আমাদের এই চ্যানেলে মূলত আমরা নির্দিষ্ট কিছু দেখাব না, এই চ্যানেলের কন্টেন্ট হবে নানারকম। 📺🎥
কখনো আমরা হারিয়ে যাব গ্রামের পথে, আবার কখনো বাজার হাটে, কখনো নিয়ে যাব নদীর ধারে, আবার কখনো নিয়ে যাব রান্নাঘরে, দেখা হবে বইমেলা, বানিজ্যমেলা, ঐতিহাসিক গরুর হাট, পুরান ঢাকার অলি গলি বা কলকাতার নিউমার্কেট, কখনো এই চ্যানেলেই দেখবেন আপনার ছোটবেলার প্রিয় শহরটি বা আপনার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানটি। 📚🏫
এবং সর্বপরি এই চ্যানেলে আমাদের ভ্রমণ, খাবার এবং দৈনন্দিন ভ্লগ শেয়ার করব, যাতে আপনি আমাদের YouTube যাত্রা জুড়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ✈️🍕
সুতরাং অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সক্রিয় সদস্য হয়ে যান। ধন্যবাদ 😊
#RaTulisVlog #RaTuli #Ratul #Tuli #SJR #SjRatul #Ayesha #Jahan #Aarat #vlogger #traveller #youtuber #Bangladesh #trandvideos #viralvideos #foryou #fyp
RaTuli's Vlog
জমিনে কম্পন সৃষ্টি করে তিনি স্বরণ করিয়ে দেন, জমিনের আধিপত্য একমাত্র তার। ❣️
কুরআনের দৃষ্টিতে, কুরআনে ভূমিকম্পকে সাধারণত আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, পরীক্ষা ও শাস্তির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।
১. সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে
“আমি তাদেরকে বড়-বড় শাস্তির আগে ছোট শাস্তি আস্বাদন করাই, যাতে তারা ফিরে আসে।”
— সূরা আস-সাজদাহ 32:21
২. আল্লাহর শক্তি ও কুদরতের নিদর্শন হিসেবে
“যখন পৃথিবী প্রবল কম্পনে কাঁপবে...”
— সূরা যিলযাল 99:1
এই আয়াতে আল্লাহ জানান পৃথিবীর কাঁপানো তাঁরই নিয়ন্ত্রণে।
হাদীসের দৃষ্টিতে
রাসূল ﷺ ভূমিকম্পকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া কিছু গোনাহের ফলেও হতে পারে বলে সতর্ক করেছেন।
১. পাপাচার বেড়ে গেলে শাস্তি আসে
রাসূল ﷺ বলেছেন:
“যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্য হয়ে যায়, তখন তাদের মধ্যে ভূমিকম্প ও বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে।”
— (ইবনু মাজাহ)
২. তাকওয়ায় ফিরে আসার নির্দেশ
ভূমিকম্প হলে নবী ﷺ ইস্তিগফার, তওবা, দুয়া ও সৎকর্মে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।
সংক্ষেপে ভূমিকম্পের কারণ:
১| আল্লাহর পক্ষ থেকে সতর্কতা
২| মানুষের গুনাহের কারণে শাস্তি
৩| আল্লাহর শক্তি ও ক্ষমতার নিদর্শন
৪| মানুষের তাওবা ও সংশোধনের আহ্বান....🥲
3 weeks ago | [YT] | 3
View 0 replies
RaTuli's Vlog
'আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে বীভৎস চেহারাবিশিষ্ট'
_সূরা আল মুমিনুন, আয়াত: ১০৪
4 weeks ago | [YT] | 3
View 0 replies
RaTuli's Vlog
Congratulations!!
Bangladesh Football Team 🇧🇩⚽🥅
Proud moment!! ✌️
4 weeks ago | [YT] | 3
View 0 replies
RaTuli's Vlog
শীতকালীন সবজি!! 😋🌿
#food #love #vagetable #fishcurry
4 weeks ago | [YT] | 3
View 0 replies
RaTuli's Vlog
Alhamdulillah! 😇✌️
1 month ago | [YT] | 3
View 0 replies
RaTuli's Vlog
জুম্মা মোবারক!! 😇
Friday Lunch!!
