ত?
জামাইয়ের ছোট ভাই:-আগে বউ নিবো তারপর টাকা দিবো।
পূর্ণতা:-মামা বাড়ির আবদার নাকি যে আপনি বল্লেন আর আমরা এটাই করবো তারপর আপনারা টাকা না দিয়ে চলে যাবেন?তা হবে না।
সবার জোরাজোরিতে শেষ পর্যন্ত বরপক্ষরা টাকা দিয়েই দিলো।বিয়ের পর রিয়াকে নিয়ে যাওয়ার সময়।
পূর্ণতা:-শুন আমাকে আবার ভুলো যায়িস না কিন্তু আর দোয়া করি যাতে তোদের মেরিড জীবন সুন্দর হয় ভালো থাকিস বান্ধবী..!!(কান্না অবস্থায়)
রিয়া:-চিন্তা করিস না ভুলবো না তোকে।আর ভালো থাকিস রে তোর আর আকাশের জন্য দোয়া করি যাতে তোরা সুখে থাকিস।(কান্না অবস্থায়)😢
রিয়া কিছুক্ষণ তার ফ্যামিলির সাথে কথা বলে চলে গেলো।এরপর পূর্ণতা ও তার বাসায় চলে গেলো আকাশকে নিয়ে।
এদিক দিয়ে পূর্ণতা রেডি হচ্ছে তার বান্ধবীর গায়ে হলুদ বলে।সে আজ পড়েছে হলুদ কালারের শাড়ি যেটাতে তাকে অপরুপ সুন্দর এবং মায়াবী লাগছে সাথে রেশমি চুরিও পড়েছে লাল রংয়ের এবং চুল তার খোপা করা গোলাপ ফুল দিয়ে।গোলাপ ফুল তার প্রচন্ড প্রিয় একটি ফুল।
অন্যদিক দিয়ে আকাশ পরনে তার হলুদ পাঞ্জাবি,হাতে রোলেক্সের ঘড়ি। তারা দুজন আজ মেচিং করেই পড়েছে।
আকাশ:-(পূর্ণতাকে উদ্দেশ্য করে বললো)কই গো তুমি হয়েছে?দেরি হয়ে যাচ্ছে তো তারাতারি আসো বাকি সবাই চলে গিয়েছে এখন খালি আমরা বাকি।
পূর্ণতা:-( দরজার অপাশ থেকে)হুম হয়েছে আসছি দাঁড়াও।
পূর্ণতা রুমের দরজা খুলে বের হতেই আকাশ তাকে দেখে হা করে রইলো।পূর্ণতা তা দেখে একটু লজ্জা পেলো আর সাথে সাথে বললো
পূর্ণতা:-এইযে মিস্টার মুখটা এবার বন্ধ করেন,পরে কিন্তু মাছি ঢুকে পড়বে।🤭
আকাশ তা শুনে তার হুঁশ ফিরলো,সে মুখ বন্ধ করে ফেললো আর বললো।
আকাশ :-আ...আ...আসো এবার যাই।
আকাশ চলে গেলো পূর্ণতাকে নিয়ে।
(রিয়ার বাড়িতে যাওয়ার পর পূর্ণতা রিয়ার কাছে গেলো আর বললো)
পূর্ণতা:-মাশাআল্লাহ,মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসে পড়েছে।
এ কথা শুনে রিয়া একটু হেসে দিলো আর বললো
রিয়া:-তোরও এই দিন আসবে রে,আমি খালিভাবছি না জানি তোকে তোর বিয়ের দিন কি সুন্দর টাই না লাগে!
পূর্ণতা:-হয়েছে হয়েছে ভাই এবার থাম।চল সবাই ডাকছে।
হলুদের পর
পূর্ণতা:-গেলাম বাই।
রিয়া:-এখন না গেলে কি হয় না রে?
পূর্ণতা:-না রে কিছুই তো আনি নাই এখন থাকি কিভাবে আর আকাশ এর কাজ আছে তাই যেতে হবে আর কালকে তো আসবোই চিন্তা করিস না ওকে।
রিয়া:- ওকে।
বাড়িতে যাওয়ার পর আকাশ:-এবার যাও রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বা ওকে কাল কিন্তু সকাল সকাল যেতে হবে।
পূর্ণতা:-তুমি ঘুমাবা না?
