বাংলা সাহিত্য ও Art & Culture'- এর संगम।

মণি কাঞ্চন যথা- কথা, কবিতা, গল্প-গাঁথা।
গান, সুর, শিল্প-সত্ত্বা হৃদয়ের অভিলাষা।
ছড়া, আবৃত্তি, সময়ের যতো মর্ম-পাশা।
এক বৃন্তে সমাদৃত মৌ-বার্তা।

মনিরুজ্জামান প্রমউখ। একবিংশ শতাব্দীর বাস্তবতা'র কবি, কথা-সাহিত্যিক, গল্পকার, ছড়াকার, গীতিকার, সুরকার, শিল্পী ও আবৃত্তিকার। ২০১০ সালে লেখালেখির সূচনা। ২০১৩-১৪ সালে যথাক্রমে বাস্তব-ক, বাস্তব-খ কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত। ২০১৪ সালে আত্মজৈবনিক উপন্যাস :"সত্য উপন্যাস বিষয়টা বিবাহ" প্রকাশিত। জাতীয় সাহিত্য পরিষদ(চাঁদপুর শাখা) হতে সম্মাননা-২০১৪ প্রাপ্ত।

২০১৯ সালে Manirujjaman Pramukh's All নামে YouTube Channel'- এ পদার্পণ। এই সেই চ্যানেল যেখানে মনিরুজ্জামান প্রমউখ তার যাবতীয় সাহিত্য-ঘনিষ্ট সকল বিষয়ের অবতারণা করেন। মনিরুজ্জামান প্রমউখ'- এর ভক্ত-দের সাদর আমন্ত্রণ। তাদের ফিডব্যাক যথার্থ কাম্য।

মনিরুজ্জামান প্রমউখ জন্মেছেন খাগড়াছড়ি-তে। মায়ের কাছ থেকে শোনা- বাবার চাকরি সূত্র তার জন্য দায়ী। পৈতৃক নিবাস- চাঁদপুর জেলায়। তার মোবাঃ 0191-843-7078, 0172-984-7204. ই-মেইল : manirujjamanpramukh1977@gmail.com, manirujjamanpramukh1977@outlook.com.