মুলা শাক ভাজি, পটলের খোসা ভর্তা, আলু দিয়ে মুরগির মাংস!! 😋
#Food #lunch #friday
1 month ago | [YT] | 4
View 0 replies
RaTuli's Vlog
Allahumma barik lahu...
Not just lovers, But survivors of life together.
Years passed, But it's still you...Always you..💗😘
শুধু সাত বছর না, আগামী সাত জনমেও যেনো এভাবেই থাকতে পারি একসাথে ভালোবাসার পরিপূর্ণতায়। 🥺
Happy 7th Marriage Anniversary My L❤️ve!!
Alhamdulillah! 😇
25/10/25 🌿
1 month ago | [YT] | 5
View 0 replies
RaTuli's Vlog
1 month ago | [YT] | 4
View 0 replies
RaTuli's Vlog
পৃথিবীর বহু বাবা-মা আছে যারা নিজেদের সন্তানদের দুই চোখে দেখে।
এক সন্তানকে মাথায় রাখে অন্যজনকে পা'য়ে। এক সন্তানের বিলাসিতা মেটাতে নিজের জীবন দিয়ে দেয় আর অন্যজনের প্রয়োজন অবধি ফিরে তাকায় না।
হ্যাঁ!! মিথ্যে নয়। এটাই কঠিন সত্য।
যে সন্তান মা বাবার জন্য করে বেশি সেই সন্তান ততো বেশি অবহেলিত তারই মা বাবার কাছে। আর যে সন্তান ফিরেও তাকায়না সে সন্তানই তাদের কাছে প্রসিদ্ধ।
এই যে, যেই সন্তানকে অবহেলা করছে কিংবা ঘর ছাড়া করছে। সেই সন্তান যখন তার পরিবার নিয়ে ঠুকরে ঠুকরে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে একটু ভালো পজিশনে যায়। ঠিক তখনই হঠাৎ করে তার জন্য সেই সো কল্ড মা বাবাদের ভালোবাসা উতলে পড়ে।
আসল টুইস্ট হয়, যখন সেই সন্তান আর তার মা বাবার প্রতি আবেগ দেখায় না। দেখাবেই বা কেনো!!? বিপদে যাদের পাশে পাওয়া যায়নি, সুখের দিনে তাদের কথা মনে না পড়াটাই স্বাভাবিক নয় কি!!??
কিন্তু তখনই তারা সমাজে সেই সন্তানকে ভিলেন বানিয়ে নিজেরা ভিকটিম রোল প্লে করে।
তখন সো কল্ড সমাজ সেই সন্তানকে ছিঃ ছিঃ দেয়। কিন্তু সেই ভিলেন মা বাবার কোনো দোষ সমাজ দেখে না। কারণ মা বাবা বলতে আমাদের সমাজ অন্ধ। আর এটাই সেই মা বাবাদের জন্য সবচেয়ে বড় "ট্রাম্প কার্ড"। যেটা প্লে করলে তারা অপরাধ করলেও মাফ হয়ে যায়। কারণ ঐ যে তারা মা-বাবা।
শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। মা বাবা হিসেবে সকল দায়িত্ব কর্তব্য এক চোখে পালন করতে হয়।
কারন কি জানেন, একজন মানুষের প্রতিটি সম্পর্কের হিসেব হবে। বাবা হিসেবে, সন্তান হিসেবে, স্বামী হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে।
আর যখন আপনি এক জায়গায় খারাপ হয়ে যাবেন তখন সেই জবাবদিহি হাকিমের কাছে করতে হবে। তখন যদি আপনি জালিম হয়ে যান তাহলে আপনার জীবন ব্যার্থ। হয়তো দুনিয়ায় ভালো থেকেছেন, বাহবা পেয়েছেন। কিন্তু আখিরাতে আপনি আটকে যাবেন। তার হক নষ্ট করার জন্য আপনি ঝুলে থাকবেন।
তাই সময় থাকতে কারো হক নষ্ট করার দুঃসাহস কইরেন না। প্লিজ!! 💔
রিপন মিয়ার মতো এরকম ভিকটিম বাংলাদেশে অহরহ। 🥲💔
2 months ago | [YT] | 4
View 0 replies
RaTuli's Vlog
Dawat!! 🥰🌿
2 months ago | [YT] | 4
View 0 replies
Load more