আকাশ:-না এখন না পরে ঘুমাবো কাজ আছে।
পূর্ণতা:-ওকে।(পূর্ণতা আর কিছু বললো না কারণ সে জানে যে বললেও আকাশ এখন ঘুমাবে না।
পরের দিন-- আকাশ:-শুনছো?পূর্ণতা উঠো যেতে হবে তো
পূর্ণতা:-(ঘুম জড়ানো কন্ঠে)হুম....উঠছি।
পূর্ণতা উঠে ফ্রেশ হয়ে একটি লাল রংয়ের শাড়ি পড়লো এবং একটা লাল রংয়ের টিপ পড়লো আর সাথে তো চুরি আছেই লাল রংয়ের এটুকুতেই তাকে অপরুপ সুন্দর লাগছে বলার বাহিরে।পূর্ণতা রেডি হওয়ার পরপরই আকাশ পূর্ণতার রুমে ঢুকলো এবং পূর্ণতাকে দেখে বললো
আকাশ:-মাশাআল্লাহ,আমার বউ জান কে দেখি অপরুপ সুন্দর লাগছে।
তা শুনে পূর্ণতা লজ্জা পেলো আর বললো
পূর্ণতা:-তাই?আর আমার জামাই জানকে তো সেই হ্যান্ডসাম লাগছে তো শুনে রাখেন ওখানে গিয়ে যেনো না দেখি আপনি অন্য মেয়ের সাথে কথা বলছেন ওকে!?
আকাশ :-ঠিক আছে ম্যাডাম এবার চলেন যাই? পূর্ণতা:-হুম।
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
🥀~মায়াবতী~🥀
writer - 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍
আজ ৯ জুলাই অনু এবং নাহিয়ান এর গায়ে হলুদ।অনুর বোন এবং কাজিনরা সাজছে অপরদিকে অনুর মা এবং তার চাচিরা হলুদের ডালা রেডি করছে। সালমা আক্তার পূর্ণতার রুমে গিয়ে দেখল পূর্ণতার এখনো সাজা শেষ হয়নি তিনি বলে উঠলেন।
সালমা:-এখনো তোর সাজা শেষ হলো না!?এদিক দিয়ে হলুদের ডালা রেডি করা হয়ে গেল আর তোদের সাজা এখন পর্যন্ত শেষ হলো না এত কি সাজছিস তোর বিয়ে নাকি!?
পূর্ণতা:-মা, আমার বোনের বিয়ে আমি সাজবো না এটা কোন কথা? আর বেশিক্ষণ লাগবে না এইতো আই লাইনার দেওয়া শেষ হলেই হয়ে যাবে।
সালমা:-তা যেনো হয়, বেশিক্ষণ দেরি হলে কিন্তু খবর আছে তোর!?
