RaTuli's Vlog

পৃথিবীর বহু বাবা-মা আছে যারা নিজেদের সন্তানদের দুই চোখে দেখে।
এক সন্তানকে মাথায় রাখে অন্যজনকে পা'য়ে। এক সন্তানের বিলাসিতা মেটাতে নিজের জীবন দিয়ে দেয় আর অন্যজনের প্রয়োজন অবধি ফিরে তাকায় না।
হ্যাঁ!! মিথ্যে নয়। এটাই কঠিন সত্য।

যে সন্তান মা বাবার জন্য করে বেশি সেই সন্তান ততো বেশি অবহেলিত তারই মা বাবার কাছে। আর যে সন্তান ফিরেও তাকায়না সে সন্তানই তাদের কাছে প্রসিদ্ধ।
এই যে, যেই সন্তানকে অবহেলা করছে কিংবা ঘর ছাড়া করছে। সেই সন্তান যখন তার পরিবার নিয়ে ঠুকরে ঠুকরে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে একটু ভালো পজিশনে যায়। ঠিক তখনই হঠাৎ করে তার জন্য সেই সো কল্ড মা বাবাদের ভালোবাসা উতলে পড়ে।
আসল টুইস্ট হয়, যখন সেই সন্তান আর তার মা বাবার প্রতি আবেগ দেখায় না। দেখাবেই বা কেনো!!? বিপদে যাদের পাশে পাওয়া যায়নি, সুখের দিনে তাদের কথা মনে না পড়াটাই স্বাভাবিক নয় কি!!??

কিন্তু তখনই তারা সমাজে সেই সন্তানকে ভিলেন বানিয়ে নিজেরা ভিকটিম রোল প্লে করে।
তখন সো কল্ড সমাজ সেই সন্তানকে ছিঃ ছিঃ দেয়। কিন্তু সেই ভিলেন মা বাবার কোনো দোষ সমাজ দেখে না। কারণ মা বাবা বলতে আমাদের সমাজ অন্ধ। আর এটাই সেই মা বাবাদের জন্য সবচেয়ে বড় "ট্রাম্প কার্ড"। যেটা প্লে করলে তারা অপরাধ করলেও মাফ হয়ে যায়। কারণ ঐ যে তারা মা-বাবা।

শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। মা বাবা হিসেবে সকল দায়িত্ব কর্তব্য এক চোখে পালন করতে হয়।
কারন কি জানেন, একজন মানুষের প্রতিটি সম্পর্কের হিসেব হবে। বাবা হিসেবে, সন্তান হিসেবে, স্বামী হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে।
আর যখন আপনি এক জায়গায় খারাপ হয়ে যাবেন তখন সেই জবাবদিহি হাকিমের কাছে করতে হবে। তখন যদি আপনি জালিম হয়ে যান তাহলে আপনার জীবন ব্যার্থ। হয়তো দুনিয়ায় ভালো থেকেছেন, বাহবা পেয়েছেন। কিন্তু আখিরাতে আপনি আটকে যাবেন। তার হক নষ্ট করার জন্য আপনি ঝুলে থাকবেন।

তাই সময় থাকতে কারো হক নষ্ট করার দুঃসাহস কইরেন না। প্লিজ!! 💔

রিপন মিয়ার মতো এরকম ভিকটিম বাংলাদেশে অহরহ। 🥲💔

2 months ago | [YT] | 4