এই কথা বলে সালমা আক্তার রুম থেকে চলে গেলেন।পূর্ণতা সাজা শেষ করে নিচে আসলো দেখলো হলুদের অনুষ্ঠান এখনই শুরু হবে।সে তাড়াতাড়ি সেখানে চলে গেল আকাশ ও নিচে নেমে এসে সেখানে চলে গেল।কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান শেষ হলো।
১০ জুলাই।অনু এবং নাহিয়ান এর প্রেমের পূর্ণতার দিন। সবাই খুশি ছিল।বাড়ি বড় মেয়ের বিয়ে বলে কথা একটু তো কাজ বেশি থাকে তাই পূর্ণতাও আজকে তার মা এবং চাচীদের কাজে সাহায্য করছে।পূর্ণতা কাজ শেষে তার রুমে চলে গেল রুমে গিয়ে একটি লাল টুকটুকে শাড়ি পরল।যেটাতে তাকে অপরূপ সুন্দর লাগছিল।বর্ণনা দিয়ে যদি বলি,পূর্ণতার ওই টানা টানা কাজল দুটো চোখ মায়াবী লাগছিল। কপালের লাল টিপ যেনো তার সৌন্দর্য বাড়িয়ে তুলছিল।(আর বলতে পারবো না,নাহয় পরে আমি নিজেই তার প্রেমে পরে যাবো😩💝)
~~~বিয়ের সময়~~~
"মা বলো কবুল"
অনু:-ক....কবুল
"আলহামদুলিল্লাহ, বাবা বলো কবুল"
নাহিয়ান:-কবুল
"আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমাদের দামপত্তি জীবন সুখি হক"
অনু নাহিয়ানের দিকে তাকালো ছল ছল চোখ নিয়ে হাসলো।অবশ্য অনুর কাদারই কথা কারণ এই সময়টাতে মেয়েরা বুঝতে পারে সে যে আর তার পরিবারের সাথে প্রতিদিন সকালে উঠে দেখা করতে পারবে না...!!।অনুকে নিয়ে যাওয়ার সময় অনুর মা বাবা কাজ ছিল।তারা তাকে বলল,,,,"একদম চিন্তা করিস না,তুই সুখে থাকবি তোর ভালোর জন্যই তো আমরা এসব করেছি"।অনু তার বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে তার মনের কাছে গেল।
অনু:-ভালো থাকিস, এখন আর তোর সাথে তো কেউ আর ঝগড়া করবে না।কেউ রাগারাগি করবে না, কেউ তোকে বিরক্ত করবে না।দোয়া করি তুইও যাতে সুখে থাকিস, আর কাউকে বিয়ে করার আগে ১০০বার ভাববি। সে যদি ভালো হয় তাহলে তোর জন্যই ভালো। তোর খুশিতে আমি খুশি। 😅💔
পূর্ণতা:-ঠিক আছে, আর একটা কথা শোন যদি কেউ তোকে খারাপ কিছু বলে তুই ডাইরেক আমাকে বলবি ঠিক আছে?
অনু:-হুম।
তারপর অনু চলে গেল। রাত বাজে ১০:৩০টা অনুর কাজিনরা যায়নি তারা সবাই মিলে একসাথে রুমের মধ্যে গল্প করছিল এবং গানও শুনছিল।
পূর্ণতা:-তো মিস্টার আকাশ আমি কেমন দেখতে তা নিজে বর্ণনা করে শুনান দেখি।
আকাশ এ কথা শুনে ঠিক আছে বলে গাইতে শুরু করলো:-
~❝একটা ছিলো সোনার কন্যা❞~
~❝মেঘ বরণ কেশ❞~
~❝ভাটি অঞ্চলে ছিলো❞~
~❝সেই কন্যার দেশ❞~
~❝দুই চোখে তাহার এ কি মায়া❞~
~❝নদীর জলে পড়লো কন্যার ছায়া❞~
~❝আমি তাহার কথা বলি❞~
~❝তাহার কথা বলতে বলতে❞~
~❝নাও দৌড়াইয়া চলি❞~
তার এই গান শুনে পূর্ণতা মুচকি হেসে বললো,,
পূর্ণতা:-আমি কি এতোটাই সুন্দর?
আকাশ :-হুম ঠিক পরীর মতো।👀💖
তাদের কথোপকথন সবাই হা করে শুনছিলো।তখনি পূর্ণতার এক কাজিন বললো,,❝হয়েছে দুলাভাই এবার থামেন আর কতো প্রেম পিরীতি করবেন?একটু তো আমাদের মতো সিংগেলদের সামনে দয়া করে প্রেম করিয়েন না❞।এ কথা শুনে আকাশ একটু হেসে দিয়ে বললো,,,,
আকাশ:- ঠিক আছে শালীকারা এবার যান ঘুমান।
সবাই হ্যা বলে চলে গেলো।এখন আকাশ এবং পূর্ণতা একা বসে রয়েছে।আকাশ পূর্ণতাকে উদ্দেশ্য করে বললো,,,
আকাশ:-ম্যাডাম আপনাকে কি ঘুমানোর জন্য নিমন্ত্রণ দিতে হবে?
পূর্ণতা:-যাচ্ছি।
~~~পরের দিন সকালবেলা~~~
হাসান চৌধুরী(আকাশের বাবা):-ভাই,
ভাবছিলাম পূর্ণতা এবং আকাশের বিয়ের তারিখটা এখন ঠিক করলে ভালো হতো না?
আবির চৌধুরী(পূর্ণতার বাবা):-হুম ঠিক বলেছিস,তো কত তারিখে তাদের বিয়েটা দিবো তুই বল।
হাসান চৌধুরী:-২২ জুলাইয়ে দিলে কেমন হয়?
আবির চৌধুরী:-ভালো,ঠিক আছে তাদের বিয়ের ফাইনাল তারিখ হলো ২২জুলাই।
part-8
(আজ এই পর্যন্তই রাখলাম এবং গল্পটি কেমন হয়েছে জানাবেন)
@PuNux._.7 @jeon_Habiba01 @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @Fanboy...Araf26 #all#mayaboti
5 months ago | [YT] | 9
View 5 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
Ajke mehedi disilam hate ekhon bhat khaite boisha dekhi oma bhat mehedir rong diya halka rongila hoiya gese bah bhat o shaje🐸💔
@PuNux._.7 @jeon_Habiba01 @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ @Fanboy...Araf26 #all
5 months ago | [YT] | 7
View 7 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
🥀~মায়াবতী~🥀
writer - 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍
__পরের দিন__
সকাল বাজে ৯টা সবাই উঠে গিয়েছে আর এদিকে বাড়ির মা-চাচীরা রান্না করছে।নাহিয়ান নিচে নেমে এসে দেখলো সবাই বসে আছে তখনই সে ভাবলো "সময় হয়ে গেছে,তাদেরকে আমার বলতে হবে"। সে সাহস করে সবাই ডেকে নিয়ে আনলো সবাই ড্রয়িংরুমে বসলো।অনুও সেখানে ছিলো।
নাহিয়ান:-আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা কথা বলবো তোমাদের কিন্তু সাহস হয়ে উঠছিলো না।আজ সাহস করে তোমাদের বললাম আ...আমি অনুকে ভালোবাসি।
সবাই এ কথা শুনে খুশি হলো এবং নাহিয়ানের বাবা ও অনুর বাবা একসঙ্গে হাত মিলিয়ে বললো,,,,
নাহিয়ানের বাবা:-আলহামদুলিল্লাহ,অবশেষে প্লেনটা সাকসেস হলো।
নাহিয়ান:-প্ল্যান মানে?
নাহিয়ানের বাবা:- আসলে আমরা প্ল্যান করেছিলাম অনুর জন্য ছেলে দেখার কথা বলে তোদের প্রেম এর কথাটা প্রকাশ করতে।
নাহিয়ান এবং অনু তা শুনে খুশি হলো।
অনুর বাবা:-তো বেয়াই চলেন অদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলি?😉
নাহিয়ানের বাবা:-অবশ্যই,চলেন।
তারপর অনু এবং নাহিয়ানের বিয়ের তারিখ ঠিক করা হলো।তাদের বিয়ের তারিখ জুলাই মাসের ১০ তারিখ।💝
__রাত ১১ টা__
অনু:-তো নাহিয়ান চৌধুরী,আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেলো আপনি খুশি তো?
নাহিয়ান :-অবশ্যই,কেনো খুশি হবো না?আর আমি তো আমাদের বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছি।
অনু:-আপনিও না!🤭।বিয়ে হলো না এর আগেই বাচ্চার নাম ঠিক করে ফেল্লেন।
নাহিয়ান:-হুম।তো ঘুমাবেন কখন?
অনু:-এইতো এখনই,যাচ্ছি।
অনু তার রুমে চলে গেলো।নাহিয়ানও তার রুমে চলে গেলো।
part-7
(আজ এই পর্যন্তই রাখলাম।জানি গল্পটা সর্ট হয়ে গিয়েছে তার জন্য সরি।কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
@Fanboy...Araf26 @PuNux._.7 @jeon_Habiba01 @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @স্নেহসী-96 @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ #all
5 months ago | [YT] | 9
View 9 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
Suniya suniya rata te raat de vich tu..!!👀🎀
@Fanboy...Araf26 dn✔️
5 months ago | [YT] | 8
View 2 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
Hkw everyone ami jani tumra onekei mayabotir next part chaiteso kintu ekta kotha boli tumader lekhika eto olosh je lekhtei chai na🐸btw ajke paba inshallah😊
5 months ago | [YT] | 5
View 2 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
🥀~মায়াবতী~🥀
writer- 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍
রাত বাজে ১২টা পূর্ণতা,আকাশ এবং তাদের অন্যান্য কাজিনরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলো।তারা একেকজনকে একেকরকম প্রশ্ন করছিলো।হঠাৎ তখনি পূর্ণতার খালাতো ভাই নাহিয়ান আকাশকে উদ্দেশ্য করে বললো।
নাহিয়ান:-দুলাভাই,আপনি যেহেতু পূর্ণতাকে প্রচুর ভালোবাসেন তাহলে পূর্ণতার জন্য একটি গান শুনান তো।
আকাশ :-অবশ্যই গাইবো।দাড়াও আমি আমার গিটারটা নিয়ে আসছি।
আকাশ তার রুমে গিয়ে তার গিটার নিয়ে আসলো।এরপর সে গেয়ে উঠলো,,,
~দুধে আলতা গায়ের বরণ~
~রুপ যে কাঞ্চা সোনা~
~আঁচল দিয়া ঢাইকা রাইখো~
~চোখ যেন পড়ে না~
~আমি প্রথম দেখে~
~পাগল হইলাম~
~মন তো আর মানে না~
গান শুনে সবাই খুশি হলো আর পূর্ণতাকে বললো তুই তো ভাগ্যবতী যে আকাশ পেয়ছিস।আর বললো দুলাভাই আপনি তো খুব সুন্দর করে গান গান।তখনি সালমা আক্তার ছাদে এসে বললেন,,
সালমা আক্তার:-কিরে তোরা এখনো ছাঁদে কি করছিস!?রাত কয়টা বাজে ঘুমাবি না!?যা ঘুমা সব এখানে আসছে আড্ডা দেওয়ার জন্য আর পূর্ণতা তোকে না বলছি রাতে ছাঁদে আসবি না!?ভয় করে না এখন!?যা ঘুমা সব।
সালমা আক্তারের বকা শুনে সবাই ভয়ে চলে গেলো।সালমা আক্তার ছাদের দরজা লাগিয়ে চলে গেলো।
~পরের দিন সকাল ১০:৩০~
এখনো পূর্ণতা ঘুমাচ্ছে।তার উঠার নামই নেই সালমা ঝারু নিয়ে রুমে এসে বললেন,,,"তুই কি উঠবি নাকি আমার তোকে মারতে হবে!!"।সালমা আক্তারের চিৎকার শুনে পূর্ণতা লাফ দিয়ে উঠে বললো,,,,"এইতো উঠে গিয়েছি মা"।তা দেখে সালমা বললেন,,,"এখনি যেয়ে ফ্রেশ হয়ে নিচে আয় নাহলে ঝারুর বারি একটাও নিচে পড়বে না বলে দিলাম!"।এ কথা শুনে পূর্ণতা তারাতারি ফ্রেশ হতে চলে গেলো।
অন্যদিকে বাগানে অনু এবং নাহিয়ান,,,,
অনু:-সবাই আমার জন্য ছেলে খুঁজছে বুঝছি না কি করবো।
নাহিয়ান :-চিন্তা করিয়ো না আমি তো আছি।
অনু:-এ কথা তুমি সেই ছোটবেলা থেকেই বলে আসছো কই দেখলাম না তো যে নিজের ফ্যামিলিকে আমাদের রিলেশন এর কথা বলতে।
নাহিয়ান:-জান,বুঝো না কেনো আমার মা-বাবা যে প্রচুর রাগি।
অনু:-আকাশের মা-বাবাও তো প্রচুর রাগি তারপরও সে বলেছে সবাই কে।
নাহিয়ান:-অদের তো অনেক আগে থেকেই বিয়ে ঠিক ছিলো তাই পরিবার মেনে নিয়েছে কিন্তু আমাদের তো ঠিক নেই।তারপরও দেখি চেষ্টা করবো বলার।
অনু:- ওকে।
________
~বিকাল ৪টা~
সবাই প্ল্যানিং করেছিলো ঘুরতে যাবে।এদিকদিয়ে পূর্ণতা সাজছিলো।পরনে তার নীল শাড়ি,বেলি ফুল দিয়ে সে চুল খোপা করেছিলো।অন্যদিক দিয়ে আকাশ পরনে তার নীল পাঞ্জাবি।দুজনকেই অপরুপ সুন্দর লাগছে এবং অনু ও নাহিয়ান ওরা দুজনও ম্যাচিং শাড়ি,পাঞ্জাবি পড়েছে।তাদের সাথে রিয়াও যাচ্ছে তার হাসবেন্ডকে নিয়ে।তারা সবাই গড়িতে উঠে পড়লো।তারা তাদের গন্তব্যে পৌঁছে গেলো।
পূর্ণতা:-আকাশ,আমাকে একটা আইসক্রিম কিনে দিবে প্লিজ।
আকাশ:-পূর্ণতা,তুমি কি ভুলে গেছো তুমি যে ঠান্ডা খেতে পারোনা আর খেলেই তো অসুস্থ হয়ে পরো আমি দিবো না কিনে ঠান্ডা বাদে অন্যকিছু খেলে বলো।
পূর্ণতা:-তাহলে ফুসকা কিনে দিবা?
আকাশ:-হুম চলো।
অনু:-নাহিয়ান,চলো আমরা ওই সুন্দর বাগানটিতে যাই।
নাহিয়ান:-চলো।
সবাই সবার জামাইয়ের সাথে টইমস্পেন্ড করতে ব্যস্ত।(আমরা সিংগেল মানুষ ভাই একটু তো সহ্য করতে হবেই🐸💔)।সবাই ঘুড়ার পর বাড়ি ফিরে গেলো।
Part-6
(আজ এই পর্যন্তই রাখলাম।কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এরপরের পার্টে অনু ও নাহিয়ান এর পূর্ণতা দেখবেন কে কে এক্সাইটেড অদের পূর্ণতা দেখার জন্য?👀✨)
@PuNux._.7 @jeon_Habiba01 @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @HabibaZara-b7o @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ @Purple_Galaxy-p7m @ARHAMSEk @স্নেহসী-96 #all#mayaboti
5 months ago | [YT] | 13
View 9 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
Tumra onek ei amr first channel er bepare jano na tader jonno ei pic ta dilam jao subscribe kore asho
@🦋⃝প্রেয়সী•
5 months ago | [YT] | 10
View 4 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
🥀~মায়াবতী~🥀
writer - 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍
~বিয়ে বাড়িতে যাওয়ার পর~
পূর্ণতা:-আকাশ আমি রিয়ার কাছে যাই?
আকাশ:-হুম যাও।
পূর্ণতা রিয়ার কাছে চলে গেলো।হঠাৎ করে একটা মেয়ে আকাশের কাছে আসলো এবং বললো,"হ্যালো মিস্টার হ্যান্ডসাম,আপনি কি সিংগেল?সিংগেল না থাকলেও নো প্রভলেম আপনি চাইলে আমার সাথে রিলেশন এ যেতে পারেন"।
আকাশ:-(মেয়েটির দিকে না তাকিয়ে বললো)সরি আপু,আমার বউ আছে।
এ কথা শুনে মেয়েটি বললো,"তো কি হয়েছে?আমার মতো এতো সুন্দরী মেয়ের সাথে তুমি প্রেম করলে জিতবে ডারলিং"(চোখ টিপ মেরে বললো)
আকাশ:-(না তাকিয়ে)আপনি কি বাংলা কথা বুঝেন না?আমি বললাম আমার বউ আছে এবং আমার বউয়ের সৌন্দর্যের কাছে আপনি তো কিছুই না।
মেয়েটি এ কথা শুনে রেগে চলে গেলো।কিছুক্ষণ পর বরজাত্রি চলে এলো,বাড়ির সব মেয়েরা গেট বন্ধ করে ফেললো তাদের মধ্যে পূর্ণতা ও ছিলো।সবাই বরজাত্রিকে বললো,"টাকা না দিলে বউ পাবেন না বুঝছেন"
তখনি বরপক্ষ থেকে জামাইয়ের ছোট ভাই বলে উঠলো,"আমরা কি নাটক দেখতে এসেছি বিয়াইনসাহেবা?"
পূর্ণতা:-ওমা নাটক দেখতে আসবেন কেনো এসেছেন তো বউকে নিতে,আর একটা কথা শুনে রাখেন বউ কিন্তু যেনোতেনো বউ না বুঝেছেন?লাখে একজন।তো বলেন টাকা দিবেন নাকি না?
জামাইয়ের ছোট ভাই:-একটা শর্তে দিবো।
পূর্ণতা:-কি শর্ত?
জামাইয়ের ছোট ভাই:-আগে বউ নিবো তারপর টাকা দিবো।
পূর্ণতা:-মামা বাড়ির আবদার নাকি যে আপনি বল্লেন আর আমরা এটাই করবো তারপর আপনারা টাকা না দিয়ে চলে যাবেন?তা হবে না।
সবার জোরাজোরিতে শেষ পর্যন্ত বরপক্ষরা টাকা দিয়েই দিলো।বিয়ের পর রিয়াকে নিয়ে যাওয়ার সময়।
পূর্ণতা:-শুন আমাকে আবার ভুলো যায়িস না কিন্তু আর দোয়া করি যাতে তোদের মেরিড জীবন সুন্দর হয় ভালো থাকিস বান্ধবী..!!(কান্না অবস্থায়)
রিয়া:-চিন্তা করিস না ভুলবো না তোকে।আর ভালো থাকিস রে তোর আর আকাশের জন্য দোয়া করি যাতে তোরা সুখে থাকিস।(কান্না অবস্থায়)😢
রিয়া কিছুক্ষণ তার ফ্যামিলির সাথে কথা বলে চলে গেলো।এরপর পূর্ণতা ও তার বাসায় চলে গেলো আকাশকে নিয়ে।
part-5
(কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
@jeon_Habiba01 @PuNux._.7 @HabibaZara-b7o @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @Purple_Galaxy-p7m #all#mayaboti
5 months ago | [YT] | 12
View 8 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
Tumader ekmatro lekhika🐸🎀
Btw tumader kase mayaboti golpo ta kemon legese👀🦋✨
Post by~ 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍
@PuNux._.7 @jeon_Habiba01 @HabibaZara-b7o @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @Purple_Galaxy-p7m#all
5 months ago (edited) | [YT] | 7
View 4 replies
•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•
🥀~মায়াবতী~🥀
writer : 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍
আজ ৯তারিখ পূর্ণতার বান্ধবী রিয়ার গায়ে হলুদ
এদিক দিয়ে পূর্ণতা রেডি হচ্ছে তার বান্ধবীর গায়ে হলুদ বলে।সে আজ পড়েছে হলুদ কালারের শাড়ি যেটাতে তাকে অপরুপ সুন্দর এবং মায়াবী লাগছে সাথে রেশমি চুরিও পড়েছে লাল রংয়ের এবং চুল তার খোপা করা গোলাপ ফুল দিয়ে।গোলাপ ফুল তার প্রচন্ড প্রিয় একটি ফুল।
অন্যদিক দিয়ে আকাশ পরনে তার হলুদ পাঞ্জাবি,হাতে রোলেক্সের ঘড়ি। তারা দুজন আজ মেচিং করেই পড়েছে।
আকাশ:-(পূর্ণতাকে উদ্দেশ্য করে বললো)কই গো তুমি হয়েছে?দেরি হয়ে যাচ্ছে তো তারাতারি আসো বাকি সবাই চলে গিয়েছে এখন খালি আমরা বাকি।
পূর্ণতা:-( দরজার অপাশ থেকে)হুম হয়েছে আসছি দাঁড়াও।
পূর্ণতা রুমের দরজা খুলে বের হতেই আকাশ তাকে দেখে হা করে রইলো।পূর্ণতা তা দেখে একটু লজ্জা পেলো আর সাথে সাথে বললো
পূর্ণতা:-এইযে মিস্টার মুখটা এবার বন্ধ করেন,পরে কিন্তু মাছি ঢুকে পড়বে।🤭
আকাশ তা শুনে তার হুঁশ ফিরলো,সে মুখ বন্ধ করে ফেললো আর বললো।
আকাশ :-আ...আ...আসো এবার যাই।
আকাশ চলে গেলো পূর্ণতাকে নিয়ে।
(রিয়ার বাড়িতে যাওয়ার পর পূর্ণতা রিয়ার কাছে গেলো আর বললো)
পূর্ণতা:-মাশাআল্লাহ,মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসে পড়েছে।
এ কথা শুনে রিয়া একটু হেসে দিলো আর বললো
রিয়া:-তোরও এই দিন আসবে রে,আমি খালিভাবছি না জানি তোকে তোর বিয়ের দিন কি সুন্দর টাই না লাগে!
পূর্ণতা:-হয়েছে হয়েছে ভাই এবার থাম।চল সবাই ডাকছে।
হলুদের পর
পূর্ণতা:-গেলাম বাই।
রিয়া:-এখন না গেলে কি হয় না রে?
পূর্ণতা:-না রে কিছুই তো আনি নাই এখন থাকি কিভাবে আর আকাশ এর কাজ আছে তাই যেতে হবে আর কালকে তো আসবোই চিন্তা করিস না ওকে।
রিয়া:- ওকে।
বাড়িতে যাওয়ার পর
আকাশ:-এবার যাও রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বা ওকে কাল কিন্তু সকাল সকাল যেতে হবে।
পূর্ণতা:-তুমি ঘুমাবা না?
আকাশ:-না এখন না পরে ঘুমাবো কাজ আছে।
পূর্ণতা:-ওকে।(পূর্ণতা আর কিছু বললো না কারণ সে জানে যে বললেও আকাশ এখন ঘুমাবে না।
পরের দিন--
আকাশ:-শুনছো?পূর্ণতা উঠো যেতে হবে তো
পূর্ণতা:-(ঘুম জড়ানো কন্ঠে)হুম....উঠছি।
পূর্ণতা উঠে ফ্রেশ হয়ে একটি লাল রংয়ের শাড়ি পড়লো এবং একটা লাল রংয়ের টিপ পড়লো আর সাথে তো চুরি আছেই লাল রংয়ের এটুকুতেই তাকে অপরুপ সুন্দর লাগছে বলার বাহিরে।পূর্ণতা রেডি হওয়ার পরপরই আকাশ পূর্ণতার রুমে ঢুকলো এবং পূর্ণতাকে দেখে বললো
আকাশ:-মাশাআল্লাহ,আমার বউ জান কে দেখি অপরুপ সুন্দর লাগছে।
তা শুনে পূর্ণতা লজ্জা পেলো আর বললো
পূর্ণতা:-তাই?আর আমার জামাই জানকে তো সেই হ্যান্ডসাম লাগছে তো শুনে রাখেন ওখানে গিয়ে যেনো না দেখি আপনি অন্য মেয়ের সাথে কথা বলছেন ওকে!?
আকাশ :-ঠিক আছে ম্যাডাম এবার চলেন যাই?
পূর্ণতা:-হুম।
part-4
(কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
@PuNux._.7 @jeon_Habiba01 @HabibaZara-b7o @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ @Anayas_bestie.143 @FANBØY_ARFÂN🐾 @ARHAMSEk @Purple_Galaxy-p7m #all#mayaboti
5 months ago | [YT] | 13
View 4 replies
Load more